০১) VFD কি?
উত্তরঃ এটা হল এক ধরনের মটর কন্ট্রোলার যা ফ্রিকোয়েন্সি এবং ভোল্টেজ পরিবর্তন করে মটরকে পাওয়ার সরবরাহ করে মটরকে কন্ট্রোল করে। এটা মূলত AC ইন্ডাক্সন মটরের স্পীড কন্ট্রোল করে থাকে।
০২) কোথায় ব্যবহার করা হয়?
উত্তরঃ এটা ইন্ডাস্ট্রিতে এসি মটরের স্পীড কন্ট্রোলের জন্য ব্যবহার হয়।
৩। VFD কি পাওয়ার সেভ করতে পারে?
উত্তরঃ হ্যাঁ, ভিএফডি এর মাধো ছয়টা capacitor থাকে যা কিনা পাওয়ার ফ্যাক্টর বৃদ্ধি করে।
০৪) VFD কে ইনভার্টার বলা হয় কেন?
DC কে যখন AC তে রূপান্তরিত করা হয় তখন ইনভার্টার, আর AC কে যখন DC তে রূপান্তরিত করা হয় তখন কনভার্টার।
সুতরাং DC To AC=ইনভার্টার
AC To DC =কনভার্টার
VFD তার অপারেশন কমপ্লিট করতে প্রথমে AC কে DC কনভার্ট করে এবং পরবর্তীতে DC কে ইনভার্টারের মাধ্যমে থ্রি ফেজ AC রূপান্তর করে।অতএব VFD কে ইনভার্টার বলা যায়।
VFD= Converter +Inverter
I Love your article. Great info thank you for share with us! Thanks for sharing great article
ReplyDeleteফেসবুক আইডি হ্যাক করার নিয়ম