Wednesday, October 10, 2018

Temperature Controller ( টেম্পারেচার কন্ট্রোলার ) ?

Temperature Controller ( টেম্পারেচার কন্ট্রোলার ) ?
Temperature controller এমন একটি device, যার মাধ্যমে তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করা হয়। টেম্পারেচার কন্ট্রোলার কোন Temperature sensor হতে আগত output কে তার input হিসাবে গ্রহণ করে এবং সেটকৃত তাপমাত্রার উপর নির্ভর করে Load কে কন্ট্রোল করে।
Temperature controller কিভাবে কাজ করে ? 
টেম্পারেচার কন্ট্রোলারের ১ ও ২ নাম্বার পিনে এসি ২২০ ভোল্ট পাওয়ার সাপ্লাই দিতে হয়। পাওয়ার দিলে কন্ট্রোলারটি অ্যাক্টিভ হবে। এবং ১১ ও ১২ নাম্বার পিনে temperature sensor  লাগাতে হবে । এবং ৪ ও ৬ নাম্বার পিনে লোড লাগাতে হবে।
এখন আমরা আসি এটি কিভাবে কাজ করে। আমরা সবার ছবিটির দিকে খেয়াল করলে দেখতে পাব এর মধ্যে দুইটি ভেলু আছে যার ভিতর একটা ভেলু আমাদের সেট করে দিতে হয়।পিন ডায়াগ্রামে আমরা দেখেছি ৪,৫,৬ তিনটি পিন আছে যার মধ্যে ৫ নাম্বার পিনটি কমন । ৬ নাম্বার পিনটি নরমালি ক্লোজ, এবং ৪ নাম্বার পিনটি নরমালি ওপেন । আমরা এখানে যে ভেলু সেট করে দিব তাপমাত্রা সেই ভেলু অতিক্রম করার সাথে সাথেই আমাদের ওপেন পিনটি ক্লোজ হবে এবং ক্লোজ পিনটি ওপেন হবে। তার মানে এখানে আমরা যে লোড ব্যবহার করবো সেটি অন বা অফ হবে ।
আমরা নিচের চিত্রটি দেখলে বুঝতে পাড়বো ।
ধরি এই টেম্পারেচার কন্ট্রোলারে টেম্পারেচার ৫০ সেট করা আছে । PT-100 temperature detect করছে । এই অবস্থায় এখানে লাম্প-১ জ্বলবে এবং লাম্প-২ বন্ধ থাকবে । যখন তাপমাত্রা ৫০ পার করবে তখন লাম্প-১ বন্ধ হবে এবং লাম্প-২ জ্বলবে। এভাবেই এটি কাজ করে থাকে।

No comments:

Post a Comment

Thanks for your comment.

Besic Acknowledge in Electrical

২৫। ১ কিলোগ্রাম কাকে বলে? উত্তর : ফ্রান্সের স্যাভ্রেতে ইন্টারন্যাশনাল ওয়েটস অ্যান্ড মেজারসে রক্ষিত প্লাটিনাম ইরিডিয়াম সংকর ধাতুর তৈরি একটি স...