স্টার ডেল্টা স্টার্টার কিঃ
একটি মোটর কে স্টার্ট করার জন্য বিভিন্ন স্টারটার পদ্ধতি অভলম্বন করা হয় তার মধ্যে একটি হল স্টার ডেল্টা স্টারটার পদ্ধতি। এই পদ্ধতিতে একটি মোটর কে স্টার্ট করার জন্যে তিনটি কন্টাক্ট এর প্রয়োজন মেইন কন্টাক্ট, স্টার কন্টাক্ট, ডেল্টা কন্টাক্ট।মোটর টিকে স্টার কন্টাক্ট এর মাধমে স্টার্ট করে এবং স্টার্ট হওয়ার পর সেটিকে ডেল্টা কন্টাক্ট এ শিফট করে দেওয়া হয়। এই পদ্ধতি কে স্টার ডেল্টা স্টার্টার পদ্ধতি বলা হয়।
স্টার ডেল্টা স্টার্টার পদ্ধতি টি কোথায় এবং কেন ব্যাবহার করা হয়ঃ
এই পদ্ধতি টি ফ্যাক্টিরিতে কর্মরত মেইনটেইন্স ইঞ্জিনিয়ার গণ বা ইলেক্ট্রো-মেকানিক্যাল প্রোকৌশলীগণ মটর কন্ট্রোলিং এর কাজে ব্যবহার করে থাকেন।সাধারণত 0.75kw থেকে 1.5 kw এর মটরককে স্টার কানেকশনে, 1.5 থেকে 5kw এর মটরকে ডেল্টা কানেকশনে চালাতে হয়।কিন্তু 5kw এর বেশি ক্ষমতা সম্পন্ন মটরকে স্টার এবং ডেল্টা এই দুই পদ্ধতিতেই চালু করতে হয়।
এর জন্য মটরটির স্টাটিং কারেন্ট কমানোর জন্য মেইনটেইন্স ইইঞ্জিনিয়ারগণ প্রথমে স্টার কানেকশনে চালু করে, এবং পরে মটরটি যেনো হেভি লোডে অনেক শক্তিতে চলতে পারে তারজন্য ডেল্টা কানেকশনে চালানু হয়।
অটো স্টার ডেল্টা করার কাজটা সাধারণত টাইমার নামে একটি ডিভাইস কন্ট্রোলিং করে থাকে।এই টাইমারের কাজ হলো একটি নিদিষ্ট সেকেন্ড পরে কানেকশন টা পরিবর্তন করে দেওয়া। এই স্টার ডেল্টা কানেকশন এ ইন্টারলক নামে একটি নিরাপত্তার ব্যবস্থা করা হয়, যাহা একসাথে যেনো স্টার ডেল্টা কার্যকরী না হয় সেই দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখে।
اصول_راه_اندازی_ستاره_مثلثweewfew
স্টার ডেল্টা স্টার্টার পদ্ধতি ব্যাবহারের সুবিধা,অসুবিধাঃ
সুবিধা:
১। অধিক পাওয়ার এবং অধিক কারেন্ট সম্পন্ন লোডের পরিচালনার ক্ষেত্রে ডেল্টা সংযোগ ব্যবহার করা হয়।
২। ডেল্টায় সংযুক্ত মোটর অধিক পাওয়ার গস্খহণ করে অধিক টর্ক উৎপন্ন করে চলতে পারে।
৩। পাওয়ার ফ্যাক্টর উন্নয়নের জন্য ডেল্টায় সংযুক্ত ক্যাপাসিটর ব্যাংকের প্রতি ফেজের ক্যাপাসিটেন্সের মান কম হয় এবং খরচ কম হয়।
৪। স্টার সংযুক্ত সার্কিটে নিউট্রাল পয়েন্ট থাকায় প্রয়োজনবোধে নিউট্রাল তার ব্যবহার করা যায়।
৫। স্টার সংযুক্ত লোডে , তার ব্যবহার করে ও লোড পরিচালনা করা যায়।
৬। স্টার সংযুক্ত অল্টারনেটরের তার চিকন হলেই চলে।
৭। স্টার সংযুক্ত সার্কিটের আউটপুটে বেশি ভোল্টেজ পাওয়া যায়।
অসুবিধা:
১। ডেল্টা সংযোগে কোন নিউট্রাল পয়েন্ট থাকে না।
২। ডেল্টায় কারেন্ট বেশি বিধায় অল্টারনেটরের কয়েল মোটা তারের হতে হয়।
৩। ডেল্টা সংযোগে অল্টারনেটর , ট্রান্সফরমার ওয়াইন্ডিং-এ তামার পরিমাণ বেশি লাগে ফলে খরচ বেশি।
৪। অধিক পাওয়ার এবং কারেন্ট সম্পন্ন লোড পরিচালনার জন্য স্টার সংযোগ ব্যবহার যায় না।
৫। কম কারেন্ট পাওয়া যায়।
No comments:
Post a Comment
Thanks for your comment.