০১। RTD কি?
RTD হল Resistive Temperature Detector। Wheatstone Bridge সার্কিট এর সাহায্যে কাজ করে। তাপমাত্রা বাড়লে রেজিস্টেন্স ও বারে। তাপমাত্রা কমলে রেজিস্টেন্স ও কমে যায়।
০২। ইন্ডাস্ট্রিতে তাপমাত্রা পরিমাপ করার জন্য RTD ব্যবহার করা হয়। RTD কি?
ইন্ডাস্ট্রিতে তাপমাত্রা পরিমাপ করার প্রয়োজন হয় অনেক। তাপমাত্রা বেশি হলে সমস্যা আবার কম হলেও সমস্যা । তাই এটাকে কন্ট্রোল রাখাটা খুবই দরকার। যা দিয়া মাপা হয় তার নাম RTD.
০৩। RTD এর একটি মডেল PT-100 কি?
PT-100 মানে হল এই মডেলের ০ ডিগ্রি তাপমাত্রায় এর রেজিস্টেন্স এর মান থাকে ১০০ Ohm। আর এটা প্লাটিনাম দিয়া তৈরি।
০৪। কিভাবে RTD এর Resistance মেপে তাপমাত্রা বের করা যায়?
আমরা মাল্টিমিটার দিয়া রেজিস্টেন্স মেপে ১০০ বিয়োগ করতে হবে। বিয়োগ ফলকে ০.৩৮ দিয়া ভাগ করতে হবে। তারপর যা পাওয়া যাবে তাই হবে সেন্টিগ্রেডে তাপমাত্রার মান। সমীকরণ = (Rt-100)/0.38 সেন্টিগ্রেড। যদি মেপে রেজিস্টেন্স এর মান পাই ১১০। তাহলে কাল্কুলেশন হবে (১১০-১০০)/০.৩৮৫=২৬ ডিগ্রি সেন্টিগ্রেড।
No comments:
Post a Comment
Thanks for your comment.