Wednesday, October 10, 2018

CT (সিটি) কি?

(CT)কারেন্ট ট্রান্সফরমার কি ?
কারেন্ট ট্রান্সফরমার এমন একটি ডিভাইস যা অল্টারনেটিং কারেন্ট পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে।উচ্চ মানের এসি কারেন্ট পরিমাপের জন্য অ্যামিটারের সাথে যে ট্রান্সফরমার ব্যবহার করা হয় ,তাকে কারেণ্ট ট্রান্সফরমার বলে সংক্ষেপে সিটি(CT) বলে ।কারেন্ট ট্রান্সফরমার এমন একটি স্টেপ আপ ট্রান্সফরমার , যা কারেন্ট কমিয়ে একটি লো রেঞ্জ অ্যামিটার দ্বারা উচ্চ কারেন্ট পরিমাপ করতে ব্যবহার করা হয় । কারেন্টফরমারট্রান্স প্রাইমারি লোডের সাথে বা লাইনের সাথে সিরিজে যুক্ত থাকে এবং সেকেন্ডারির সাথে একটি অ্যামিটার যুক্ত থাকে ।

সিটির (CT) রেশিও এরর কি ?
উদ্দীপক কারেন্টের আয়রন লস উপাদান এবং সেকেন্ডারি  ওয়েল্ডিং এর কারেন্টের অনুপাতকেই সিটি বা কারেন্ট ট্রান্সফরমার এর রেশিও এরর বলে ।
সিটির (CT) সেকেন্ডারি কেন আর্থ করা হয় ?
সিটির  প্রাইমারী ও সেকেন্ডারি উইন্ডিং এ ম্যাগ্নেটিক ফ্লাক্স তৈরি করে ও একে অপরকে বাঁধা প্রদান করে। কোন কারনে সিটির সেকেন্ডারি ওপেন হয়ে গেলে এতে উচ্চ মাত্রার ভোল্টেজ  উৎপন্ন হয় । যা ইন্সুলেশন এবং অপারেটরের জন্য বিপদজনক । এই অবস্তায় সেকেন্ডারির আর্থ থাকলে , আর্থে কারেন্ট প্রবাহের জন্য সেকেন্ডারিতে কম ভোল্টেজ উৎপন্ন  হয় ।যা ইন্সুলেশন এবং অপারেটরের জন্য ক্ষতিকর নয় । তাই সিটির সেকেন্ডারি আর্থ করা হয় এবং খোলা রাখা বিপদজনক ।

CTএর সেকেন্ডারি কেন ওপেন করা যায় না যখন প্রাইমারিতে পাওয়ার থাকে ?
উত্তরঃ  CT হল একটি মেজারমেন্ট ইন্সট্রুমেন্ট। প্রাইমারি লাইনের কারেন্ট মাপার জন্য সিটি ব্যবহার করা হয়। CT এর সেকেন্ডারি মিটারের সাথে লাগানো থাকে। মধ্যে ইম্পিডেন্স কম থাকে মানে মিটার সর্ট সার্কিটের মত কাজ করে। যদি ওপেন করা হয় তখন দুটি ঘটনা ঘটে। যেমনঃ
১। সেকেন্ডারিতে কাউন্টার EMF তৈরি হয় না ।তখন সেকেন্ডারিতে উচ্চ মানের ফ্লাক্স তৈরি হয় অর্থাৎ Saturation Level অতিক্রম করে। ইন্সুলেসন ব্রেক ডাউন করে এবং CT permanently নস্ট হয়ে যায়।
২। সেকেন্ডারিতে পাক সংখা বেশি থাকে ফলে উচ্চ ভোল্টেজ তৈরি হয়। এ অবস্তায় যদি কেউ টাচ করে শক করে মারা যেতে পারে
। 

No comments:

Post a Comment

Thanks for your comment.

Besic Acknowledge in Electrical

২৫। ১ কিলোগ্রাম কাকে বলে? উত্তর : ফ্রান্সের স্যাভ্রেতে ইন্টারন্যাশনাল ওয়েটস অ্যান্ড মেজারসে রক্ষিত প্লাটিনাম ইরিডিয়াম সংকর ধাতুর তৈরি একটি স...