প্রশ্ন: করোনা কি? করোনার ফলে কি কি ইফেক্ট এর
সৃষ্টি হয়?
যখন ২টি কন্ডাকটর এর Spacing ব্যাসের তুলনায়
বেশি অবস্থায় রেখে তাদের আড়াআড়ি AC
Voltage প্রয়োগ করে ধিরে ধিরে বাড়ানো হয়
তখন এমন একটি বিশেষ পর্যায় আশে যে পর্যায়ে
কন্ডাকটর এর চার পাশে বাতাস ইলেক্ট্রোস্ট্যাটিক
stress হয়ে আয়নিত হয় এবং বাতাসের ইন্সুলেশন
ষ্ট্রেংথ ভেঙ্গে পড়ে । এই অবস্থায় কন্ডাকটর
এর চার পাশে জিম জিম শব্দ সহকারে যে হালকা
অনুজ্জল বেগুনি রশ্মি দেখা যায় এবং ওজন গ্যাসের
সৃষ্টি হয় উহাই করোনা নামে পরিচিত ।
করোনার ইফেক্ট বা প্রভাবঃ
১। হিমিং বা জিম জিম শব্দ সৃষ্টি করে
২। কন্ডাক্টরের চার পাশে বেগুনি আভা দেখা যায়
৩। ওজন গ্যাসের সৃষ্টি
৪। হারমনিক্স কারেন্টের সৃষ্টি হয়
৫। পাওয়ার লস হয়
প্রশ্ন: করোনার সুবিধা-অসুবিধা কি কি ?
সুবিধাঃ
১। সার্জ ভোল্টেজ এর ফলে সৃষ্ট ট্রানজিয়েন্ট
ইফেক্টকে সীমিত রাখে বলে একে সুইস
গিয়ারের Safety bulb হিসাবে ব্যাবহার হয় ।
২। করোনার কারনে পরিবাহিদ্বয়ের মাঝে
ইলেক্ট্রোস্ট্যাটিক স্ট্রেস এর মান হ্রাস পায়, কারন
এসময় পরিবাহীর চারপাশে বাতাস পরিবাহী হিসাবে
কাজ করে ও পরিবাহীর virtual ব্যাস বৃদ্ধি পায় ।
অসুবিধাঃ
১। পাওয়ার লস হয়
২। ওজন গ্যাসের সৃষ্টি হয়
৩। পরিবাহী ক্ষয়প্রাপ্ত হয়
৪। হারমনিক্স এর সৃষ্টি হয়
৫। নিকটবর্তী কমিউনিকেশন লাইনে বিঘ্ন ঘটে
৬। দক্ষতা হ্রাস পায়
প্রশ্ন: করোনা পাওয়ার লস কি? সমিকরনটি লিখ ।
করোনা সংগঠিত হওয়ার কারনে যে পাওয়ার লসের
সৃষ্টি হয়, তাকে করোনা লস বলে । ইহাকে p দ্বারা
প্রকাশ করা হয় ।
প্রশ্ন: স্কিন ইফেক্ট কি?
এসি বিদ্যুৎ প্রবাহে কোন পরিবাহীর মধ্য দিয়ে
প্রবাহিত হওয়ার সময় সে পরিবাহীর ভিতরে প্রবেশ
না করে পরিবাহীর উপরিভাগ দিয়ে প্রবাহিত হওয়ার
চেষ্টা করে, এটাকে স্কিন ইফেক্ট বলে । স্কিন
ইফেক্টের কারনে লাইনের রেজিষ্ট্যান্স বৃদ্ধি
পায় ফলে লাইন লসও বৃদ্ধি পায় ।
প্রশ্ন: ট্রান্সমিশন লাইনে স্কিন ইফেক্ট এর প্রভাব লিখ?
কমানোর উপায় কি?
ট্রান্সমিশন লাইনে স্কিন ইফেক্টের কারনে
লাইনের রেজিষ্ট্যান্স বৃদ্ধি পায় ফলে লাইন লসও
বৃদ্ধি পায় ।
স্কিন ইফেক্ট কমানোর উপায়ঃ
১। কন্ডাক্টরের ব্যাসার্ধ কমিয়ে
২। ফাঁপা সিলিন্ডার আকারের পরিবাহী ব্যাবহার করে
৩। Stranded কন্ডাকটর ব্যবহার করে
৪। ব্যারেল আকৃতির ও Aluminium কন্ডাকটর ব্যবহার
করে ।
প্রশ্ন: প্রক্সিমিটি ইফেক্ট কাকে বলে? ইহার প্রভাব ও
কমানোর উপায় লিখ ।
যখন একটি কারেন্ট পরিবাহী এর পাশে আরেকটি
কারেন্ট পরিবাহী থাকে, তখন এর ফ্লাক্স পূর্বের
কারেন্ট পরিবাহীতে সংশ্লিষ্ট হয় । এই ফ্লাক্সের
ফলাফল উভয় কন্ডাক্টরের দূরবর্তী অর্ধাংশের
চেয়ে নিকটবর্তী অর্ধাংশে বেশি দেখা যায় । যার
ফলে কন্ডাকটর সমগ্র প্রস্থচ্ছেদ ব্যপিয়া অসম
কারেন্ট বণ্টন হতে থাকে এবং স্কিন ইফেক্টের
ন্যায় রেজিষ্ট্যান্স বৃদ্ধি পায় । এই ঘটনাকে প্রক্সিমিটি
ইফেক্ট বলে ।
প্রভাবঃ
এই ইফেক্টের ফলে কন্ডাকটর সমগ্র
প্রস্থচ্ছেদ ব্যপিয়া অসম কারেন্ট বণ্টন হতে
থাকে এবং স্কিন ইফেক্টের ন্যায় রেজিষ্ট্যান্স
বৃদ্ধি পায় ও সেলফ রিয়্যাকট্যান্সের মান হ্রাস পায় ।
কমানোর উপায়ঃ
১। ফ্রিকুয়েন্সি রেঞ্জ কমিয়ে
২। কন্ডাকটর এর স্পেসিং বৃদ্ধি করে
৩। Stranded কন্ডাকটর ব্যবহার করে
প্রশ্ন: এডি কারেন্ট লস কাকে বলে?
হিসটেরেসিস লস ছাড়াও চৌম্বক উপাদানের মজ্জায়
আবর্তমান বা এডি কারেন্টের কারনে কিছু অপচয়
হয়, একে এডি কারেন্ট লস বলে।
No comments:
Post a Comment
Thanks for your comment.