প্রশ্নঃ- Fluorescent ল্যাম্প সাধারনত কত ধরনের হয়ে থাকে ?
উত্তরঃ- দুই ধরনের হয়ে থাকে
১. দুই ফুটের ল্যাম্প
২. চার ফুটের ল্যাম্প
প্রশ্নঃ- Fluorescent ল্যাম্প সেট এর কয়টি অংশ কি কি?
উত্তরঃ Fluorescent ল্যাম্প সেট এর পাঁচটি অংশ
১. টিউব
২. চোক কয়েল / ব্যালেস্ট ।
৩. ষ্টাটার।
৪. হোল্ডার এবং
৫. ফ্রেম ।
প্রশ্নঃ- দুই ফুটের ল্যাম্প এবং চার ফুটের Fluorescent ল্যাম্প কত ওয়াটের হয়ে থাকে ?
উত্তরঃ দুই ফুটের ল্যাম্প ২০ ওয়াট এবং চার ফুটের ল্যাম্প ৪০ ওয়াট।
প্রশ্নঃ- Fluorescent ল্যাম্প এর ষ্টাটার কেন ব্যবহার করা হয়?
উত্তরঃ ল্যাম্প এর ফিলামেন্টের মধ্য দিয়ে প্রাথমিক কারেন্ট প্রবাহিত করার জন্য ।
প্রশ্নঃ- Fluorescent ল্যাম্প এ চোক কয়েল / ব্যালেস্ট কেন ব্যবহার করা হয়, একটি কারণ বলুন ?
উত্তরঃ ষ্টাটার এর (বায়োমেটালিক কন্টাক্ট বন্ধ অবস্থায়) মধ্য দিয়ে কারেন্ট প্রবাহের সীমা সঠিক রাখার জন্য।
প্রশ্নঃ- একটি Fluorescent ল্যাম্প এর মধ্যে কয়টি ফিলারমেন্টের থাকে?
উত্তরঃ দুই প্রান্তে দুটি।
প্রশ্নঃ- Fluorescent ল্যাম্প এর টিউবের মধ্যে কি গ্যাস থাকে?
উত্তরঃ নিষ্ক্রিয় গ্যাস ব্যবহার করা হয় । যেমন:- অরগন গ্যাস ।
প্রশ্নঃ- Fluorescent ল্যাম্প ষ্টাটার এর মধ্যে কি গ্যাস থাকে?
উত্তরঃ নিয়ন গ্যাস।
No comments:
Post a Comment
Thanks for your comment.