Monday, December 28, 2020

Factory Machine

#প্রশ্ন: ফ্যাক্টরিতে মেশিন অপারেশনের জন্য কয় ধরনের সুইচ ব্যবহার করা হয় কিকি।

#উওর :ফ্যাক্টরিতে মেশিন অপারেশনের জন্য তিন ধরনের সুইচ ব্যবহার করা হয়।
১. ম্যানুয়ালি সুইচ
২. ইলেকট্রোম্যাকানিক্যাল সুইচ
৩. ইলেকট্রনিক্স সুইচ
৪. সেন্সরের দ্বারা সুইচ

#প্রশ্ন: ফ্যাক্টরিতে মেশিনে ম্যানুয়ালি সুইচ কি?

#উওর : যে সুইচ ফ্যাক্টরিতে মেশিন কে অপারেটর করার জন্য ম্যানুয়ালি ব্যাবহার করা হয় তাকে ম্যানুয়ালি সুইচ বলে।যেমন পুশবাটন সুইচ সিলেকটর সুইচ লিমিট সুইচ।

#প্রশ্ন: ফ্যাক্টরিতে মেশিনে ইলেকট্রোম্যাকানিক্যাল সুইচ কি।

#উওর: ফ্যাক্টরিতে মেশিনে যে সুইচ ইলেকট্রিক্যাল হাই সিগনাল পেয়ে চোম্বকীয় ভাবে বাসবর পিন মুভ করে যে সুইচিং হয় তাকে ইলেকট্রোম্যাকানিক্যাল সুইচ বলে।যেমন রিলের মাধ্যমে সুইচিং ম্যাগনেটিক কন্ডাকটেরের অক্সিলিরি কন্টাকের মাধামে সুইচিং।মুভিংপিন থাকায় আফ ডাউন করতে করতে পিন সহজে অকেজো হয়। ইলেকট্রনিক্স সুইচের মতো দ্রুত সময়ে ইলেকট্রোম্যাকানিক্যাল সুইচ সুইচিং করতে পারেনা।

#প্রশ্ন: ফ্যাক্টরিতে মেশিনে ইলেকট্রনিক্স সুইচিং কি।

#উওর: ফাক্টরিতে মেশিনে যে সুইচ ইলেকট্রিক্যাল হাই সিগনাল পেয়ে ইলেকট্রনিক্স ইকুয়েমেন্ট মাধামে যে সুইচিং হয় তাকে ইলেকট্রনিক্স সুইচিং বলে। যেমন পিএলসি আউটপুট ট্রানজিষ্টর টাইপ হলে ট্রানজিষ্টর বায়াসিংমাধামে সুইচিং হয়। ট্রানজিষ্টর দ্বারা সুইচিংখুবই দ্রুত করা য়ায়। ইলেকট্রনিক্স সুইচিং কোন ধরনের মুভিং পিন না থাকয় সহজে অকেজো হয় না।

#প্রশ্ন: ফ্যাক্টরিতে মেশিনে সাধারনত ম্যানুয়ালি সুইচ কয় ধরনের ব্যবহার হয় কিকি।

#উওর : ফ্যাক্টরিতে মেশিনে সাধারনত তিন ধরনের ম্যানুয়ালি সুইচ ব্যবহার হয়।
১. পুশবাটন সুইচ
২. সিলেক্টর সুইচ
৩. লিমিট সুইচ

#প্রশ্ন: ফ্যাক্টরিতে মেশিনে পুশবাটন সুইচ কাকে বলে।

#উওর : ফ্যাক্টরিতে মেশিনের যে সুইচ ম্যানুয়ালি হাত দ্বারা পুশ করে সুইচিং করা হয় এবং পুশ ছেরে দিলে স্পিংমাধ্যমে আগের অবস্তায় ফিরে আসে তাকে পুশবাটন সুইচ বলে।যেমন অন সুইচ পুশবাটন 

#প্রশ্ন: ফ্যাক্টরিতে মেশিনের পুশবাটন সুইচে কয়টি পিন থাকে কি কি।

#উওর: ফ্যাক্টরিতে মেশিনে পুশবাটন সুইচে চারটি পিন থাকে দুইটি পিন NC দুইটি পিন NO.

#প্রশ্ন: ফ্যাক্টরিতে মেশিন পুশবাটন সুইচ কি কি হিসেবে ব্যাবহার হয়।

#উওর: ফ্যাক্টরিতে মেশিনে সাধারনত পুশবাটন সুইচ। 
১.অন সুইচ হিসেবে ব্যাবহার হয় 
২. অফ সুইচ হিসেবে ব্যাবহার হয়
৩. ইমারজেন্সি সুইচ হিসাবে ব্যাবহার হয়

#প্রশ্ন: ফ্যাক্টরিতে মেশিনেকে অন করার জন্য পুশবাটন সুইচের কোন দুইটি পিন ব্যাবহারকরা হয়। 

#উওর :ফ্যাক্টরিতে মেশিনকে অন করার জন্য NO দুইটি পিন ব্যাবহার করা হয়।

#প্রশ্ন : ফ্যাক্টরিতে মেশিনে পুশবাটন সুইচকে অন সুইচ হিসেবে ব্যাবহার করলে কন্টোল সার্কিটকে ল্যাচিং করা হয় কেন। 

#উওর : কারন পুশবাটন সুইচ পুশ করে ছেরে দিলে আগের অবস্তায় ফিরে আসে তখন কন্টোল সার্কিট আর পাওয়ার থাকে না তাই পাওয়ারকে হোল্ডিং করে ধরে রাখার জন্য ল্যাচিং করা হয়।

#প্রশ্ন: ফ্যাক্টরিতে মেশিনে পুশবাটন অন সুইচ কোন কালারের হয়।

#উওর : ফ্যাক্টরিতে মেশিনে পুশবাটন অন সুইচের কালার সবুজ হয়।

#প্রশ্ন: ফ্যাক্টরিতে মেশিনে পুশবাটন অফ সুইচের পুশবাটন ইমারজেন্সি সুইচের কোন দুটি পিন ব্যাবহার করা হয়।

#উওর: ফ্যাক্টরিতে মেশিনে পুশবাটন অফ সুইচের ইমারজেন্সি পুশবাটন সুইচের NC দুইটির পিন ব্যাবগার করা হয়।

#প্রশ্ন: ফ্যাক্টরিতে মেশিনে কি কারনে পুশবাটন অন সুইচের পুশবাটন ইমারজেন্সি সুইচের NC দুইটি পিন ব্যাবহার করা হয়।

#উওর : পুশবাটন সুইচে পুশকরা হলে NC হয় NO তখন আর কন্টোল সার্কিট পাওয়ার থাকে না মেশিন বন্দ হয়ে যায়।

#প্রশ্ন: ফ্যাক্টরিতে মেশিনে অফ সুইচের ইমারজেন্সি সুইচের কালার কেমন হয়।

#উওর: ফ্যাক্টরিতে মেশিনে অফ সুইচের ইমারজেন্সি সুইচের কালার লাল হয়।

#প্রশ্ন: ফ্যাক্টরিতে মেশিনে সব ধরনের সুইচ সার্কিটের সাথে কিভাবে কানেকশন থাকে।

#উওর : ফ্যাক্টরিতে মেসিনে সব ধরনের সুইচ সিরিজে কানেকশন থাকে। কখনো প্যারালালে কানেকশন হয় না।

#ফ্যাক্টরিতে মেশিনে ভুলবসত সুইচ কে প্যারালালে কানেকশন করলে এসি সার্কিট হলে ফেজ নিউটাল একএ হয়ে যাবে ডিসি সার্কিট হলে পজেটিব নেগেটিভ একএ হয়ে যাবে যার ফলে সার্কিট সট হয়ে যাবে।

#প্রশ্ন: ফ্যাক্টরিতে মেশিনে সিলেক্টর সুইচ কাকে বলে।

#উওর : ফ্যক্টরিতে মেশিনে সুইচের গায়ে লিখাদেখ ম্যানুয়ালি সুইচের বাটন গুরিয়ে সুইচের পজিশন সিলেকশন করলে যে সুইচিং হয় তাকে সিলেক্টর সুইচ বলে।

#প্রশ্ন: ফ্যাক্টরিতে মেশিনে সিলেক্টর সুইচ কয়টি পিন থাকে।

#উওর: ফ্যাক্টরিতে মেলিনে সিলেক্টর সুইচে তিনটি পিন থাকে একটি পিন কমন NO একটি NC একটি।

#প্রশ্ন: ফ্যাক্টরিতে মেশিনে সিলেক্টর সুইচ কে অন সুইচ হিসেবে ব্যাবহার করলে সার্কিটকে ল্যাচিং করার দর কার হয়না কেন।

#উওর: কারন সিলেক্টর সুইচ যে পজিশনে রাখাহয় ঠিক এই পজিশনে থাকে কোন পরির্তন হয় না পুশবাটন সুইচের মতো।সিলেক্টর সুইচের সাথে কানেকশন সার্কিটকে অফ বা অন করার জন্য আলাদা কোন সুইচের দরকার হয় না।

#প্রশ্ন: ফ্যাক্টরিতে মেশিনে সেন্সর দ্বারা কিভাবে সুইচিং করা হয়।

#উওর : ফ্যাক্টরিতে মেশিনকে অপারেট করার জন্য কোন নির্দষ্ট স্থানে ম্যাকানিক্যাল ডিভাইস বা প্রডাকশন পন্য উপস্থিত এর মাধামে যে সুইচিং করা হয় তাকে সেন্সের সুইচিং বলে। যেমন ফটোইলেকট্রিক সেন্সর 100 pt সেন্সর।

#প্রশ্ন: ফ্যাক্টরিতে মেশিনে সেন্সর দ্বারা সুইচিং কে কয় ভাগে করা য়ায় কিকি।

#উওর: ফ্যাক্টরিতে মেশিনে সেন্সর দ্বারা সুইচিং কে দুই ভাগে ভাগ করা যায়।
১.এ্যনালগ সেন্সর সুইচিং
২. ডিজিটাল সেন্সর সুইচিং

#প্রশ্ন: ফ্যাক্টরিতে মেশিনে সেন্সের এ্যনালগ সুইচিং কি।

#উওর: যে সেন্সর সুইচিং কোন গ্যনিতিক সংখার উপর নয় ডিজিটাল মানে অর্থাৎ সরাসরি 0 বা 1 এর উপর নির্ভর করে সুইচিং হয় তাকে সেন্সরে ডিজিটাল সুইচ বলে। যেমন সব ধরনের ডিজিটাল সেন্সর দ্বারা সুইচিং উদাহরন প্রকজিমিটিসেন্সর দ্বার সুইচিং মেটাল সেন্সর দ্বারা সুইচিং।

No comments:

Post a Comment

Thanks for your comment.

Besic Acknowledge in Electrical

২৫। ১ কিলোগ্রাম কাকে বলে? উত্তর : ফ্রান্সের স্যাভ্রেতে ইন্টারন্যাশনাল ওয়েটস অ্যান্ড মেজারসে রক্ষিত প্লাটিনাম ইরিডিয়াম সংকর ধাতুর তৈরি একটি স...