যখন দুটি কন্ডাকটর এর Spacing ব্যাসের তুলনায় বেশি অবস্থায় রেখে তাদের আড়াআড়ি AC Voltage প্রয়োগ করে ধিরে ধিরে বাড়ানো হয় তখন এমন একটি বিশেষ পর্যায় যাকে ক্রিটিক্যাল ডিসপারটিভ ভোল্টেজ (critical disruptive voltage) বলা হয় এবং এ পর্যায়ে কন্ডাকটর এর চার পাশে বাতাস ইলেক্ট্রোস্ট্যাটিক Stress আয়নিত হয় এবং বাতাসের ইন্সুলেশন ষ্ট্রেংথ (ইন্সুলেশনের ক্ষমতা) ভেঙ্গে পড়ে। এই অবস্থায় কন্ডাকটর এর চার পাশে জিম জিম শব্দ সহকারে যে হালকা অনুজ্জল বেগুনি রশ্মি দেখা যায় এবং ওজন গ্যাসের সৃষ্টি হয় উহাই করোনা নামে পরিচিত ।
#প্রশ্নঃ করোনা কি কি বিষয়ের উপর নির্ভরশীল?
উত্তরঃ
ক) কন্ডাকটরের আশে পাশের বায়ুমন্ডল(Atmosphere)
খ) কন্ডাকটরের সাইজ/আকার (Conductor size)
ঘ) লাইন ভোল্টেজ (Line voltage)
No comments:
Post a Comment
Thanks for your comment.