প্রশ্নঃ ক্যাবলের R.E মানে কি বোঝায়?
উওরঃ RE= Round conductor Single Wire or Stranded Wire.
(re means solid conductor ( 1 wire )
(re means solid conductor ( 1 wire )
প্রশ্নঃ ক্যাবলের R.M মানে কি বোঝায়?
উওরঃ RM= Round Conductor Multi Wire or Stranded Wire.
rm means stranded conductor ( usually 7 wires )
rm means stranded conductor ( usually 7 wires )
প্রশ্নঃ ক্যাবলের S.M মানে কি বোঝায়?
উওরঃ SM=SECTORIAL CONDUCTOR
প্রশ্নঃ ক্যাবলে সাইজ বা এর কভারের লেখা দিয়া কি বুঝায়?
উত্তরঃ তারের সাইজ না জানা থাকলে ইলেকট্রিক্যালের কাজ করা বিপজ্জনক । এর জন্য ইলেকট্রিক কাজের ব্যাঘাত ঘটতে পারে। তারের সাইজ (S.W.G মানে স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ) গেজ নম্বরের সাহায্যে প্রকাশ করা হয়। যেমনঃ ৩/২২”, ৭/২২”। 1x3x.029 এর মানে হল ১ কোর ৩ খেই বিশিষ্ট প্রতিটি খেইয়ের ডায়ামিটার 0.029। অনুরুপ ভাবে 1x1/1.80 মিমি বলতে বোঝায় ১ কোর ১ খেই বিশিষ্ট প্রতি খেইয়ের ডায়ামিটার 1.80 মিমি। বাড়িঘর তারের সাইজ হল ১ বর্গ মিলিমিটার, ১.৫ বর্গ মিলিমিটার, ২.৫ বর্গ মিলিমিটার, ৪ বর্গ মিলিমিটার এবং SWG no ৩/২২, ৩/২০, ৭/১৮, ৭/২০, ৭/২২ ইত্যাদি।
প্রশ্নঃ তার ও ক্যাবলের কোড গুলোর মানে কি?
উত্তরঃ তারের গায়ের re বলতে বুঝায় সিঙ্গেল নিরেট তার যার প্রস্তছেদ গোলাকার আকৃতি। RM বলতে বুঝায় বহু খেই বিশিষ্ট তার যার প্রস্তছেদ গোলাকার আকৃতি। SM বলতে বুঝায় বহু খেই বিশিষ্ট তার যার প্রস্তছেদ সেক্টর আকৃতি।
Code No Meaning:
NYA বলতে বুঝায় পিভিসি ইন্সুলেশনযুক্ত সিঙ্গেল কোর ক্যাবল।
NYIFY বলতে বুঝায় পিভিসি ইন্সুলেশনযুক্ত সিঙ্গেল এবং পিভিসি শীথেডযুক্ত চেপ্টা ক্যাবল।
NYMT বলতে বুঝায় পিভিসি ইন্সুলেশনযুক্ত এবং পিভিসি শীথেডযুক্ত ক্যাবল যার মধ্যে স্টীল তারের সাপটিং থাকে।
NYY বলতে বুঝায় পিভিসি ইন্সুলেশনযুক্ত এবং পিভিসি শীথেডযুক্ত ক্যাবল ।
BYA বলতে বুঝায় পিভিসি ইন্সুলেশনযুক্ত এবং নন শীথেডযুক্ত সিঙ্গেল কোর ক্যাবল।
BYFY বলতে বুঝায় পিভিসি ইন্সুলেশনযুক্ত এবং পিভিসি শীথেডযুক্ত চেপ্টা ক্যাবল।
IYAL বলতে বুঝায় পিভিসি ইন্সুলেশনযুক্ত নন শীথেড সিঙ্গেল কোর ক্যাবল।
IYYL বলতে বুঝায় পিভিসি ইন্সুলেশনযুক্ত এবং পিভিসি সিঙ্গেল কোর ক্যাবল।
IYFL বলতে বুঝায় পিভিসি ইন্সুলেশনযুক্ত এবং পিভিসি শীথেডযুক্ত চেপ্টা ক্যাবল।
NYA বলতে বুঝায় পিভিসি ইন্সুলেশনযুক্ত সিঙ্গেল কোর ক্যাবল।
NYIFY বলতে বুঝায় পিভিসি ইন্সুলেশনযুক্ত সিঙ্গেল এবং পিভিসি শীথেডযুক্ত চেপ্টা ক্যাবল।
NYMT বলতে বুঝায় পিভিসি ইন্সুলেশনযুক্ত এবং পিভিসি শীথেডযুক্ত ক্যাবল যার মধ্যে স্টীল তারের সাপটিং থাকে।
NYY বলতে বুঝায় পিভিসি ইন্সুলেশনযুক্ত এবং পিভিসি শীথেডযুক্ত ক্যাবল ।
BYA বলতে বুঝায় পিভিসি ইন্সুলেশনযুক্ত এবং নন শীথেডযুক্ত সিঙ্গেল কোর ক্যাবল।
BYFY বলতে বুঝায় পিভিসি ইন্সুলেশনযুক্ত এবং পিভিসি শীথেডযুক্ত চেপ্টা ক্যাবল।
IYAL বলতে বুঝায় পিভিসি ইন্সুলেশনযুক্ত নন শীথেড সিঙ্গেল কোর ক্যাবল।
IYYL বলতে বুঝায় পিভিসি ইন্সুলেশনযুক্ত এবং পিভিসি সিঙ্গেল কোর ক্যাবল।
IYFL বলতে বুঝায় পিভিসি ইন্সুলেশনযুক্ত এবং পিভিসি শীথেডযুক্ত চেপ্টা ক্যাবল।
*VDE=জার্মান ইলেকট্রিক পৌকশল জোট।
*N= জার্মান ইলেকট্রিক পৌকশল জোট।
* B= ব্রিটিশ স্ট্যান্ডার্ড অনুসার এ।
* I= BS 2004 :1961 অনুসারে ।
* Y=pvc ভিত্তিক অনুসারে ।
* A= এক কোর বিশিষ্ট তার।
*M=শক্ত আবরণ বিশিষ্ট তার।
*F= চ্যাপ্টা ক্যাবল।
*R= গ্যালভানাইজেড স্টীলের চ্যাপ্টা তার যা ধাতু দিয়ে আবরন করা থাকে।
*N= জার্মান ইলেকট্রিক পৌকশল জোট।
* B= ব্রিটিশ স্ট্যান্ডার্ড অনুসার এ।
* I= BS 2004 :1961 অনুসারে ।
* Y=pvc ভিত্তিক অনুসারে ।
* A= এক কোর বিশিষ্ট তার।
*M=শক্ত আবরণ বিশিষ্ট তার।
*F= চ্যাপ্টা ক্যাবল।
*R= গ্যালভানাইজেড স্টীলের চ্যাপ্টা তার যা ধাতু দিয়ে আবরন করা থাকে।
*GB= প্যাচানো গ্যালভানাইজেড করা স্টীলের টেপ।
*re একক পরিবাহী বিশিষ্ট গোলাকার তার।
*Rm.n=একাধিক তারের সমন্বয়ে গোলাকার তার।
*Sm= একাধিক পল্লের চ্যাপ্টা তার( টেলিফোন)
*re একক পরিবাহী বিশিষ্ট গোলাকার তার।
*Rm.n=একাধিক তারের সমন্বয়ে গোলাকার তার।
*Sm= একাধিক পল্লের চ্যাপ্টা তার( টেলিফোন)
BDS : 900/901 BS : 6004:1984 অনুসারে
*BYA PVC. - এক কোর বিশিষ্ট ক্যাবল যা ইন্সুলেশন করা আছে কিন্তু শক্ত আবরণ নেই।
*BYFY - এক কোর এবং এক পল্ল বিশিষ্ট ক্যাবল যা যা ইন্সুলেশন করা আছে কিন্তু শক্ত আবরণ নেই।
*BYFY PVC - ইন্সুলেটেড এবং পিভিসি শেথেড ফ্ল্যাট ক্যাবল।
*NYA PVC - ইন্সুলেশন বিহীন এক কোর তার।
*NYMT PVC - ইন্সুলেশন ও পিভিসি এর শক্ত আবরন সহ চ্যাপ্টা তার।
* NYIFY PVC - ইন্সুলেশন ও পিভিসি এর শক্ত আবরন সহ চ্যাপ্টা তার এবংস্টীল তার দিয়ে আরও শক্তিশালী করা।
*BYFY - এক কোর এবং এক পল্ল বিশিষ্ট ক্যাবল যা যা ইন্সুলেশন করা আছে কিন্তু শক্ত আবরণ নেই।
*BYFY PVC - ইন্সুলেটেড এবং পিভিসি শেথেড ফ্ল্যাট ক্যাবল।
*NYA PVC - ইন্সুলেশন বিহীন এক কোর তার।
*NYMT PVC - ইন্সুলেশন ও পিভিসি এর শক্ত আবরন সহ চ্যাপ্টা তার।
* NYIFY PVC - ইন্সুলেশন ও পিভিসি এর শক্ত আবরন সহ চ্যাপ্টা তার এবংস্টীল তার দিয়ে আরও শক্তিশালী করা।
VDE 0271 অনুসারে
BDS : 900 :1979, BS : 2004 :1961
*IYAL - পিভিসি ইন্সুলেটেড করা কিন্তু শক্ত আবরণ নেই।
* IYYL - ইন্সুলেশন এবং পিভিসি এর শক্ত আবরণ এর এক কোরের তার।
* IYFY - ইন্সুলেশন এবং পিভিসি এর শক্ত আবরণ এর চ্যাপ্টা তার।
* NYY - পিভিসি ইন্সুলেশন যুক্ত এবং পিভিসি শীথেড যুক্ত ক্যাবল।
* IYYL - ইন্সুলেশন এবং পিভিসি এর শক্ত আবরণ এর এক কোরের তার।
* IYFY - ইন্সুলেশন এবং পিভিসি এর শক্ত আবরণ এর চ্যাপ্টা তার।
* NYY - পিভিসি ইন্সুলেশন যুক্ত এবং পিভিসি শীথেড যুক্ত ক্যাবল।
প্রশ্নঃ তার এবং ক্যাবলের মধ্যে পার্থক্য?
উত্তরঃ তার বা অয়ার এবং ক্যাবল এর মধ্যে প্রধান পার্থক্যটা হল তার হল শুধুমাত্র একটি কন্ডাক্টর যেখানে ক্যাবল হল দুই বা ততধিক কন্ডাক্টরের একটি গ্রুপ। তার এবং কেবল শব্দ দুটি প্রায় সমার্থক হলেও তারা প্রকৃতপক্ষে দুটি ভিন্ন বস্তু। এদের পৃথক করে বুঝতে হলে এই কথাটি মনে রাখতে হবে যে, ‘ তার হল ক্যাবলের একটি কম্পোনেন্ট বা অংশ মাত্র। এছাড়াও তার এর ব্যবহারিক ক্ষেত্রও অনেক বিশাল। তার হল সাধারণত এলুমিনিয়াম বা কপারের তৈরি করা এক বা একাধিক স্ট্র্যান্ড দ্বারা তৈরি ইলেক্ট্রিকালি কনডাকটিভ মেটারিয়াল।অন্যদিকে, কেবলে দুই বা ততোধিক ইনস্যুলেটেড কনডাক্টর থাকতে পারে যা বেয়ার বা নগ্ন অথবা কভারড থাকতে পারে। তার এবং ক্যাবলকে বোঝার আর একটি সহজ উপায় হচ্ছে , তার সব সময় দৃশ্যমান থাকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ক্যাবল ইনস্যুলেটেড থাকে।
তার প্রধানত দুই রকমের হয়। সলিড অথবা স্ট্র্যান্ডেড। সলিড তার বা অয়ার হল সাধারণত বড় দৈর্ঘ্যের একটি মাত্র কন্ডাক্টর। অন্যদিকে স্ট্র্যান্ডেড অয়ার হল টুইস্টেড হয়ে থাকা একত্রিত অনেকগুলো চিকন স্ট্র্যান্ড। সলিড অয়ারের রেজিস্টেন্স কম থাকে এবং উচ্চ কম্পাঙ্কে ব্যবহারের জন্য উপযুক্ত। অন্যদিকে স্ট্র্যান্ডেড অয়ার বেশি ফ্লেক্সিবল বা নমনীয় হয় বলে বেশি দিন টেকে। তার প্রধানত ইলেক্ট্রিকাল এবং টেলিকমিউনিকেশন সিগনাল সরবরাহের জন্য ব্যবহৃত হয়। কিন্তু এর আরও অনেক ব্যবহার আছে। যেমন মেকানিকাল লোড ব্যবহার করা, হিটিং, জুয়েলারি, ক্লথিং বা পোশাক ইত্যাদিতেও তার ব্যবহার করা হয়।
তার প্রধানত দুই রকমের হয়। সলিড অথবা স্ট্র্যান্ডেড। সলিড তার বা অয়ার হল সাধারণত বড় দৈর্ঘ্যের একটি মাত্র কন্ডাক্টর। অন্যদিকে স্ট্র্যান্ডেড অয়ার হল টুইস্টেড হয়ে থাকা একত্রিত অনেকগুলো চিকন স্ট্র্যান্ড। সলিড অয়ারের রেজিস্টেন্স কম থাকে এবং উচ্চ কম্পাঙ্কে ব্যবহারের জন্য উপযুক্ত। অন্যদিকে স্ট্র্যান্ডেড অয়ার বেশি ফ্লেক্সিবল বা নমনীয় হয় বলে বেশি দিন টেকে। তার প্রধানত ইলেক্ট্রিকাল এবং টেলিকমিউনিকেশন সিগনাল সরবরাহের জন্য ব্যবহৃত হয়। কিন্তু এর আরও অনেক ব্যবহার আছে। যেমন মেকানিকাল লোড ব্যবহার করা, হিটিং, জুয়েলারি, ক্লথিং বা পোশাক ইত্যাদিতেও তার ব্যবহার করা হয়।
Nice
ReplyDelete