Sunday, July 14, 2019

Megar (মেগার) কি?

◆মেগার কি?
◆মেগার কেন ব্যবহার করা হয়?
◆মেগার ব্যবহার এর জায়গা সমূহ।
★মেগার এমন একটি যন্ত্র যার সাহায্যে বৈদ্যুতিক বর্তনী, মেশিন, ট্রান্সফর্মার ইত্যাদির ইন্সুলেশন রেজিস্ট্যান্স পরিমাপ করা হয়। মেগারকে একটি হস্ত চালিত জেনারেটর বলা হয় যা 1889 সাল হতে ব্যবহার হয়ে আসছে। তবে 1920 সালের পর থেকে এর ব্যবহার ও জনপ্রিয়তা বৃদ্ধি পেতে থাকে।
এরই ধারাবাহিতায় বর্তমানে অনেক আধুনিক অপশনসহ বিভিন্ন সংস্করণের মেগার বাজারজাত হচ্ছে যা এর প্রয়োগ এবং ব্যবহারকে আরও সহজ করে তুলেছে।
◆মেগার কেন ব্যবহার করা হয়?
★মেগার একটি বহনযোগ্য রেজিস্ট্যান্স মাপার যন্ত্র বিশেষ যা ইলেকট্রিক্যাল কাজে ব্যবহৃত বিভিন্ন ইনসুলেটরের রেজিসট্যান্স পরিমাপ করার জন্য ব্যবহার করার হয়। আদ্রতা, তাপ, চাপ এবং ধুলোবালির প্রভাবে বিভিন্ন ইলেকট্রিক ইকুইপমেন্টের ইন্সুলেশন ক্ষতিগ্রস্ত হতে থাকে । তাই বড় ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য নিয়মিত ইন্সুলেশন পরিমাপ করতে মেগার ব্যবহৃত হয়।
◆ব্যবহারের ওপর ভিত্তি করেই মেগারকে দুই ভাগে ভাগ করা যায়।
১। ইলেকট্রনিক মেগর।
ইলেকট্রনিক মেগার একটি ব্যাটারী চালিত ডিজিটাল ডিসপ্লে সমন্বয়ে গঠিত হয়ে থাকে। এছাড়া ইন্সুলেশন পরিমাপের জন্য দুটি নব বা লিড থাকে থাকে। আর একটি সিলেকশন সুইটস থাকতে পারে যার সাহায্যে রেঞ্জ সিলেক্ট করা যায়। অনেক আধুনিক মেগার আছে যা অটো সিলেক্ট হিসেবে কাজ করে। তাই সেগুলোতে সিলেকশনের জন্য আলাদা কোন সুইচ থাকে না।
২। ম্যানুয়াল মেগার
এই যন্ত্রে একটি ডিসি জেনারেটর ও একটি ওহম মিটার থাকে। ডিসি জেনারেটর সাধারণত হস্তচালিত হয়ে থাকে আর এর জন্য প্রয়োজনীয় মেকানিজম এর ব্যবস্থা থাকে। এছাড়া একটি ক্লাচের ব্যবস্থা থাকে যাতে হস্ত চালিত জেনারেটরটি নির্দিষ্ট টেস্টিং কারেন্ট উৎপাদন করতে পারে। বিভিন্ন রেঞ্জ সিলেট করার জন্য একটি সিলেক্টর সুইচ থাকে এবং ইনসুলেশন পরিমাপ করার জন্য দুটি নব বা লিড থাকে।
◆ আর্থ টেস্টিং মেগার
★আর্থ টেস্টার একটি পরিমাপক যন্ত্র যার সাহায্যে বৈদ্যুতিক আর্থিং রেজিস্ট্যান্স এর মান পরিমাপ করা হয় গঠনের দিক দিয়ে এটি অনেকটা ইনসুলেশন টেস্টিং মেগার এর মত আর্থিং রেজিস্ট্যান্স পরিমাপ করায় আর্থ টেস্টার এর কাজ আর্থ টেস্টার এর সাহায্যে আর্থ ইলেকট্রোড এর রেজিস্ট্যান্স মাপা হয়।
◆ মেগার এর ব্যবহার
১| বৈদ্যুতিক বর্তনী, মেশিন, ট্রান্সফরমারের ইন্সুলেশন রেজিস্ট্যান্স পরিমাপ
২|তার এবং ক্যাবলের নিরবিচ্ছিন্নতা পরীক্ষা ও তারের ইন্সুলেশন রেজিস্ট্যান্স পরিমাপ করা হয়।

No comments:

Post a Comment

Thanks for your comment.

Besic Acknowledge in Electrical

২৫। ১ কিলোগ্রাম কাকে বলে? উত্তর : ফ্রান্সের স্যাভ্রেতে ইন্টারন্যাশনাল ওয়েটস অ্যান্ড মেজারসে রক্ষিত প্লাটিনাম ইরিডিয়াম সংকর ধাতুর তৈরি একটি স...