Sunday, November 3, 2019

Electrical (ইলেকট্রিক্যাল) 01

01. ভোল্টমিটার কী?
যে যন্ত্রের সাহায্যে বর্তনীর যে কোন দুই বিন্দুর মধ্যকার বিভব পার্থক্য সরাসরি ভোল্ট এককে পরিমাপ করা যায় তাকে ভোল্টমিটার বলে। বর্তনীর যে দুই বিন্দুর বিভব পার্থক্য পরিমাপ করতে হবে, ভোল্টমিটারটিকে সেই দুই বিন্দুর সাথে সমান্তরাল সমবায়ে সংযুক্ত করতে হবে।

02. অ্যামিটার কী?
অ্যামিটা একটি যন্ত্র, যার সহায়তায় বিদ্যুৎতের প্রবাহ সরাসরি বৈদ্যুতিক একক অ্যাম্পিয়ারে পরিমাপ করা যায় তাকে অ্যামিটার বলে। 
এটি একটি গ্যালভানোমিটার যার রোধক খুবই কম। এটিকে বর্তনীর সাথে সিরিজে যুক্ত করতে হয়। এর ফলে সম্পূর্ণ বিদ্যুৎপ্রবাহ মিটারের কয়েল দিয়ে প্রবাহিত হয়।

03. অ্যামিটার ও ভোল্টমিটার এর পার্থক্যঃ

#অ্যামিটারঃ
১। কোন বর্তনীতে বিদ্যুৎ প্রবাহের পরিমান নির্ণয় করার যন্ত্রকে এমিটার বলে।
২। কোন বৈদ্যুতিক যন্ত্রের বিদ্যুৎ প্রবাহের পরিমাপ করতে এমিটার সিরিজে সংযোগ করতে হয়।
৩। এমিটারের সাথে সমান্তরালে একটি কম মানের রোধ যুক্ত থাকে একে সান্ট বলে।
৪। সান্টের রোধ কম হয়। কোন কোন ক্ষেত্রে এমিটার গ্যালভানোমিটার এর সাথেও একটি রোধ যুক্ত থাকে সিরিজে যা এমিটারকে নষ্টের হাত থেকে রক্ষা করে।
৫। এমিটার প্রবাহকে এম্পিয়ার এককে প্রদর্রশন করে অর্থাৎ একক এম্পিয়ার। এমিটারের গায়ে এম্পিয়ার এককে দাগাঙ্কিত থাকে।।

#ভোল্টমিটারঃ
১। কোন বিদ্যুৎ উৎসের দুই প্রান্তের বিভব পার্থক্য নির্ণয় করার যন্ত্রকে ভোল্টমিটার বলে।
২। উৎসের ভোল্ট এর ক্ষেত্রে এর দুই প্রান্তের সাথে যুক্ত করতে হয়। দেখতে সিরিজ সংযোগের মতই, কিন্তু কোন যন্ত্রের দুই প্রান্তের বিভব পার্থক্য নির্ণয় করতে এর দুইভপ্রান্তের সাথে সমান্তরালে সংযোগ করতে হয়।
৩। ভোল্টমিটার এর সাথে সিরিজে একটি উচ্চমানের রোধ যুক্ত থাকে।
৪। ভোল্টমিটার এ সান্ট থাকেনা তবে কোন কোন ক্ষেত্রে গ্যালভানোমিটার অংশে সান্ট থাকতে পারে যা ভোল্টমিটার কে পুড়ে যাওয়া থেকে রক্ষা করে।
৫। ভোল্টমিটার এর গায়ে ভোল্ট এককে দাগ কাটা থাকে অর্থাৎ ভোল্টমিটার এর একক ভোল্ট।

04. অ্যামিটার কে কিভাবে ভোল্টমিটারে রুপান্তর করবো?
উতরঃ অ্যামিটার শান্টকে খুলে ফেলে এর সঙ্গে উচু মানের রেজিস্টর সিরিজে সংযোগ করলেই হয়ে যাবে।

05. সুপার গ্রিড ভোল্টেজ কত?
উত্তরঃ ২৩০কেভি।

06. তার ও ক্যাবলের মধ্যে পার্থক্য কি? 
উত্তরঃ একটি বা অনেক গুলো কন্ডাক্টর কোর কে ইনসুলেটরে আবদ্ধ করলে তার তৈরি হয়।।  
আবার দুটি বা তার বেশি তার কে একটি ইনসুলেটরে আবদ্ধ করলে ক্যাবল তৈরি হয়।

07. B type MCB কোথায় ব্যবহার করা হয়?
উত্তরঃ ফুল লোড কারেন্টের ৩ - ৫ গুন কারেন্টে ট্রিপিং করে বলে এটি বাসা বাড়িতে ব্যবহার করা হয়।

08. কাঠের পোল কে ট্রিটমেন্ট করা হয় কেন এবং কিভাবে ?
উত্তরঃ পোকার আক্রমন ও পচন রোধে একে আলকাতরা মিশ্রিত ক্রিয়োজোট তেল বা কপার ক্রোম আর্সেনিক ব্যবহার করা হয়। 

09. সিনক্রোনাস মোটরের স্লিপ শূন্য কেন? 
উত্তরঃ স্লিপ=( Ns - Nr)/ Ns  যেহেতু সিনক্রোনাস মোটরের  Ns = Nr।  সুতরাং স্লিপ= ০। 
10. সিনক্রোনাস মোটর বন্ধ হওয়ার একটি কারন কি?
উত্তরঃ লোড টর্ক অতিরিক্ত  বৃদ্ধি পেলে স্টেটর ও রোটর পোলের পারস্পারিক ম্যাগনেটিক কাপল পুরোপুরি বিলুপ্ত হয় ফলে মোটর টি থেমে যায়। 

11. ইন্ডাক্টরের সাবট্রাকটিভ সিরিজ কেন করা হয়।
উত্তরঃ দুটি কয়েলের বিপরীতমুখি ফ্লাক্সের রেজালটেন্ট ফ্লাক্স নেওয়ার জন্য সাবট্রাকটিভ সিরিজ করা হয়।

12. অফ পিক আওয়ার বলতে কি বোঝ?
উত্তরঃ সাধারনত রাত ১১ টার পর থেকে বিকাল ৫ টা পর্যন্ত সময় কে অফ পিক আওয়ার বলে।

12. Encoder এর কাজ কি?
এনকোডার হচ্ছে এমন এক ধরনের লজিক সার্কিট, যা আমাদের ভাষাকে কম্পিউটারের বোধগম্য যান্ত্রিক ভাষায় রূপান্তর করে।

13. Decoder এর কাজ কি?
ডিকোডার হল এমন একটি সমবায় সার্কিট যার সাহায্যে nটি ইনপুট থেকে 2nটি আউটপুট লাইন পাওয়া যায়।

14. Reactance এর কাজ কি?
ক্যাপাসিট্যান্স এবং ইনডাকট্যান্সন এই দুই মেকানিজম এর ফলে সার্কিটে যে ইম্পুডেন্স পাওয়া যায় তাকে রিয়েকট্যান্স (Reactance) বলে।

15. Conductance এর কাজ কি?
যে বৈশিষ্টের কারণে পদার্থের মধ্যদিয়ে সহজে কারেন্ট প্রবাহিত হতে সাহায্য করে তাকে কনডাক্ট্যান্স বলে। এর প্রতিক G
G=1/R
একক সিমেন্স (S)

16. Inductance এর কাজ কি?
Inductance: এটি কয়েলের এমন একটি বিশেষ ধর্ম যা কয়েলে প্রবাহিত কারেন্টে এর হ্রাস/বৃদ্ধিতে বাধা প্রদান করে। এর প্রতীক L

17. Actuator valve এর কাজ কি?
Actuator: এরা কোন আদেশ সংকেতে সাড়া দেয় এবং কোন রাশির মান নিয়ন্ত্রণ করে। এই রাশির মধ্যে থাকতে পারে, কৌণিক অবস্থান, প্রবাহীর প্রবাহের হার অথবা তাপ উৎপাদনের হার। এদের সংবেদনশীলতা কম এবং উচ্চ শক্তির প্রয়োজন হতে পারে।
বিভিন্ন ধরনের প্রচুর পরিবর্তক রয়েছে যারা ভৌত, রাসায়নিক বা জৈব মাপন অথবা নিয়ন্ত্রণ ব্যবস্থায় ব্যবহৃত হয়। এরা বৈদ্যুতিক, যান্ত্রিক, ইলেক্ট্রনীয়, তড়িৎ-যান্ত্রিক, তড়িৎ-চৌম্বক, ফোটনীয় বা ফটোভোল্টীয় ইত্যাদি যেকোন ধরনের হতে পারে।

18. Solenoid valve এর কাজ কি?
Solenoid valve হল ইলেকট্রোমেকানিকাল valve
যখন ইহার কয়েলে বৈদ্যুতিক কারেন্ট প্রবাহিত করা হয় তখন এর ভিতরে থাকা ভালবটাকে টান দেয় এবং প্রবাহের পথ খুলে যায়।
19. Potentiometer এর কাজ কি?
পরিবর্তনশীল রেজিস্টরকে পটেনশিওমিটার বা পট বলে।
,
20. #থ্রী ফেজ ইন্ডাকশন মোটরের রোটর ঘোরে  কেন?
আমরা জানি, মোটরের প্রধান অংশ দুইটি। স্টেটর ও রোটর। স্টেটর স্থির অংশ এবং রোটর ঘূর্ণায়মান অংশ। স্টেটরে সাপ্লাই ভোল্টেজ প্রয়োগ করা হয়।

এখন প্রশ্নটা হলো, রোটর ঘোরে কেন? 
বাহিরের কোন শক্তির সাহায্যে তো রোটর ঘোরে না, তাহলে রোটর ঘোরে কিভাবে?

প্রথমত, আমাদের স্মরণ রাখতে হবে, এটা ইন্ডাকশন মোটর। এটার নাম ইন্ডাকশন মোটর হলো কেন? কারন এই মোটরের কার্যক্রম ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন সূত্র বা নিয়ম মেনে কাজ করে।

আমরা যদি থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের তিন ফেজ ওয়্যাইন্ডিং এ তিন ফেজ এসি সরবরাহ সংযুক্ত করে, তবে স্টেটরে ঘূর্ণায়মান চুম্বক ক্ষেত্রের (∅s) সৃষ্টি হয়। এবং এটি সিনক্রোনাস স্পিডে (Ns=  120f/P) ঘুরতে থাকে। মোটরের মধ্যস্থলে শ্যাফটের সাথে সংযুক্ত দন্ডায়মান রোটর পরিবাহীকে বা আয়রন বারকে এ ঘুরন্ত চুম্বক ক্ষেত্র অনবরত কর্তন করতে থাকে। ফলে ফ্যারাডের সূত্র অনুযায়ী রোটর পরিবাহীর মধ্যে ভোল্টেজ বা ই.এম.এফ. আবিষ্ট হয়। যেহেতু রোটর পরিবাহীর উভয় দিকে মোটা তামার রিং দ্বারা শর্ট করা থাকে, সেহেতু অল্প ভোল্টেজেই এর মধ্যে অধিক পরিমানে কারেন্ট প্রবাহিত হয়। এ কারনে রোটরে আরো একটি ম্যাগনেটিক ফ্লাক্স (∅r) সৃষ্টি করে। এটা স্টেটরে উৎপন্ন ফ্লাক্সের বিপরীত অভিমুখ হয়। এবং এই ফ্লাক্স স্টেটর ফ্লাক্সকে বাধা প্রধান করে। লেঞ্জের সূত্র অনুযায়ী এই দুই ফ্লাক্সে (∅s) এবং (∅r) এর মধ্যে ইন্টার অ্যাকশন হয়, ফলে রোটরে ঘূর্ণকের সৃষ্টি হয়। এবং রোটর স্টেটরের ঘুরন্ত চুম্বক ক্ষেত্রের  গতির দিকে ঘুরতে থাকে। 

21. প্রাইমারি ট্রান্সমিশন কি?
উৎপাদন কেন্দ্রের প্রেরণ প্রান্ত থেকে রিসিভিং প্রান্ত পর্যন্ত দীর্ঘ অতি উচ্চ ভোল্টেজ লাইনকে প্রাইমারি ট্রান্সমিশন (লাইন) বলা হয়। প্রাইমারি ট্রান্সমিশন ভোল্টেজ 110KV, 132KV, 230KV, 400KV পর্যন্ত বা আরও বেশি হতে পারে।

22. Secondary ট্রান্সমিশন কি?
রিসিভিং স্টেশন থেকে সাব- স্টেশন পর্যন্ত দীর্ঘ উচ্চ ভোল্টেজ লাইনকে সেকেন্ডারি ট্রান্সমিশন (লাইন) বলা হয়। সেকেন্ডারি ট্রান্সমিশন ভোল্টেজ 33KV, 66KV হতে পারে।

23. বাংলাদেশে প্রাইমারি ডিস্ট্রিবিউশন ভোল্টেজ কত?
11KV, 6.6KV, 3.3KV ইত্যাদি।

24. সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন কি?
যে পদ্ধতিতে ১১কেভি প্রাইমারি ডিস্ট্রিবিউশন লাইন হতে শহর বা লোকালয়ে বা কারখানা এলাকায় অবস্থিত ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারে ভোল্টেজ কমিয়ে 400 V অথবা 230 V সিস্টেমে বিভিন্ন গ্রাহককে বিদ্যুৎ সরবরাহ করার বেবস্থা করা হয় তাকে সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন বলা হয়।

25. ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন এর জন্য সর্বাপেক্ষা ভাল পদ্ধতি কি ?
সর্বাপেক্ষা ভাল পদ্ধতি হল উৎপাদন ও বিতরণের জন্য AC ব্যবস্থা এবং ট্রান্সমিশন এর জন্য DC ব্যবস্থা।

26. এখন পর্যন্ত বাংলাদেশে সর্বচ্চো ট্রান্সমিশন ভোল্টেজ কত?
400kV (বিবিয়ানা- কালিয়াকৈর )

27. ফিডার কি?
জনবহুল এলাকা, কারখানা বা আবাসিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ করার লক্ষে উচ্চ ভোল্টেজ উপকেন্দ্র বা গ্রিড উপকেন্দ্র হতে বিভিন্ন লোড সেন্টারে বিদ্যুৎ সরবরাহ প্রদানের জন্য যে untapped লাইন নির্মাণ করা হয় তাকে ফিডার বলে।

28. ফিডার ও ডিস্ট্রিবিউটরের মূল তফাৎ কি?
জেনারেটিং স্টেশনের সহিত সংযোগ সাধনকারী মোটা পরিবাহীকে ফিডার বলে, যার কোন ট্যাঁপিং থাকেনা। পক্ষান্তরে গ্রাহকের সার্ভিস মেইনের সহিত সংযোগ সাধনকারী ট্যাঁপিং যুক্ত পরিবাহীকে ডিস্ট্রিবিউটর বলে, যার সমস্ত দৈর্ঘ্য বরাবর কারেন্টের মান বিভিন্ন হয়।

29. ডিস্ট্রিবিউটর ও ফিডার এর মাঝে পার্থক্য কি?
সার্ভিস মেইন অপেক্ষাকৃত চিকন ক্যাবল বিশেষ যার মাধ্যমে গ্রাহকদের পাওয়ার সরবরাহ করা হয়। এটি ডিস্ট্রিবিউটরের সহিত সংযোগ থাকে। কিন্তু ডিস্ট্রিবিউটর সরাসরি ফিডারের সহিত সংযোগ থাকে।

30. উচ্চ ভোল্টেজ পাওয়ার ট্রান্সমিশনের সুবিধা কি?
সুবিধাগুলো নিন্মরুপঃ
1) লাইন লস কম হয়।
2) ট্রান্সমিশন দক্ষতা বৃদ্ধি পায়
3) লাইনের ভোল্টেজ ড্রপ কম হয়
4) রেগুলেশন উন্নত হয়।
5) কম আয়তনের পরিবাহী লাগে।
6) পাওয়ার ট্রান্সমিশন ব্যয় কম হয়।

31. ফ্রিকুয়েন্সি উঠানামার শতকরা হার কত?
ফ্রিকুয়েন্সি উঠানামা 2.5% এর মধ্যে থাকা উচিত।

প্রশ্নঃ ডিস্ট্রিবিউটরের গ্রহণযোগ্য সর্বোচ্চ ভোল্টেজ ড্রপের হার কত?
ডিস্ট্রিবিউটরের গ্রহণযোগ্য সর্বোচ্চ ভোল্টেজ ড্রপের হার 6%

32. সিস্টেম লস কি?
উৎপাদন কেন্দ্রের নিজস্ব ব্যবহার সহ যন্ত্রপাতির অপচয়, পরিবহন তারের রেজিসটেন্স জনিত অপচয় এবং অন্যান্য কারিগরি-অকারিগরি অপচয়ের কারনে সামগ্রিক ভাবে যে বৈদ্যুতিক পাওয়ার অপচয় হয় তাকে সিস্টেম লস বলে।

33. পাওয়ার ফ্যাক্টর এর মান কম হলে সিস্টেমে কি অশুবিধা হয়?
পাওয়ার ফ্যাক্টর এর মান কম হলে অনেক বেশি আয়তনের পরিবাহীর প্রয়জন হয়, লাইন লস বৃদ্ধি পাওয়ায় সিস্টেমের দক্ষতা কমে যায় , প্রাথমিক খরচ বেড়ে যায় তাই পার ইউনিট কষ্ট বেশি হয়।

34. অর্থনৈতিক পাওয়ার ফ্যাক্টর কাকে বলে?
পাওয়ার ফ্যাক্টর যে মানে উন্নিত করলে বাৎসরিক সরবচ্চ সাশ্রয় হয়, উক্ত পাওয়ার ফ্যাক্টরকে সর্বোত্তম পাওয়ার ফ্যাক্টর বলে।

35. ওভার হেড লাইনের উপাদান কি কি?
ওভার হেড লাইনের উপাদান প্রধানত বার টি , যথাঃ
(১) সাপোর্ট (২) ক্রস-আরম ও ক্লাম্প (৩) ইনসুলেটর (৪) কন্ডাকটর (৫) গাই ও স্টে (৬) লাইটনিং এরেস্টর (৭) ফিউজ ও আইসুলেটিং সুইস (৮) অবিচ্ছিন্ন আর্থ তার (৯) গার্ড ওয়ার (১০) পাখি রক্ষক (১১) জাম্পার (১২) ভাইব্রেশন ড্যাম্পার

36. কোন ধরনের পোলে টানা ব্যাবহার করা হয়?
টার্মিনাল পোলে এবং এঙ্গেল পোলের দুদিকে টানের সমতা রক্ষার জন্য টানা বা stays ব্যাবহার করা হয়।

37. “H” টাইপ পোল কোথায় ব্যাবহার করা হয়?
দীর্ঘ স্পান বিশিষ্ট (১৬০ মিটার পর্যন্ত) ১৩২ কেভি ট্রান্সমিশন লাইনে “H” টাইপ পোল ব্যাবহার করা হয়। লাইনের যে স্থানে সুইস গিয়ার বা ট্রান্সফরমার ব্যাবহার করার দরকার পড়ে সেখানে “H” টাইপ পোল ব্যবহার করা হয়।

38. ট্রান্সমিশন লাইন আর্থ করা হয় কেন?
বজ্রপাতের ফলে অথবা অন্য কোন অস্বাভাবিক পরিস্থিতিতে ইনসুলেশন ব্রেকডাউন হতে পারে। এই সম্ভাব্য দুর্ঘটনা থেকে লাইনকে রক্ষা করার জন্য ওভার হেড লাইনের শীর্ষে একটি অবিচ্চিন্ন আর্থ তার ব্যবহার করা হয়, যার মাধ্যমে অতিরিক্ত ভোল্টেজ মাটিতে ডিসচার্জ হতে পারে।

39. ক্রেডল গার্ড কোথায় এবং কেন ব্যবকার করা হয়?
ওভার হেড লাইনের তার – যেখানে রাস্তা , রেল লাইন কিম্বা বাড়ীর উপর দিয়ে টানা হয়, সেখানে নিরাপত্তার জন্য কেবলমাত্র এটি ব্যবহার করা হয়। তার ছিঁড়ে যাওয়ার পর তা যেন মাটিতে পরার সুযোগ না পায়, সে জন্য এ সব যায়গায় এই ক্রেডল গার্ড ব্যবহার করা হয়।

40. ওভার হেড লাইনের জন্য সাধারণত কি কি কন্ডাকটর ব্যবহার করা হয়?
(১) স্টিল
41. ফ্যাক্টরিতে মেশিন অপারেশনের জন্য কয় ধরনের সুইচ ব্যাবহার করা হয় কিকি।

উওর :ফ্যাক্টরিতে মেশিন অপারেশনের জন্য তিন ধরনের সুইচ ব্যাবহার করা হয়।
১. ম্যানুয়ালি সুইচ
২. ইলেকট্রোম্যাকানিক্যাল সুইচ
৩. ইলেকট্রনিক্স সুইচ
৪. সেন্সরের দ্বারা সুইচ

42. ফ্যাক্টরিতে মেশিনে ম্যানুয়ালি সুইচ কি?

উওর : যে সুইচ ফ্যাক্টরিতে মেশিন কে অপারেটর করার জন্য ম্যানুয়ালি ব্যাবহার করা হয় তাকে ম্যানুয়ালি সুইচ বলে।যেমন পুশবাটন সুইচ সিলেকটর সুইচ লিমিট সুইচ।

43. ফ্যাক্টরিতে মেশিনে ইলেকট্রোম্যাকানিক্যাল সুইচ কি।

উওর: ফ্যাক্টরিতে মেশিনে যে সুইচ ইলেকট্রিক্যাল হাই সিগনাল পেয়ে চোম্বকীয় ভাবে বাসবর পিন মুভ করে যে সুইচিং হয় তাকে ইলেকট্রোম্যাকানিক্যাল সুইচ বলে।যেমন রিলের মাধ্যমে সুইচিং ম্যাগনেটিক কন্ডাকটেরের অক্সিলিরি কন্টাকের মাধামে সুইচিং।মুভিংপিন থাকায় আফ ডাউন করতে করতে পিন সহজে অকেজো হয়। ইলেকট্রনিক্স সুইচের মতো দ্রুত সময়ে ইলেকট্রোম্যাকানিক্যাল সুইচ সুইচিং করতে পারেনা।

44. সলিনয়েড ভাল্ভের কাজ কি?

উঃসলিনয়েড ভাল্ভের মূল কাজ হচ্ছে ম্যাগনেটের সাহায্যে কোন গেট খুলে দেওয়া।

সলিনয়েড ভাল্ভ কিভাবে কাজ করে?

উঃএটার দুটি অংশ আছে যথা ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল

ইলেকট্রিক্যাল অংশে পরিবাহীর প্যাচানো একটি কয়েল থাকে যাকে বলাহয় (সলিনয়েড কয়েল)যার কাজ হচ্ছে ম্যাগনেট তৈরি করা।মেকানিক্যাল অংশটা একটি গেট ভাল্ভের ন্যায় পাইপের সাথে ফিটিং করা থাকে গেট ভাল্ভে যেমন একটি হ্যান্ডেল থাকেএখানে হ্যান্ডেলের কাজটি একটি স্প্রিং এবং অরিন গ্যাসকেট ও লোহার দন্ড দ্বারা করা হয়।
এমন ভাবে স্প্রিংটি ফিটিং করা থাকে যখন কয়েলে পাওয়ার দেওয়া হয় তখন ম্যাগনেটের সাহায্যে স্প্রিং টানদেয় সাথেসাথে গেট-ভাল্ভটি খুলে যায়। তখন বাতাস,গ্যাস,পানি,ফুয়­েল,ইস্টিম, এগুলি প্রবাহ করা শুরু করে দেয় আবার পাওয়ার অফ করার সাথেসাথে ভাল্ভটি বন্ধ হয়ে যায়।এভাবেই সলিনয়েড ভাল্ভ কাজ করে।

নিউমেটিক সিস্টেম এবং হাইড্রোলিক সিস্টেম এক্টিব রাখার জন্য সলিনয়েড ভাল্ব এর গুরুত্ব অপরিসীম

এছাড়াও ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন কাজে সলিনয়েড ভালভ এর ব্যবহারে কমতি নেই বয়লার ,এয়ার কম্প্রেসার ,ওয়াটার লাইন ,গ্যাস লাইন

মোটকথা লিকুইড
পদার্থ অটোমেশন কাজে ব্যবহার করতে চাইলে সলোনাইট ভালো ব্যবহার করতে হয়।

45. মোটর বা ইলেক্ট্রিক্যালের ডিভাইসের গায়ে IP লেখা থাকে এর মানে কি?
উত্তরঃ
IP এর পূর্ণ নাম হল Ingress Protection । এর মানে কোন ডিভাইসের ভিতর, বাহিরে থেকে কত সাইজের যে কোন কিছু ঢুকতে বাধা দিবে। আইপি এর মান যত বেশি হবে তত প্রোটেকশন বাড়বে। কম হলে প্রোটেকশন ক্ষমতা কম হবে। এর তিনটি মান থাকে কিন্তু বেশির ক্ষেত্রে দুটো ব্যবহার হয়।
প্রথম ডিজিট কঠিন পদার্থকে প্রোটেকশন এর রেটিং প্রকাশ করে। এর মান ০ থেকে ৬ পর্যন্ত হয়।
দ্বিতীয় ডিজিট তরল পদার্থকে প্রোটেকশন এর রেটিংকে প্রকাশ করে। এর মান ০ থেকে ৮ পর্যন্ত হয়
তৃতীয় ডিজিট মেকানিকেল আঘাত এর প্রোটেকশন রেটিংকে প্রকাশ করে। এর মান ০ থেকে ৯ পর্যন্ত হ্য। তবে এর ব্যবহার বেশি হয় না
বেশি ভাগ ক্ষেত্রে কঠিন এবং তরল এই দুইটি ব্যবহার হয়।

46. আইপি এর বিভিন্ন মান গুলো বর্ননা কর।
উত্তরঃ
প্রথম ডিজিট কঠিন পদার্থের প্রটেকশনকে বুজায়। এর মান গুলো দেওয়া হলঃ!
০ মানে কোন প্রোটেকশন নেই।
১ মানে কোন পদার্থের সাইজ ৫০ mm এর বেশি হলে বাহিরে থেকে ভিতরে ঢুকতে পারবে না এমন ভাবেই তাকে তৈরি করা হয়।
2 মানে কোন পদার্থের কনার সাইজ ১২.৫ mm এর বেশি হলে বাহিরে থেকে ভিতরে ঢুকতে পারবে না।
৩ মানে কোন পদার্থের কনার সাইজ ২.৫ mm এর বেশি হলে বাহিরে থেকে ভিতরে ঢুকতে পারবে না।
৪ মানে ১ mm এর উপরের সাইজকে প্রোটেকশন করে।
৫ মানে দুলা বালিকে প্রটেক্ট করে । তবে সম্পূর্ণ প্রটেক্ট করে না।
৬ মানে ধুলা বালি বা dust কে সম্পূর্ণরূপে প্রটেক্ট করে।
দ্বিতীয় ডিজিট তরল পদার্থকে প্রোটেকশন রেটিং প্রকাশ করে।
০ মানে কোন তরল কে প্রটেক্ট করে না।
১ মানে উপর থেকে সরাসরি খাড়া ভাবে পানি পড়ে কোন ডিভাইস এর উপর তাহলে ভিতরে ঢুকবে না।
২ মানে উপর থেকে পানি ১৫ ডিগ্রি কোনে পড়লে তাকে প্রটেক্ট করবে।
৩ বলতে বুজায় পানি বা তরল কে ৬০ ডিগ্রিতে স্প্রে করলেও প্রটেক্ট করবে।
৪ হলে যে কোন দিক থেকে পানি স্প্রে করলে ও ভিতরে ঢুকবে না।
৫ হলে ওয়াটার জেট অর্থাৎ ৬.৩ mm পাইপ দিয়া পানি দিলেও ভিতরে ঢুকবে না।
৬ হলে ১.৫ mm nozzle দিয়া পানি দিলে প্রটেক্ট করবে।
৭ হলে ১ মিটার পানির নিচে নিমজ্জিত করলে সম্পূর্ণ আংশিক প্রটেক্ট করতে পারে।
৮ হলে ১ মিটার পানির নিচে রাখলে পানি ভিতরে ঢুকবে না সম্পূর্ণ প্রটেক্ট করবে। এটা সুবমারজিবল মোটর এর জন্য ব্যবহার হয়।

47. IP এর মান ৬৮ হলে কি বুঝবো?
উত্তরঃ
আইপি এর মান ৬৮ হল সব চেয়ে বেশি। প্রথম ডিজিট হল কঠিন পদার্থের প্রোটেকশনকে বুজায়। এটা কঠিন পদার্থের সব চেয়ে বেশি মান। ধুলাবালি সহ প্রটেক্ট করে থাকে। ৮ হল তরল পদার্থ প্রটেকশনের শেষ মান।
এর মানে পানিতে নিমজ্জিত করলেও কোন পানি ভিতরে ঢুকবে না।

48. নিউট্রাল ভোল্টেজ কি আদৌ শূন্য? শূন্য হলে কারেন্ট ঐ পথ দিয়ে ফিরে যায় কিভাবে? আর কোথায় ফিরে যায়?

উত্তরঃ নিউট্রাল পয়েন্ট এর ভোল্টেজ শূন্য একথাটা বললে ভুল হবে। সেখানে কিছু পরিমাণ ভোল্টেজ থাকে। যেটা নগণ্য। পারিপার্শ্বিক এর সাপেক্ষে শূণ্য ধরে নেয়া হয়। কারন কি?
আচ্ছা আপনাকে যদি কোন একটি সার্কিটে একটা পয়েন্ট এর ভোল্টেজ হিসেব করতে দেয়া হয় আপনি কি করবেন? নিশ্চয় একটি Actual point & অন্য একটা রেফারেন্স Point এর মাঝে ভোল্টমিটার ধরবেন???? কারন, Voltage exists between two points. Reference point টির ভোল্টেজ যদি শূন্য হয় তাইলে ত Actual voltage Calculation এ আমাদের সুবিধা হয়।
ব্যাপারটা আরো ক্লিয়ার করি। ধরুন, আমরা বলি সমুদ্রপৃষ্ঠ থেকে পর্বতের উচ্চতা ৫০০ ফুট। এখানে সমুদ্রের উচ্চতা কে শূন্য হিসাব করা হয়। অথচ তার কিন্তু একটা উচ্চতা থেকেই যায়। তাই নিউট্রাল এর নগন্য ভোল্টেজকে শূন্য ধরা হয় যেন ফেইজ - নিউট্রাল actual voltage calculation করা যায়। তাই Theoretically শূণ্য ধরলেও বাস্তবে শূণ্য নয়। ভোল্টেজের চাপই যদি না থাকে কারেন্ট ফিরবে কিভাবে?
আর এই কারেন্ট তার সোর্স এই পুনরায় ফিরে যায়। ব্যাপারটা অনেকটা এরকম যে, সমুদ্রের পানি বাষ্প হয়ে উড়ে যায় & বৃষ্টি হয়ে পুনরায় সমুদ্রেই ফিরে আসে।

49. আর্থিং & নিউট্রাল কি এক জিনিস? তারা কিভাবে থাকে?
উত্তরঃ অনেকের মনেই একটা প্রশ্ন যে, নিউট্রাল টাই কি আর্থিং? প্রশ্নটা মনে আসাটা অস্বাভাবিক কিছু না। কারন, দুই পথ দিয়েই কারেন্ট পালিয়ে যায়। তাই ঘটকা লাগতেই পারে। দুটোই কারেন্ট এর বের হওয়ার পথ হলেও তাদের মধ্যে অবশ্যই ফারাক আছে। নিউট্রাল হল সেই পয়েন্ট যেটা দিয়ে কারেন্ট Exit করে। আর নিউট্রাল ছাড়া সার্কিট কমপ্লিট হবেনা। আর এ পথ দিয়ে সর্বদাই কারেন্ট return back করে।
আর আর্থিং হচ্ছে আমার প্রটেকশন। যদি সার্কিটে কোন সার্জ কারেন্ট থাকে তখন সেটা আর্থিং এর মাধ্যমে ভূমিতে চলে যায়। এ ক্ষেত্রে আর্থিং ওয়ার শর্ট সার্কিট এর ন্যায় আচরণ করে। তাই নিউট্রাল হল মূল কারেন্টের & আর্থিং হল অযাচিত কারেন্টের বের হওয়ার পথ। মাঝেমধ্যে নিউট্রাল & আর্থিং বডি একসাথে থাকতেও পারে নাও থাকতে পারে। বিশেষ করে সাবস্টেশান গুলার নিউট্রাল পয়েন্ট আর্থ করা থাকে যাতে সিস্টেমে ওভারফ্লো না হয়। আর আমরা যে 2pin প্লাগ ব্যবহার করি যেখানে নিউট্রাল & আর্থিং এর জন্য সেইম Wire use করা হয় আর 3 pin plug গুলাতে নিউট্রাল & আর্থিং ওয়ার আলাদা থাকে।

 
 50. আর্থিং এর সাথে Surge Arrester এর তফাৎ কোথায়?
উত্তরঃ. আর্থিং আর সার্জ এরেস্টার এর পার্থক্য নেই বললেই চলে। এটা এক ধরনের Grounded Surge Arrester.
আবার কিছু টাইপ এর সার্জ এরেস্টার থাকে যাদের ভুমিতে connection থাকেনা। তাই সকল আর্থিং সার্জ এরেস্টার কিন্তু সকল সার্জ এরেস্টার আর্থিং নয়।

 ৫১। হারমোনিক কারেন্ট উৎপত্তি হয়?
উত্তরঃ করোনা ইফেক্টের জন্য।

৫২। বাংলাদেশে সিস্টেম লস গড়ে?
উত্তরঃ ৪০%।

৫৩। সিস্টেম লসের জন্য বার্ষিক আনুমানিক লোকসান?
উত্তরঃ ৮৮০ কোটি টাকা।

৫৪। সিনক্রোনাস মোটর নিজে চালু হতে পারে না
কারন-
উত্তরঃ 
ক।স্টার্টিং টর্ক কার্যত শুন্য।
খ।স্লিপ বা স্পিড রেগুলেশন শুন্য।

৫৫। অলটারনেটরে(AC) সর্বোচচ ভোল্টেজ উৎপন্ন হয়
উত্তরঃ ৩৮.২ KV।

৫৬। ডিসি জেনারেটরে সর্বোচচ ভোল্টেজ উৎপন্ন হয়
উত্তরঃ ১.৫ KV।

৫৭। টার্বো জেনারেটরের গতি
উত্তরঃ ১৫০০- ৩০০০ RPM হতে পারে।

৫৮। টার্বো জেনারেটরের পোল থাকে
উত্তরঃ ২টি।

৫৯। আয়রন লস নির্ভর করে
উত্তরঃ ভোল্টেজ  এবং ফ্রিকুয়েনসির উপর।

৬০। ট্রানসমিশন লাইনে হঠাৎ করে ভোল্টেজ বেড়ে যায়
উত্তরঃ লোড পাওয়ার কমে গেলে।


৬১। ফ্যাক্টরিতে মেশিনে ইলেকট্রনিক্স সুইচিং কি।

উওর: ফাক্টরিতে মেশিনে যে সুইচ ইলেকট্রিক্যাল হাই সিগনাল পেয়ে ইলেকট্রনিক্স ইকুয়েমেন্ট মাধামে যে সুইচিং হয় তাকে ইলেকট্রনিক্স সুইচিং বলে। যেমন পিএলসি আউটপুট ট্রানজিষ্টর টাইপ হলে ট্রানজিষ্টর বায়াসিংমাধামে সুইচিং হয়। ট্রানজিষ্টর দ্বারা সুইচিংখুবই দ্রুত করা য়ায়। ইলেকট্রনিক্স সুইচিং কোন ধরনের মুভিং পিন না থাকয় সহজে অকেজো হয় না।

৬২। ফ্যাক্টরিতে মেশিনে সাধারনত ম্যানুয়ালি সুইচ কয় ধরনের ব্যাবহার হয় কিকি।
উওর : ফ্যাক্টরিতে মেশিনে সাধারনত তিন ধরনের ম্যানুয়ালি সুইচ ব্যাবহার হয়।
১. পুশবাটন সুইচ
২. সিলেক্টর সুইচ
৩. লিমিট সুইচ

৬৩। ফ্যাক্টরিতে মেশিনে পুশবাটন সুইচ কাকে বলে।
উওর : ফ্যাক্টরিতে মেশিনের যে সুইচ ম্যানুয়ালি হাত দ্বারা পুশ করে সুইচিং করা হয় এবং পুশ ছেরে দিলে স্পিংমাধ্যমে আগের অবস্তায় ফিরে আসে তাকে পুশবাটন সুইচ বলে।যেমন অন সুইচ পুশবাটন 

৬৪। ফ্যাক্টরিতে মেশিনের পুশবাটন সুইচে কয়টি পিন থাকে কি কি।
উওর: ফ্যাক্টরিতে মেশিনে পুশবাটন সুইচে চারটি পিন থাকে দুইটি পিন NC দুইটি পিন NO.

৬৫। ফ্যাক্টরিতে মেশিন পুশবাটন সুইচ কি কি হিসেবে ব্যাবহার হয়।
উওর: ফ্যাক্টরিতে মেশিনে সাধারনত পুশবাটন সুইচ। 
১.অন সুইচ হিসেবে ব্যাবহার হয় 
২. অফ সুইচ হিসেবে ব্যাবহার হয়
৩. ইমারজেন্সি সুইচ হিসাবে ব্যাবহার হয়

৬৬। ফ্যাক্টরিতে মেশিনেকে অন করার জন্য পুশবাটন সুইচের কোন দুইটি পিন ব্যাবহারকরা হয়। 

উওর :ফ্যাক্টরিতে মেশিনকে অন করার জন্য NO দুইটি পিন ব্যাবহার করা হয়।

৬৭। ফ্যাক্টরিতে মেশিনে পুশবাটন সুইচকে অন সুইচ হিসেবে ব্যাবহার করলে কন্টোল সার্কিটকে ল্যাচিং করা হয় কেন। 
উওর : কারন পুশবাটন সুইচ পুশ করে ছেরে দিলে আগের অবস্তায় ফিরে আসে তখন কন্টোল সার্কিট আর পাওয়ার থাকে না তাই পাওয়ারকে হোল্ডিং করে ধরে রাখার জন্য ল্যাচিং করা হয়।

৬৮। ফ্যাক্টরিতে মেশিনে পুশবাটন অন সুইচ কোন কালারের হয়।
উওর : ফ্যাক্টরিতে মেশিনে পুশবাটন অন সুইচের কালার সবুজ হয়।

৬৯। ফ্যাক্টরিতে মেশিনে পুশবাটন অফ সুইচের পুশবাটন ইমারজেন্সি সুইচের কোন দুটি পিন ব্যাবহার করা হয়।
উওর: ফ্যাক্টরিতে মেশিনে পুশবাটন অফ সুইচের ইমারজেন্সি পুশবাটন সুইচের NC দুইটির পিন ব্যাবগার করা হয়।

৭০। ফ্যাক্টরিতে মেশিনে কি কারনে পুশবাটন অন সুইচের পুশবাটন ইমারজেন্সি সুইচের NC দুইটি পিন ব্যাবহার করা হয়।
উওর : পুশবাটন সুইচে পুশকরা হলে NC হয় NO তখন আর কন্টোল সার্কিট পাওয়ার থাকে না মেশিন বন্দ হয়ে যায়।

#প্রশ্ন: ফ্যাক্টরিতে মেশিনে অফ সুইচের ইমারজেন্সি সুইচের কালার কেমন হয়।

#উওর: ফ্যাক্টরিতে মেশিনে অফ সুইচের ইমারজেন্সি সুইচের কালার লাল হয়।

#প্রশ্ন: ফ্যাক্টরিতে মেশিনে সব ধরনের সুইচ সার্কিটের সাথে কিভাবে কানেকশন থাকে।

#উওর : ফ্যাক্টরিতে মেসিনে সব ধরনের সুইচ সিরিজে কানেকশন থাকে। কখনো প্যারালালে কানেকশন হয় না।

#ফ্যাক্টরিতে মেশিনে ভুলবসত সুইচ কে প্যারালালে কানেকশন করলে এসি সার্কিট হলে ফেজ নিউটাল একএ হয়ে যাবে ডিসি সার্কিট হলে পজেটিব নেগেটিভ একএ হয়ে যাবে যার ফলে সার্কিট সট হয়ে যাবে।

#প্রশ্ন: ফ্যাক্টরিতে মেশিনে সিলেক্টর সুইচ কাকে বলে।

#উওর : ফ্যক্টরিতে মেশিনে সুইচের গায়ে লিখাদেখ ম্যানুয়ালি সুইচের বাটন গুরিয়ে সুইচের পজিশন সিলেকশন করলে যে সুইচিং হয় তাকে সিলেক্টর সুইচ বলে।

#প্রশ্ন: ফ্যাক্টরিতে মেশিনে সিলেক্টর সুইচ কয়টি পিন থাকে।

#উওর: ফ্যাক্টরিতে মেলিনে সিলেক্টর সুইচে তিনটি পিন থাকে একটি পিন কমন NO একটি NC একটি।

#প্রশ্ন: ফ্যাক্টরিতে মেশিনে সিলেক্টর সুইচ কে অন সুইচ হিসেবে ব্যাবহার করলে সার্কিটকে ল্যাচিং করার দর কার হয়না কেন।

#উওর: কারন সিলেক্টর সুইচ যে পজিশনে রাখাহয় ঠিক এই পজিশনে থাকে কোন পরির্তন হয় না পুশবাটন সুইচের মতো।সিলেক্টর সুইচের সাথে কানেকশন সার্কিটকে অফ বা অন করার জন্য আলাদা কোন সুইচের দরকার হয় না।

#প্রশ্ন: ফ্যাক্টরিতে মেশিনে সেন্সর দ্বারা কিভাবে সুইচিং করা হয়।

#উওর : ফ্যাক্টরিতে মেশিনকে অপারেট করার জন্য কোন নির্দষ্ট স্থানে ম্যাকানিক্যাল ডিভাইস বা প্রডাকশন পন্য উপস্থিত এর মাধামে যে সুইচিং করা হয় তাকে সেন্সের সুইচিং বলে। যেমন ফটোইলেকট্রিক সেন্সর 100 pt সেন্সর।

#প্রশ্ন: ফ্যাক্টরিতে মেশিনে সেন্সর দ্বারা সুইচিং কে কয় ভাগে করা য়ায় কিকি।

#উওর: ফ্যাক্টরিতে মেশিনে সেন্সর দ্বারা সুইচিং কে দুই ভাগে ভাগ করা যায়।
১.এ্যনালগ সেন্সর সুইচিং
২. ডিজিটাল সেন্সর সুইচিং

#প্রশ্ন: ফ্যাক্টরিতে মেশিনে সেন্সের এ্যনালগ সুইচিং কি।

#উওর: যে সেন্সর সুইচিং কোন গ্যনিতিক সংখার উপর নয় ডিজিটাল মানে অর্থাৎ সরাসরি 0 বা 1 এর উপর নির্ভর করে সুইচিং হয় তাকে সেন্সরে ডিজিটাল সুইচ বলে। যেমন সব ধরনের ডিজিটাল সেন্সর দ্বারা সুইচিং উদাহরন প্রকজিমিটিসেন্সর দ্বার সুইচিং মেটাল সেন্সর দ্বারা সুইচিং।

#প্রশ্ন : ফ্যাক্টরিতে মেশিনে এন্যালগ সেন্সর দ্বারা সুইচিং কি।
#উওর : ফ্যাক্টরিতে মেশিনে যে সেন্সের সুইচিংডাইরেক্টর বা সরাসরি ডিজিটাল মানে 0 1 না করে গ্যনিতিক সংখার উপর নির্ভর করে সুইচিং করে তাকে সেন্সরে এ্যনালগ সুইচ বলে। যেমন সব ধরনের এন্যালগ সেন্সরে দ্বারা সুইচিং উদাহরন থার্মোকাপল কাপল এন্যালগ সেন্সর দ্বারা তাপমাএার উপর নির্ভর করে সুইচিং।প্রেসার এন্যালগ সেন্সের দ্বারা প্রেসার পরিমাপ করে সুইচিং।

#প্রশ্ন: ফ্যাক্টরিতে মেশিনে লিমিট সুইচ কি।

#উওর: ফ্যাক্টরিতে মেশিনে ম্যাকানিক্যাল ডিভাইস মুভ বা চলার সময় কোন নির্দষ্ট স্থানে ফিক্সড করা সুইচ থেকে যে সুইচিং করা হয় তাকে লিমিট সুইচ বলে।

#প্রশ্ন: ফ্যাক্টরিতে মেশিনে ম্যাকানিক্যাল ডিভািইস লিমিট সুইচে উপস্থিত থাকলে সুইচিং পজিশন কি অবস্তায় থাকে।

#উওর: NO হয়ে যায় NC আর NC হয়ে যায় NO. 

#প্রশ্ন: ফাক্টরিতে মেশিনে লিমিট সুইচের স্থান থেকে ম্যাকানিক্যাল ডিভাইস সরে গেলে সুইচের কি পজিশন থাকে।

#উওর: ম্যাকানিক্যাল ডিভাইস ফিক্সড করা লিমিট সুইচের স্থান থেকে সরে গেল সুইচ স্পিং এর মাথ্যমে আগের পজিশনে চলে আসে।

#প্রশ্ন: ফ্যাক্টরিতে মেশিনে লিমিট সুইচ ম্যানুয়ালি সুইচিং করা হয় কি না।

#উওর: লিমিট সুইচ ম্যানুয়ালি সুইচিং করা হয় না শুধু ম্যাকানিক্যাল ডিভািস এর উপস্থিত হলে সুইচিং হয়।

#প্রশ্ন: ফ্যাক্টরিতে মেশিনে লিমিট সুইচ কয় পিনের হয়।

#উওর : দুই পিন চার পিন ছয় পিন।

সুইসগিয়ার অ্যান্ড প্রটেকশন
১। সুইসগিয়ার কাকে বলে?
সুইসগিয়ার বলতে সাধারণত ইলেকট্রিক্যাল সিস্টেমে সুইসিং ব্যবস্থা, নিয়ন্ত্রণ, প্রটেকশন, পরিমাপ ও সিস্টেমে ভারসাম্য রক্ষাকারী সরঞ্জাম এবং ঐ সব সরঞ্জাম স্থাপনের কাঠামো, কক্ষ ও ওয়ারিং এর সমষ্টিকে বুঝায়।

২। আইসোলেটর
বৈদ্যুতিক সাবস্টেশনের বিভিন্ন যন্ত্রপাতি বিশেষ করে ট্রান্সফরমারকে নো-লোড অবস্থায় বা সামান্য লোড অবস্থায় লাইন হতে বিচ্ছিন্ন করার জন্য আইসোলেটর ব্যবহার করা হয়। অর্থাৎ আইসোলেটর এক ধরনের সুইস, যা অফলাইনে অপারেটিং করা হয়।

৩। লাইটিং এরেস্টার
লাইটনিং এরেস্টার বা সারজ ডাইভারটার এক ধরনের ইলেকট্রিক্যাল প্রটেকটিভ ডিভাইস, যা পাওয়ার সিস্টেমে হাই ভোল্টেজকে বা সারজ ভোল্টেজকে সরাসরি মাটিতে প্রেরন করে।

৪। রিভার্স পাওয়ার রীলে
প্যারালেল অপারেশনে কোন অল্টারনেটরের ইনপুট কোন কারনে বন্ধ হলে বা অন্য কোন ত্রুটিতে ঐ অলটারনেটর যদি বাসবার হতে পাওয়ার নেয় অর্থাৎ উল্টাদিক হতে পাওয়ার নিয়ে অল্টারনেটরটি মোটর হিসাবে কাজ করে তখন যে রিলের মাধ্যমে প্রটেকশন দেয়া হয় তার নাম রিভার্স পাওয়ার রীলে। এ রকম অবস্থায় রিভার্স পাওয়ার রীলে এনারজাইজড হয় এবং ঐ অল্টারনেটরের সার্কিট ব্রেকার ট্রিপ করে সিস্টেমকে রক্ষা করে।

৫। বুখলজ রীলে
ট্রান্সফরমারের বিভিন্ন ত্রুটির প্রটেকশন ও সতর্কীকরণ ব্যবস্থার জন্য ট্রান্সফরমার ট্যাংক ও কনজারভেটর এর মাঝে পাইপে যে রীলে বসানো থাকে সেটাই বুখলজ রীলে। ত্রুটিজনিত অতিরিক্ত কারেন্ট হতে সৃষ্ট উত্তাপে ট্রান্সফরমার ট্যাংকে যে গ্যাসের সৃষ্টি হয়, তার চাপেই এই রীলে কাজ করে থাকে। অর্থাৎ শুধুমাত্র অয়েল কুলিং ট্রান্সফরমারে এই রীলে ব্যবহৃত হয়।

৬। ডিফারেনশিয়াল রীলে
ডিফারেনশিয়াল রীলে এমন এক ধরনের ডিভাইস, যা দুই বা ততোধিক ইলেকট্রিক্যাল মান বা দিকের ভেক্টর পার্থক্য, যখন একটি আগে থেকেই নির্ধারিত মানের চেয়ে বেশি বা কম হয় তখন এই রীলে কাজ করে সিস্টেমকে বা ইলেকট্রিক্যাল যন্ত্রকে রক্ষা করে।

৭। ড্রপ আউট ফিউজ কি?
যে সব ক্ষেত্রে ফিউজ লিংক, ফিউজ ক্যারিয়ার সহ প্রতিটি অপারেশনের পর ড্রপ আউট হয়। ফিউজ লিংক থেকে যদি ফিউজের ক্যারিয়ার এসে ঝুলতে থাকে এবং লাইনের উভয় টার্মিনাল পৃথকীকরণ হয়, এ ধরনের ফিউজকে ড্রপ আউট ফিউজ বলে।

৮। ফিউজিং কারেন্ট কি?
সরবনিন্ম যে পরিমান কারেন্ট প্রবাহিত হলে ফিউজ তার গলে যায় তাকে ঐ ফিউজের ফিজিং কারেন্ট বলে।
সুইসগিয়ার অ্যান্ড প্রটেকশন
১। সুইসগিয়ার কাকে বলে?
সুইসগিয়ার বলতে সাধারণত ইলেকট্রিক্যাল সিস্টেমে সুইসিং ব্যবস্থা, নিয়ন্ত্রণ, প্রটেকশন, পরিমাপ ও সিস্টেমে ভারসাম্য রক্ষাকারী সরঞ্জাম এবং ঐ সব সরঞ্জাম স্থাপনের কাঠামো, কক্ষ ও ওয়ারিং এর সমষ্টিকে বুঝায়।

২। আইসোলেটর
বৈদ্যুতিক সাবস্টেশনের বিভিন্ন যন্ত্রপাতি বিশেষ করে ট্রান্সফরমারকে নো-লোড অবস্থায় বা সামান্য লোড অবস্থায় লাইন হতে বিচ্ছিন্ন করার জন্য আইসোলেটর ব্যবহার করা হয়। অর্থাৎ আইসোলেটর এক ধরনের সুইস, যা অফলাইনে অপারেটিং করা হয়।

৩। লাইটিং এরেস্টার
লাইটনিং এরেস্টার বা সারজ ডাইভারটার এক ধরনের ইলেকট্রিক্যাল প্রটেকটিভ ডিভাইস, যা পাওয়ার সিস্টেমে হাই ভোল্টেজকে বা সারজ ভোল্টেজকে সরাসরি মাটিতে প্রেরন করে।

৪। রিভার্স পাওয়ার রীলে
প্যারালেল অপারেশনে কোন অল্টারনেটরের ইনপুট কোন কারনে বন্ধ হলে বা অন্য কোন ত্রুটিতে ঐ অলটারনেটর যদি বাসবার হতে পাওয়ার নেয় অর্থাৎ উল্টাদিক হতে পাওয়ার নিয়ে অল্টারনেটরটি মোটর হিসাবে কাজ করে তখন যে রিলের মাধ্যমে প্রটেকশন দেয়া হয় তার নাম রিভার্স পাওয়ার রীলে। এ রকম অবস্থায় রিভার্স পাওয়ার রীলে এনারজাইজড হয় এবং ঐ অল্টারনেটরের সার্কিট ব্রেকার ট্রিপ করে সিস্টেমকে রক্ষা করে।

৫। বুখলজ রীলে
ট্রান্সফরমারের বিভিন্ন ত্রুটির প্রটেকশন ও সতর্কীকরণ ব্যবস্থার জন্য ট্রান্সফরমার ট্যাংক ও কনজারভেটর এর মাঝে পাইপে যে রীলে বসানো থাকে সেটাই বুখলজ রীলে। ত্রুটিজনিত অতিরিক্ত কারেন্ট হতে সৃষ্ট উত্তাপে ট্রান্সফরমার ট্যাংকে যে গ্যাসের সৃষ্টি হয়, তার চাপেই এই রীলে কাজ করে থাকে। অর্থাৎ শুধুমাত্র অয়েল কুলিং ট্রান্সফরমারে এই রীলে ব্যবহৃত হয়।

৬। ডিফারেনশিয়াল রীলে
ডিফারেনশিয়াল রীলে এমন এক ধরনের ডিভাইস, যা দুই বা ততোধিক ইলেকট্রিক্যাল মান বা দিকের ভেক্টর পার্থক্য, যখন একটি আগে থেকেই নির্ধারিত মানের চেয়ে বেশি বা কম হয় তখন এই রীলে কাজ করে সিস্টেমকে বা ইলেকট্রিক্যাল যন্ত্রকে রক্ষা করে।

৭। ড্রপ আউট ফিউজ কি?
যে সব ক্ষেত্রে ফিউজ লিংক, ফিউজ ক্যারিয়ার সহ প্রতিটি অপারেশনের পর ড্রপ আউট হয়। ফিউজ লিংক থেকে যদি ফিউজের ক্যারিয়ার এসে ঝুলতে থাকে এবং লাইনের উভয় টার্মিনাল পৃথকীকরণ হয়, এ ধরনের ফিউজকে ড্রপ আউট ফিউজ বলে।

৮। ফিউজিং কারেন্ট কি?
সরবনিন্ম যে পরিমান কারেন্ট প্রবাহিত হলে ফিউজ তার গলে যায় তাকে ঐ ফিউজের ফিজিং কারেন্ট বলে।
প্রশ্নঃ Inverter কি বা কাকে বলে?

ইভার্টার এমন এক ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস যা ডাইরেক্ট কারেন্ট(ডিসি) কে অল্টারনেটিং কারেন্টে(এসি) তে রূপান্তরিত করে।
 ইনভার্টার ব্যবহিত হয় ডিসি সোর্স থেকে এসি পাওয়ার সাপ্লাই দেবার জন্য, যেমন সোলার প্যানেল বা বৈদ্যুতিক ব্যাটারী।

ইলেকট্রিক্যাল ইনভার্টার মূলত উচ্চ ক্ষমতার ইলেকট্রনিক অসিলেটর। ইনভার্টার সাধারণত রেক্টিফায়ারের বিপরীতে কাজ সম্পাদন করে থাকে। ইনভার্টার ফ্রিকুয়েন্সি এবং ভোল্টেজ কে পরিবর্তন করতে পারে।

ইনভার্টার কত প্রকার ও কি কি?
ইনভার্টারে নিম্মলিখিত আউটপুট পাওয়া যায়।

স্কোয়ার ওয়েব ইনভার্টার।
মডিফায়াইড সাইন ওয়েব ইনভার্টার।
পিউর সাইন ওয়েব ইনভার্টার।

Inverter সাধারণত স্কোয়ার ওয়েব, মডিফিটেড সাইন ওয়েব, পালস সাইন ওয়েব, পালস ওয়াইডথ মডুলেশন তৈরি করতে পারে।

স্কোয়ার ওয়েবঃ এটা অনেক সহজতম ওয়েবফর্ম যা ইনভার্টার তৈরি করতে পারে। এটা কম সংবেদনশীলতা এপ্লিকেশনের জন্য উপযুক্ত যেমন লাইটনিং এবং হিটিং। স্কোয়ার ওয়েব আউটপুট ফর্ম যখন অডিও যন্ত্রপাতির সাথে সংযুক্ত করা হয় তখন তা গুন গুন শব্দ করে থাকে এবং যেটা সত্যি অনুপুযুক্ত সংবেদনশীল ইলেকট্রনিক্স এর জন্য।

সাইন ওয়েবঃ ইনভার্টার সার্কিট মূলত সাইন ওয়েব তৈরি করতে পারে। সাইন ওয়েব আউটপুট টাইপের ইনভার্টার তৈরি করতে অনেক খরচ হয়ে থাকে।

আউটপুট ফ্রিকুয়েন্সিঃ ইনভার্টার এর আউটপুট ফ্রিকুয়েন্সি সাধারণ এসি সাপ্লাই ফ্রিকুয়েন্সির মতই ৫০ অথবা ৬০ হার্টজ।

আউটপুট ভোল্টেজঃ এর আউটপুট ভোল্টেজ অনেকটাই গ্রীড লাইন ভোল্টেজের মতই হয়ে থাকে। যেমনঃ ১২০ অথবা ২৪০ VAC ডিস্ট্রিবিউশন লেভেল।
ইনভার্টার ব্যাটারি

ইনভার্টার কত সময় চলবে তা নির্ভর করবে ব্যাটারির পাওয়ারের উপর। যত বেশি পরিমাণ ইনভার্টার ইকুইপমেন্ট ব্যবহার করা হবে ব্যাটারি পাওয়ার তত তারাতারি কমে যাবে। প্রয়োজনে বেশি ব্যাটারি যুক্ত করা যেতে পারে।
রিলে ও সার্কিট ব্রেকার কি?
রিলে:-
রিলে বলতে আমরা বুঝি কোন কিছু এমপ্লিফাই করা বা বৃদ্ধি করা।
এখন তবে রিলে সুইচের একটা অর্থ দাড়ায়, এটা নিশ্চয়ই কোন কিছু বিবর্ধিত করে।
বিদ্যুৎ পরিচালনার ক্ষেএে রিলে হলো একটা ম্যাকানিকাল সুইচ। এটা রিলে কয়েল এবং আর্মেচার এর উপর নিভরশীল ।কয়েলটা হলো একটা তড়িৎ চুম্বক, যখন এর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহ (flow) করে তখন এটি আকর্ষন করে আর্মেচারকে।
সার্কিট ব্রেকার:-
সার্কিট ব্রেকার হলো একটি বৈদ্যুতিক সুইচ যা অটোমেটিক ভাবে চলে।ওভার লোড বা সর্ট সাকিট এর কারনে ইলেকট্রিকাল সার্কিট নষ্ট হয়ে যায় এটাকে প্রতিরোধ করার জন্য সার্কিট ব্রেকার ব্যাবহার করা হয়।এটার বেসিক ফাংশন হলো এটা ফল্টকে সনাক্ত করতে পারবে এবং বতমান কারেন্ট এর প্রবাহকে ছিন্ন করে দিবে ।
হারমোনিক কারেন্ট এবং হারমোনিক ভোল্টেজের মধ্যে পার্থক্য কী?

উত্তর 1:
পাওয়ার সিস্টেমগুলিতে আমরা ফেজার হিসাবে পরিচিত যা ব্যবহার করে সিস্টেমটি মডেল করি - যা ফ্রিকোয়েন্সি ডোমেনের পরিমাণ। পদক্ষেপগুলি এসি বর্তমান প্রবাহ বিশ্লেষণে অনেক গণনা সহজ করে। ফ্যাসার মডেলটির একটি প্রাথমিক অনুমান হ'ল লোডগুলি 'রৈখিক- এটিই একটি সার্কিটের প্রতিক্রিয়া লিনিয়ার পদ্ধতিতে ইনপুট অনুসরণ করে - এতে ভোল্টেজ দ্বিগুণ বর্তমান এবং এর মতো হয়। অনেকগুলি ডিভাইস এই অনুমানটিকে অনুসরণ করে না (বেশিরভাগ ক্ষেত্রে একটি উপায় বা অন্য কোনওভাবেই আসে না An উদাহরণটি একটি ডায়োড যেখানে এটি কেবল সামনের দিকে চালিত করে This এর অর্থ আমরা যদি স্ট্যান্ডার্ড 60 এর সাথে এমন লোড সরবরাহ করি তবে হার্টের এসি ভোল্টেজ, আমরা কোনও 60 হার্জ সাইন ওয়েভ কারেন্ট পাবেন না 60 60 হার্জ কারেন্টের মধ্যে পার্থক্যটি এবং আসলে যা ঘটে তা 60 হার্জ তরঙ্গ হিসাবে প্রকাশ করা যেতে পারে এবং 60 (120, 180 ect) এর গুণিতকগুলিতে একটি সিরিজ বা স্রোত হিসাবে প্রকাশ করা যেতে পারে H০ হার্জের বহুগুণে স্রোতগুলিকে হারমোনিক স্রোত হিসাবে উল্লেখ করা হয় এবং অ লিনিয়ার লোডগুলি দ্বারা উত্পাদিত হয় wise বুদ্ধিমানের মতো এই স্রোতগুলি সিস্টেমে প্রতিবন্ধকতার মধ্য দিয়ে প্রবাহিত হয় তারা পরিবর্তিতভাবে 'তৈরি' হরমোনিক ভোল্টেজ তৈরি করে (একটি রেজিস্টারের মাধ্যমে সরল কেসটি একটি উত্পন্ন করে) প্রতিরোধকের 'ওপারে' ভোল্টেজ)।

যেহেতু সরঞ্জামগুলি একটি ‘খাঁটি’ 60 হার্জ (বা বিশ্বের অনেক অঞ্চলে 50 হার্জ) জন্য ডিজাইন করা হয়েছে সেখানে তরঙ্গরূপটির কতটা বিকৃতি গ্রহণযোগ্য তা মানক রয়েছে। বেশিরভাগ মান কেবলমাত্র এমন একটি ‘লোড’ মঞ্জুরি দেয় যা নির্দিষ্ট স্তর দ্বারা বর্তমানকে বিকৃত করে এবং ইউটিলিটিগুলি একটি ভোল্টেজ সরবরাহ করবে বলে প্রত্যাশা করা হয় যা কেবলমাত্র একটি নির্দিষ্ট (এবং অনেক নিম্ন) স্তর দ্বারা বিকৃত হয়। এই স্তরগুলি প্রায়শই সম্পূর্ণ সুরেলা বিকৃতির (টিএইচডি) পদে প্রকাশ করা হয় যদিও প্রতিটি ‘সুরেলা’ এর জন্য মান থাকতে পারে।

সুরেলা বিকৃতি অন্যান্য অনেক ‘অপ্রত্যাশিত’ ফলাফলের কারণ হতে পারে। উদাহরণস্বরূপ সুষম 3 ফেজ লোডটিতে এখনও একটি নিরপেক্ষ প্রবাহ থাকবে যা পর্ব স্রোতের চেয়েও বেশি হতে পারে।

সিস্টেমের বিশ্লেষণের কিছু ভাল সফ্টওয়্যার আসলে 'ফ্যাসার' মডেলটি ফেলে দেয় এবং ভোল্টেজের সাথে বিভিন্ন সময় পরিমাণ হিসাবে (100 * কোস (*০ * টি)) বিশ্লেষণ করে এবং পুরো সিস্টেমটিকে সেভাবে বিশ্লেষণ করে Today আজকের কম্পিউটারগুলি ক্র্যাঞ্চিং নম্বর পরিচালনা করতে পারে। ' আগের দিন '(20 বছর আগে বলুন) এটি সম্ভবপর এবং সহজ ছিল না তবে কম নির্ভুল এসি ফ্যাসার মডেল ব্যবহৃত হয়েছিল।

উত্তর 2:
আদর্শভাবে, ভোল্টেজ এবং বর্তমান তরঙ্গরূপটি সাইনোসয়েডাল। তবে, বৈদ্যুতিন এবং অন্যান্য অ-লিনিয়ার লোডগুলির জনপ্রিয়তা বৃদ্ধির কারণে তরঙ্গরূপটি প্রায়শই বিকৃত হয়ে যায়। ফুরিয়ার সিরিজ অনুসারে, বিকৃত তরঙ্গাকারটি মৌলিক ফ্রিকোয়েন্সিটির মৌলিক এবং অবিচ্ছেদ্য গুণগুলিতে সমাধান করা যেতে পারে। সুতরাং, বিকৃত তরঙ্গাকারে সুরেলা উপাদান থাকবে।

একটি খাঁটি ভোল্টেজ বা বর্তমান সাইন ওয়েভের কোনও বিকৃতি নেই এবং কোনও সুরেলা নেই এবং একটি নন-সাইনোসয়েডাল তরঙ্গ বিকৃতি এবং সুরেলা রয়েছে has সুরেলাগুলি মৌলিক ফ্রিকোয়েন্সি এর অবিচ্ছেদ্য গুণক les হারমোনিকস বিকৃতি বৈদ্যুতিক সরবরাহে দূষণের একধরণের। বৈদ্যুতিক সরবরাহের সাথে যুক্ত বিভিন্ন অ-রৈখিক ডিভাইসগুলি বিকৃতি ঘটায়।

হরমোনিক্সের সূচনা

নন-লাইন লোড

লোডগুলিতে, যার অ-লিনিয়ার ভোল্টেজ-বর্তমান বৈশিষ্ট্য রয়েছে, তাদের নন-লিনিয়ার লোড বলা হয়। যখন সাইনোসাইডাল ভোল্টেজের সাথে সংযুক্ত থাকে, তখন এই লোডগুলি নন-সাইনোসয়েডাল প্রবাহকে আঁকায়। সাইনোসয়েডাল নেটওয়ার্কগুলিতে সংযুক্ত থাকাকালীন আধুনিক পাওয়ার ইলেকট্রনিক সিস্টেমগুলির ফলে নন-সাইনোসয়েডাল প্রবাহ ঘটে। টিপিকাল ননলাইনার ডিভাইসগুলি হ'ল ডায়োডের মতো দ্রুত স্ট্যাটিক সুইচগুলি, সিলিকন কন্ট্রোলড রেকটিফায়ার্স (এসসিআর), গেট টার্ন অফ ট্রানজিস্টর (জিটিও), ইনসুলেটেড গেট বাইপোলার ট্রানজিস্টর (আইজিবিটি), ইনসুলেটেড গেট কম্যুটেটেড থাইরিস্টস (আইজিসিটি)

মোট হারমনিক বিকৃতি

মোট সুরেলা বিকৃতি (টিএইচডি) হ'ল পৃথক সুরেলা ভোল্টেজ নম্বর 2 থেকে 25 এর বর্গের যোগফলের বর্গমূল (উচ্চতর ক্রমটি তাদের দৈর্ঘ্য কম হওয়ায় অবহেলিত)

আইইইই - 519 স্ট্যান্ডার্ড অনুযায়ী, বিভিন্ন বাস ভোল্টেজের জন্য মোট ভোল্টেজ হারমোনিক বিকৃতি (টিএইচডিভি%) নীচে দেওয়া হয়েছে।

69 কেভি এবং এর নিচে - 5% 69.001 কেভি মাধ্যমে 161 কেভি - 2.5% 161.001 কেভি এবং তার বেশি - 5%
আরও পড়ুন: সত্য শক্তি কারখানা

উত্তর 3:
আদর্শভাবে, ভোল্টেজ এবং বর্তমান তরঙ্গরূপটি সাইনোসয়েডাল। তবে, বৈদ্যুতিন এবং অন্যান্য অ-লিনিয়ার লোডগুলির জনপ্রিয়তা বৃদ্ধির কারণে তরঙ্গরূপটি প্রায়শই বিকৃত হয়ে যায়। ফুরিয়ার সিরিজ অনুসারে, বিকৃত তরঙ্গাকারটি মৌলিক ফ্রিকোয়েন্সিটির মৌলিক এবং অবিচ্ছেদ্য গুণগুলিতে সমাধান করা যেতে পারে। সুতরাং, বিকৃত তরঙ্গাকারে সুরেলা উপাদান থাকবে।

একটি খাঁটি ভোল্টেজ বা বর্তমান সাইন ওয়েভের কোনও বিকৃতি নেই এবং কোনও সুরেলা নেই এবং একটি নন-সাইনোসয়েডাল তরঙ্গ বিকৃতি এবং সুরেলা রয়েছে has সুরেলাগুলি মৌলিক ফ্রিকোয়েন্সি এর অবিচ্ছেদ্য গুণক les হারমোনিকস বিকৃতি বৈদ্যুতিক সরবরাহে দূষণের একধরণের। বৈদ্যুতিক সরবরাহের সাথে যুক্ত বিভিন্ন অ-রৈখিক ডিভাইসগুলি বিকৃতি ঘটায়।

হরমোনিক্সের সূচনা

নন-লাইন লোড

লোডগুলিতে, যার অ-লিনিয়ার ভোল্টেজ-বর্তমান বৈশিষ্ট্য রয়েছে, তাদের নন-লিনিয়ার লোড বলা হয়। যখন সাইনোসাইডাল ভোল্টেজের সাথে সংযুক্ত থাকে, তখন এই লোডগুলি নন-সাইনোসয়েডাল প্রবাহকে আঁকায়। সাইনোসয়েডাল নেটওয়ার্কগুলিতে সংযুক্ত থাকাকালীন আধুনিক পাওয়ার ইলেকট্রনিক সিস্টেমগুলির ফলে নন-সাইনোসয়েডাল প্রবাহ ঘটে। টিপিকাল ননলাইনার ডিভাইসগুলি হ'ল ডায়োডের মতো দ্রুত স্ট্যাটিক সুইচগুলি, সিলিকন কন্ট্রোলড রেকটিফায়ার্স (এসসিআর), গেট টার্ন অফ ট্রানজিস্টর (জিটিও), ইনসুলেটেড গেট বাইপোলার ট্রানজিস্টর (আইজিবিটি), ইনসুলেটেড গেট কম্যুটেটেড থাইরিস্টস (আইজিসিটি)

মোট হারমনিক বিকৃতি

মোট সুরেলা বিকৃতি (টিএইচডি) হ'ল পৃথক সুরেলা ভোল্টেজ নম্বর 2 থেকে 25 এর বর্গের যোগফলের বর্গমূল (উচ্চতর ক্রমটি তাদের দৈর্ঘ্য কম হওয়ায় অবহেলিত)

আইইইই - 519 স্ট্যান্ডার্ড অনুযায়ী, বিভিন্ন বাস ভোল্টেজের জন্য মোট ভোল্টেজ হারমোনিক বিকৃতি (টিএইচডিভি%) নীচে দেওয়া হয়েছে।

69 কেভি এবং এর নিচে - 5% 69.001 কেভি মাধ্যমে 161 কেভি - 2.5% 161.001 কেভি এবং তার বেশি - 5%

সক্রিয় হারমনিক ফিল্টার APF হরমোনীয় টিডিটি হ্রাস <5% উল="">
সক্রিয় হারমনিক ফিল্টার APF হরমোনিক THDi হ্রাস
সক্রিয় হরমোনিক ফিল্টার (এএইচএফ) হল একটি নতুন সক্রিয় ইলেকট্রনিক হরমোনিক ফিল্টারিং যন্ত্র যা ভোল্টেজের হরমোনিক এবং বর্তমান হারোমিনিককে কমিয়ে দেয় এবং পাওয়ার কোয়ালিটি উন্নত করে।

এপিএফ ভূমিকা

সক্রিয় হরমোনিক ফিল্টার (এএইচএফ) হল একটি নতুন সক্রিয় ইলেকট্রনিক হরমোনিক ফিল্টারিং যন্ত্র যা ভোল্টেজের হরমোনিক এবং বর্তমান হারোমিনিককে কমিয়ে দেয় এবং পাওয়ার কোয়ালিটি উন্নত করে।

ভোল্টেজের উৎস বৈদ্যুতিন সংকেতের মেরু বদল উপর ভিত্তি করে, এটি সমান্তরাল মধ্যে অ - রৈখিক লোড যা ক্ষতিপূরণ প্রয়োজন সঙ্গে সংযুক্ত করা হয়।

এএমপি এবং ফ্রিকোয়েন্সি পরিবর্তন এবং প্রতিক্রিয়াশীল শক্তি সঙ্গে যে harmonic বর্তমান ক্ষতিপূরণ জন্য, এটি ঐতিহ্যগত প্যাসিভ ফিল্টারের shortcomings জিতেছে। এটি উচ্চ ক্ষতিপূরণ সঠিকতা এবং দ্রুত গতিশীল প্রতিক্রিয়া ইত্যাদির সুবিধা রয়েছে।

কেন APF এবং SVG উচিত?

শক্তি মানের সমস্যা বিদ্যমান কারণ, এবং অনেক সমস্যার সৃষ্টি করে:

পাওয়ার কোয়ালিটি সমস্যা:

blob.png

হরমোনস এর কারণে তরঙ্গাকৃতি বিকৃতি

হারমনিক কি?

একটি তরঙ্গ একটি সুরেলা মৌলিক ফ্রিকোয়েন্সি একটি পূর্ণসংখ্যা একক যে সংকেত একটি কম্পোনেন্ট ফ্রিকোয়েন্সি হয়।

অর্থাৎ যদি মৌলিক ফ্রিকোয়েন্সির 50Hz হয়, তাহলে পরবর্তী হরমোনিকের ফ্রিকোয়েন্সি হল: 100 Hz (2nd harmonic), 150 Hz (তৃতীয় হরমোনীয়), 100 Hz (4 র্থ হরমোনিক) ইত্যাদি।

blob.png

সুরেলা

কিভাবে APF গ্রাহকদের উপকারী?

হারমনিক ক্ষতিপূরণ পরে

উপকরণ নির্ভরযোগ্যতা উন্নত, সরঞ্জাম মিথ্যা কর্ম দ্বারা সৃষ্ট অর্থনৈতিক ক্ষতি কমাতে।

লাইনের হ্রাস হ্রাস করুন, ইনসুলেশন পুরানো কমানো, বিদ্যুতের নিরাপত্তা এবং নির্ভরযোগ্যতা উন্নত করুন।

ক্ষতিপূরণ ক্যাপাসিটরের অনুনাদ সম্ভাব্যতা হ্রাস করুন, বিদ্যুৎ ব্যবহারের নিরাপত্তা উন্নত করুন।

সুরেলা দ্বারা উত্পাদিত ইলেক্ট্রোম্যাগনেটিক হস্তক্ষেপ হ্রাস, যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক অপারেশন নিশ্চিত।

No comments:

Post a Comment

Thanks for your comment.

Besic Acknowledge in Electrical

২৫। ১ কিলোগ্রাম কাকে বলে? উত্তর : ফ্রান্সের স্যাভ্রেতে ইন্টারন্যাশনাল ওয়েটস অ্যান্ড মেজারসে রক্ষিত প্লাটিনাম ইরিডিয়াম সংকর ধাতুর তৈরি একটি স...