Wednesday, October 10, 2018

Timer (টাইমার) কি? টাইমার কিভাবে কাজ করে?

টাইমার কি? টাইমার কিভাবে কাজ করে?
উত্তরঃ টাইমার এক প্রকার রিলে। তবে এর বৈশিষ্ট্য হচ্ছে এতে ইচ্ছেমতো সময় নির্ধারণ করে দেয়া যায়। অন্নান্য রিলের মত এতেও রয়েছে নরমালি ওপেন (NO) এবং নরমালি ক্লোজ (NC) কন্টাক্ট।  তবে সাধারণ রিলের সাথে এর পার্থক্য হলো- সাধারণ রিলের কয়েলে সাপ্লাই দেয়ার সাথে সাথেই রিলের অবস্থার পরিবর্তন ঘটে, অপরদিকে টাইমারের কয়েলে সাপ্লাই দেয়ার পর নির্ধারণ করে দেয়া সময় শেষ হলে এর অবস্থার পরিবর্তন ঘটে।
অর্থাৎ টাইমারের কয়েলে সাপ্লাই দেয়ার সাথে সাথে টাইমার সময় গণনা করতে শুরু করে, নির্ধারণ করে দেয়া সময় শেষ হলে এর নরমালি ওপেন (NO) কন্টাক্টগুলো ক্লোজ হয় এবং নরমালি ক্লোজ (NC) কন্টাক্টগুলো ওপেন হয়ে যায়। এভাবে এটি নির্ধারিত সময় পরে কোন লোডকে চালু অথবা বন্ধ করে দেয়। টাইমার সেকেন্ড, মিনিট, ঘন্টা সহ বিভিন্ন এককে পাওয়া যায়।

টাইমার কাকে বলে ?
উত্তরঃ টাইম শব্দের অর্থ সময়,সময় ধারা নিয়ন্ত্রিত সুইচকে টাইমার বলে।

টাইমার কত প্রকার, কিকি  ?
টাইমার  প্রধানত দুই প্রকার
যেমন, ১. ইলেকট্রিক টাইমার,
২.মেকানিকেল টাইমার।
               ইলেকট্রিক টাইমার -যে টাইমার কারেন্টের সাহায্যে চলে তাকে ইলেক্ট্রিক টাইমার বলে।
               মেকানিকেল টাইমার -যে টাইমার স্প্রিং এর প্রেসারে চলে তাকে মেকানিকেল টাইমার বলে।
কানেকশন ডায়াগ্রাম:
AH3-3-120-volt-delay-timer-wiring-1--buzzer
কাজের পদ্ধতি:
    কানেকশন ডায়াগ্রাম অনুযায়ী কানেকশন করুন। ছবিতে দেখানো ৩টি স্টপ সুইচ (নরমালি ক্লোজ) এর পরিবর্তে ১টিসাধারণ  ‍সুইচ/ ‍সার্কিট ব্রেকার ব্যবহার করলেই হবে।
    এনালগ টাইমার এর সামনের দিকের গোলাকৃতির / নবের মত অংশটা ঘুরালে টাইম (ধরি, ২০ সেকেন্ড) সেট হবে। ডিজিটাল টাইমার এর সামনে বোতাম থাকে । সেগুলো টিপে টাইম সেট করতে হবে।
    কাটা (সিলেকটর) দেখে বোঝা যায় কত টাইমে সেট করা হলো
    এখন সুইচ বা সার্কিট ব্রেকার চালু করলেও সেট করা টাইম পর৬ (৩ নং পিনও একই আচরণ করবে।) পিনের সাথে থাকা লোড (লাইট ১) বন্ধ থাকবে; যদিও লাইট ২ চালু হবে অর্থাত জ্বলে উঠবে কারণ কারেন্ট সরাসরি লাইটে পৌছাবে। তারপর সেট করা সময় (২০ সেকেন্ড) পর লাইট ১ ও জ্বলে উঠবে।
    কিন্ত৪ ও ৫ নং পিন ৬ ও ৩ নং পিনের উলটা আচরণ করবে।
সার্কিট ডায়াগ্রাম:

No comments:

Post a Comment

Thanks for your comment.

Besic Acknowledge in Electrical

২৫। ১ কিলোগ্রাম কাকে বলে? উত্তর : ফ্রান্সের স্যাভ্রেতে ইন্টারন্যাশনাল ওয়েটস অ্যান্ড মেজারসে রক্ষিত প্লাটিনাম ইরিডিয়াম সংকর ধাতুর তৈরি একটি স...