সার্কিট ব্রেকার কি বা কাকে বলে?
সহজ ভাষায় বলতে গেলে সার্কিট ব্রেকার একটি স্বয়ংক্রিয় যন্ত্র যা নিরাপত্তা প্রদান করে থাকে। অর্থাৎ এটি এমন একটি ডিভাইস যা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিকস যন্ত্রপাতিকে নিরাপদ রাখে। যখন লাইনে অতিরিক্ত পরিমান বিদ্যুৎ প্রবাহ হয় তখন (যন্ত্রপাতিতে) যেকোন দুর্ঘটনা ঘটতে পারে যা সার্কিট ব্রেকার রক্ষা করে থাকে।
অর্থাৎ Circuit Breaker এমন এক ধরনের যন্ত্র যা একটি সার্কিট কে খুলে বা বন্ধ করে দিতে পারে সব কন্ডিশনে (নো-লোড কন্ডিশন, ফুল লোড কন্ডিশন এবং ফল্টি বা ত্রুটিপূর্ণ কন্ডিশনে)।
Circuit Breaker কি কাজ করে থাকে?
কোন সার্কিটে ডিজাইন ভোল্টেজের চেয়ে বেশি ভোল্টেজ আসলে সার্কিট ব্রেকার তা স্বয়ংক্রিয়ভাবে সার্কিটকে রক্ষা করে থাকে।এসি লাইনে শর্ট সার্কিট ঘটলে (লাইন টু লাইন বা লাইন টু নিউট্রাল)।অতিরিক্ত লোড থাকলে ও ভোল্টেজ বেড়ে গেলে সার্কিট ব্রেকার কাজ করে।
সার্কিট ব্রেকারের প্রকারভেদ :
১। আর্ক বা অগ্নি নির্বাপনের উপর ভিত্তি করে
.ওয়েল সার্কিট ব্রেকার।
.এয়ার সার্কিট ব্রেকার।
.সালফার হেক্সাফ্লোরাইড সার্কিট ব্রেকার।
.ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার।
২। সার্ভিসের উপর ভিত্তি করে
.আউটডোর Circuit Breaker।
.ইনডোর সার্কিট ব্রেকার।
৩। অপারেটিং মেকানিজমের উপর ভিত্তি করে
.স্প্রিং অপারেটেড সার্কিট ব্রেকার।
.নিউমেটিক সার্কিট ব্রেকার।
.হাইড্রো-ইলেক্ট্রিক সার্কিট ব্রেকার।
৪। ভোল্টেজ লেবেল ইনস্টলেশনের উপর ভিত্তি করে
.হাই ভোল্টেজ সার্কিট ব্রেকার
.মেডিয়াম ভোল্টেজ সার্কিট ব্রেকার
.লো-ভোল্টেজ সার্কিট ব্রেকার
৫। এছাড়া নিম্মলিখিত ভাবে ভাগ করা যায়
.ম্যাগ্নেটিক সার্কিট ব্রেকার।
.কমন ট্রিপ সার্কিট ব্রেকার।
.থার্মাল সার্কিট ব্রেকার।
.ডিসকানেক্টিং সার্কিট ব্রেকার।
.কার্বন ডাই-অক্সাইড সার্কিট ব্রেকার।
সার্কিট ব্রেকারের গঠন প্রণালী ও কার্যপ্রনালী :
11
Circuit Breaker মূলত দুটি প্রধান অংশ নিয়ে গঠিত।
ফিক্সড কন্টাক্ট।
মুভিং কন্টাক্ট।
আমরা বাসা-বাড়িতে সাধারনত MCB-Miniature Circuit Breaker ব্যবহার করে থাকি। তারই প্রেক্ষিতে নিচে মিনিয়েচার সার্কিট ব্রেকারের ছবি নিচে দেওয়া হয়েছে।এটি বাসা বাড়িতে বহুল ব্যবহিত একটি সার্কিট ব্রেকার। চিত্রে অপারেটিং লেভেল, আর্ক স্প্লিটার, মুভিং কন্টাক্ট, ফিক্সড কন্টাক্ট, ট্রিপ কয়েল ইত্যাদি।
কার্যপ্রনালীঃ
সার্কিট ব্রেকারের কিছু বেসিক সাধারন কার্যপ্রনালী উল্লেখ করা হলো।স্বাভাবিক অবস্থায় Circuit Breaker ম্যানুয়ালি (রিমুট কন্ট্রোল বা অন্যান্য) অপারেট করা হয়ে থাকে।ত্রুটিপূর্ণ অবস্থায় Circuit Breaker স্বয়ংক্রিয় ভাবে অপারেট করে।স্বাভাবিক অবস্থায় মুভিং এবং ফিক্সড কন্টাক্ট একই কন্টাক্টে থাকে এবং সার্কিটের মধ্যেদিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়ে থাকে।সিটি এবং রিলে উভয়ই স্বয়ংক্রিয় বাধার জন্য কাজ করে থাকে।
কাজের ধাপ:
যখন লাইনে ডিজাইন কারেন্টের চেয়ে বেশি কারেন্ট প্রবাহিত হবে(অতিরিক্ত কারেন্ট ফল্টজনিত কারনে) তখন কারেন্ট ট্রান্সফরমার (সিটি) অতিরিক্ত কারেন্টকে কমিয়ে রিলে কয়েলে প্রেরন করবে।রিলে কয়েলে যখন পিক কারেন্ট (নির্দিস্ট কারেন্টের চেয়ে বেশি কারেন্ট) ঘটে তখন রিলে কয়েল এক্টিভ হয় এবং রিলের মুভিং কন্টাক্ট সার্কিটকে বন্ধ করে।তখনি ট্রিপ সার্কিটের ব্যাটারি সোর্সের মাধ্যমে ট্রিপ কয়েল এনার্জিড হয় এবং কন্টাক্টকে ব্রেক করে থাকে।
১। সার্কিট ব্রেকারের রেটিং কি? রেটিং কি কি?
যে স্পেসিফিকেশন হতে সার্কিট ব্রেকারের গুণগত, মানগত, কার্জগত বিভিন্ন দিক জানা তাকে সার্কিট ব্রেকারের রেটিং বলে।সার্কিট ব্রেকারের রেটিংগুলো তিন ধরনের হয়ে থাকে- ১) ব্রেকিং ক্যাপাসিটি ২) মেকিং ক্যাপাসিটি ৩) শর্ট টাইম ক্যাপাসিটি।
২। সার্কিট ব্রেকার মাউন্টিংস কি?
সার্কিট ব্রেকার এবং এর আনুষঙ্গিক সাহায্যকারী যন্ত্রপাতিগুলো যে ফ্রেম বা স্ট্রাকচারের মাঝে স্থাপন করা হয় তাকে সার্কিট ব্রেকার মাউন্টিংস বলে।
৩। আর্ক কি? আর্ক ভোল্টেজ কি?
আর্ক হল এক ধরনের ইলেক্ট্রিক ডিসচার্জ যা দুটি ইলেক্ট্রডের মধ্যে সৃষ্টি হয় ও ক্ষুদ্র স্ফুলিঙ্গ দেখা দেয়।
আর্কিং পিরিয়ডে সার্কিট ব্রেকারের কন্ট্যাকদ্বয়ের আড়াআড়িতে যে ভোল্টেজ পাওয়া যায়, তাকে আর্ক ভোল্টেজ বলে।
৪। এয়ার সার্কিট ব্রেকার কাকে বলে?
যে সার্কিট ব্রেকারে আর্ক নির্বাপণ এবং অপারেটিং স্বাভাবিক বায়ুমণ্ডলের বাতাসের চাপে করা হয় তাকে এয়ার সার্কিট ব্রেকার কাকে বলে।
৫। সার্কিট ব্রেকারের রিস্ট্রাইকিং ভোল্টেজ কাকে বলে?
আর্ক পিরিয়ডে প্রায় কারেন্ট শুন্য অবস্থায় সার্কিট ব্রেকারের কন্ট্যাক্টস এর মাঝে যে ট্রানজিয়েট ভোল্টেজের সৃষ্টি হয় তাকে রিস্ট্রাইকিং ভোল্টেজ বলে।
MCB – Miniature Circuit Breaker.
MCCB – Moulded Case Circuit Breaker.
HRC – High Rupturing Capacity.
ELCB – Earth Leakage Circuit Breaker
ACB – Air Circuit Breaker
৬। HT এবং LT কি?
HT = High Tension
LT = Low Tension
HT সাইড হচ্ছে ট্রান্সফর্মারের প্রাইমারী সাইড যেখানে ১১ কেভি ভোল্টেজ প্রবেশ করে। এ জায়গায় VCB / OCB / LBS থাকে।
VCB = Vacuum Circuit Breaker
OCB = Oil Circuit Breaker
LBS = Load Break Switch
LT হচ্ছে ট্রান্সফর্মারের লোড সাইড বা সেকেন্ডারি সাইড যেখানে ৪০০/৪১৫ / ৪৪০ ভোল্টের লাইন ইন্ড্রাস্টির LT pannel এর ACB (Air Circuit Breaker) তে গিয়ে প্রবেশ করে।
No comments:
Post a Comment
Thanks for your comment.