Tuesday, September 18, 2018

Capacitor (ক্যাপাসিটর), Capacitor Bank (ক্যাপাসিটর ব্যাংক)?

ক্যাপাসিটর (Capacitor):
________________________________________
ক্যাপাসিটর অর্থ ধারক। একে কনডেনসারও বলা হয়। সার্কিটে ক্যাপাসিটর সোর্স থেকে বৈদ্যুতিক এনার্জি বা চার্জ সঞ্চয় করে থাকে। ক্যপাসিটরের বৈদ্যুতিক এনার্জি বা চার্জ সঞ্চয় করার ধর্মকে ক্যাপাসিট্যান্স বলে।
ক্যাপাসিটরের কাজ হল বৈদ্যুতিক চার্জ ধরে রাখা। রিচার্জেবল ব্যাটারি যেমন চার্জ ধরে রাখে, ক্যাপাসিটর এরও একই রকম ক্ষমতা আছে, তবে খুব স্বল্প পরিসরে।
“ক্যাপাসিটর মুলত চার্জ ধারন করে এবং ডিসি কে বাধা দেয় আর এসি কে যেতে দেয়”
ক্যাপাসিটর এর গঠন :
ক্যাপাসিটর তৈরি হয় দুটি ইলেকট্রোড বা কন্ডাকটরের সমন্বয়ে যা ইনসুলেটর বা ডাই ইলেকট্রিক দিয়ে আলাদা করা থাকে। প্রয়োজন মত পেপার, প্লাস্টিক, মাইকা, সিরামিক, গ্লাস, ভ্যাকুয়াম বা এই রকম বৈশিষ্টের অন্যকিছু দিয়ে ডাই ইলেকট্রিক তৈরি করা হয়।
ক্যাপাসিটরের ক্ষমতাঃ
ক্যাপাসিটরের ক্ষমতাকে ফ্যারাড এ প্রকাশ করা হয়। এক ফ্যারাড অনেক বড়, প্রায় 6,280,000,000,000,000,000 ইলেকট্রনের সমান। তাই ব্যাবহারীক ক্ষেত্রে মাইক্রো ফ্যারাড (uF) এবং পিকো ফ্যারাড (pF) ব্যাবহার করা হয়। এক মাইক্রো ফ্যারাড সমান 0.000,001 ফ্যারাড এবং এক পিকো ফ্যারাড সমান 0.000,000,000,001 ফ্যারাড।
ক্যাপাসিটরের প্লেট গুলোর মাঝে যখন পটেনশিয়াল পার্থক্য থাকে তখন ক্যাপাসিটরটি চার্জড এবং যখন পটেনশিয়াল পার্থক্য থাকে না তখন ডিসচার্জড।
ক্যাপাসিট্যান্স = C
চার্জ = Q
পটেনশিয়াল ডিফারেন্স বা ভোল্টেজ = V
হলে, C = Q / V

ক্যাপাসিটরের প্রকারভেদঃ
• ১. ফিক্সড ক্যাপাসিটর (Fixed Capacitor)
o ১.১ পেপার ক্যাপাসিটর (Paper Capacitor)
o ১.২ প্লাস্টিক ফিল্ম ক্যাপাসিটর (Plastic Film Capacitor)
o ১.৩ পলি কার্বনেট ক্যাপাসিটর (Poly Carbonate Capacitor)
o ১.৪ মাইকা ক্যাপাসিটর (Mica Capacitor)
o ১.৫ সিরামিক ক্যাপাসিটর (Ceramic Capacitor)
o ১.৬ পলিয়েস্টার ক্যাপাসিটর (Polyester Capacitor)
o ১.৭ স্ট্রিলোফ্লেক্স ক্যাপাসিটর (Striloflex Capacitor)
o ১.৮ ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর (Electrolytic Capacitor)
o ১.৯ ট্যানটেলাম ক্যাপাসিটর (Tantalum Capacitor)
• ২. ভ্যারিয়েবল ক্যাপাসিটর (Variable Capacitor)
o ২.১ ট্রিমার ভ্যারিয়েবল ক্যাপাসিটর (Trimmer Variable Capacitor)
o ২.২ প্যাডার ভ্যারিয়েবল ক্যাপাসিটর (Padder Variable Capacitor)
o ২.৩ গ্যাং ভ্যারিয়েবল ক্যাপাসিটর (Gang Variable Capacitor)
পোলারিটি অনুসারেঃ
• ১. পোলারাইজড ক্যাপাসিটর (Polarized Capacitor)
• ২. নন-পোলারাইজড ক্যাপাসিটর (Non-Polarized Capacitor)
নন পোলারাইজড ফিক্সড ক্যাপাসিটর (Non Polarized Fixed Capacitor):
নন পোলারাইজড ক্যাপাসিটরের কোন পোলারিটি নেই, তাই সার্কিটে এটি পজেটিভ বা নেগেটিভ যেকোন ডিরেকশনে কানেক্ট করা যায়।

পোলারাইজড ফিক্সড ক্যাপাসিটর (Polarized Fixed Capacitor):
পোলারাইজড ক্যাপাসিটর সার্কিটে নেগেটিভ এবং পজেটিভ ডিরেকশন অনুসারে সংযোগ করতে হয়।

ভরিয়েবল ক্যাপাসিটর (Variable Capacitor):
ভরিয়েবল ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স পরিবর্তন করা যায়। এগুলো সাধারণত এক বা একাধিক মুভিং প্লেটের সমন্বয়ে তৈরি করা হয়। প্লেটের অবস্থান পরিবর্তন করে ক্যাপাসিট্যান্স পরিবর্তন করা যায়। এই ক্যাপাসিটর রেডিও টিউনে ব্যাবহার করা হয়।
কোনো সার্কিটে কত ভোল্টের ক্যাপাসিটর ব্যবহার করবো:
ক্ষেত্র বিশেষে এমন হয় যে সার্কিট ডায়াগ্রামে ক্যাপাসিটরের মান দেয়া থাকলেও সেটির ভোল্ট উল্লেখ থাকে না। সেক্ষেত্রে সার্কিটের সাপ্লাই ভোল্টেজের মান কে স্থির ধরে নিয়ে ক্যাপাসিটরের ভোল্ট নির্ণয় করতে হয়। খেয়াল রাখতে হবে যেন ক্যাপাসিটরের ভোল্ট সাপ্লাই ভোল্ট থেকে বেশী থাকে। নয়ত সার্কিট কাজ না করবার সমূহ সম্ভবনা আছে।
ব্যবহার :
★ চার্জ স্টোরিং এর ক্ষেত্রে।
★ DC কারেন্ট ব্লকিং এর মাধ্যমে AC কারেন্ট পরিবহনের ক্ষেত্রে।
★ Power factor এর মান বাড়াতে।
★Single phase motor গুলোকে চালু করতে।
★ Current rectify করার সময় smooth output দিতে পারে (Current Filter করতে সক্ষম)
★ By-pass capacitor হিসেবে কাজে লাগানো যায় যার মাধ্যমে সার্কিটের নির্দিষ্ট কোনো স্থানে সময়মত current প্রবাহ নিয়ন্ত্রণ করা সম্ভব।

ক্যাপাসিটর ব্যাংক:
বিদ্যুৎ বিতরণ লাইনের পাওয়ার ফ্যাক্টরের মান কাঙ্খিত মানে (০.৯৫ এর উপরে) রাখতে বিতরণ কোম্পানিগুলো লাইনের সাথে ক্যাপাসিটর ব্যাংক ব্যবহার করে। আবার, ১১ কেভি গ্রাহকের আঙিনায় স্থাপিত বৈদ্যুতিক উপকেন্দ্রে এবং ০.৪১৫ কেভি শিল্প গ্রাহকের (যাদের লোড ২০ কি: ও: এর উপরে) স্থাপনায় পিএফআই প্লান্ট লাইনের সাথে সংযুক্ত করা হয়। ফলে পাওয়ার ফ্যাক্টরের মান উন্নত হয়।
**** ⬇️
তিনটি ক্যাপাসিটর স্টারে অথবা ডেল্টাতে সংযোগ করে একটি ক্যাপাসিটর ব্যাংক তৈরি করা হয়। ডেল্টা সংযোগ বহুল জনপ্রিয়।
কারণ, Impedance in Delta=3×impedence in star
একই মানের তিনটি ক্যাপাসিটর ডেল্টাতে সংযোগ করলে স্টারের তুলনায় তিনগুন ইম্পিডেন্স পাওয়া যায়। ইম্পিডেন্স বেশি মানে Capacitive Reactance ও বেশি।
আমরা জানি, Xc= 1/2πfC
ক্যাপাসিটিভ রিয়াকট্যান্স বেশি হলে ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স কমে যায়। ফলে ক্যাপাসিটর ক্রয় বাবদ খরচ কমে যায়। অর্থাৎ এটি ইকোনোমিক্যাল।
**** ⬇️
গরমকালে ইন্ডাকটিভ লোড (MW) এর পরিমাণ বেশি থাকায় রিয়াকটিভ পাওয়ার (MVAR) এর পরিমাণ বেড়ে যায়। ফলে লাইনে উপযুক্ত মানের ক্যাপাসিটর চালু রেখে লাইনে MVAR সরবরাহ করা হয়। এতে নিট MVAR কমে যায় এবং পাওয়ার ফ্যাক্টরের মান ইম্প্রুভ হয়।
**** ⬇️
শীতকালে ইন্ডাকটিভ লোডের পরিমাণ কমে যাওয়ায় MVAR কমে যায়। ফলে লাইনের সাথে সংযুক্ত ক্যাপাসিটর ব্যাংকসমূহের কিছু অংশ লাইন হতে বিচ্ছিন্ন করতে হয়। বিচ্ছিন্ন করা না হলে লাইনের ভোল্টেজ বেড়ে যায়। গ্রাহক প্রান্তে বৈদ্যুতিক যন্ত্রপাতি নষ্ট হয়। গ্রাহক অভিযোগ বেড়ে যায়।

No comments:

Post a Comment

Thanks for your comment.

Besic Acknowledge in Electrical

২৫। ১ কিলোগ্রাম কাকে বলে? উত্তর : ফ্রান্সের স্যাভ্রেতে ইন্টারন্যাশনাল ওয়েটস অ্যান্ড মেজারসে রক্ষিত প্লাটিনাম ইরিডিয়াম সংকর ধাতুর তৈরি একটি স...