সক্রিয় বিবর্ধক বা অপারেশনাল অ্যামপ্লিফায়ার বা অপ-এম্প (ইংরেজি: Operational amplifier) একটি উচ্চ গেইন সম্পন্ন ডাইরেক্ট কাপল্ড ঋনাত্বক ফিডব্যাক অ্যামপ্লিফায়ার।
একে লিনিয়ার ও নন লিনিয়ার অপারেশনে ব্যবহার করা হয়। বর্তমানে ইন্টিগ্রেটেড সার্কিট আকারে তৈরি হয়ে থাকে।
এটি একধরনের সমন্বিত বর্তনী বা ইন্টিগ্রেটেড সার্কিট।
অপারেশনাল অ্যামপ্লিফায়ার কে সাধারণত নিম্নোক্ত ক্ষেত্রে ব্যবহার করা হয়ঃ
১)স্কেল পরিবর্তন
২)এনালগ কম্পিউটার অপারেশন
৩)ইনুস্ট্রুমেন্টেশন ও কন্ট্রোল সিস্টেম এবং বিভিন্ন প্রকার ফেজ শিফট
অসিলেটর সার্কিটে।
২)এনালগ কম্পিউটার অপারেশন
৩)ইনুস্ট্রুমেন্টেশন ও কন্ট্রোল সিস্টেম এবং বিভিন্ন প্রকার ফেজ শিফট
অসিলেটর সার্কিটে।
অপারেশনাল অ্যামপ্লিফাইয়ারের বৈশিষ্ট্যঃ
১)আদর্শ অপ-এম্প
২)অসীম ভোল্টেজ গেইন
৩) ইনপুট রেজিস্টেন্স
৪)
শূন্য আউটপুট রেজিস্টেন্স
শূন্য আউটপুট রেজিস্টেন্স
যখন ইনপুট শূন্য তখন শূন্য আউটপুট ভোল্টেজ।
৫) অসীম CMRR(Common Mode Rejetion Ratio)
No comments:
Post a Comment
Thanks for your comment.