Wednesday, October 10, 2018

Relay (রীলে) কি?

রিলে কি?
এটি মূলত একটি ফরাসি শব্দ “রেলাইস” থেকে এসেছে ।এটি মূলত সিঙ্গেল পোল ডাবল থ্রো সুইচ বা SPDT. ।. এটি এক প্রকার ইলেক্ট্রমেগনেটিক সুইচ।এটি একটি প্রোটেকটিভ ডিভাইস যা বৈদ্যুতিক পাওয়ার সিস্টেমে কোন পূর্বনির্ধারিত বৈদ্যুতিক অবস্থার পরিবর্তনে সাড়া দিয়ে সার্কিটে সংযোক্ত ডিভাইস সমূহ কে অপারেট করে। এতে একটি কয়েল থাকে যেখানে বিদ্যুৎ সাপ্লাই করলে তড়িৎ চুম্বকীয় আবেশের সৃষ্টি হয় এবং এর নরমালি ওপেন ও নরমালি ক্লোজ গুলো অর্থাৎ অক্সিলারি গুলো কাজ করে।
এর প্রধান অংশ হছে দুটি……
    ১।সুইচিং অংশ
    ২।বিদ্যুৎ চুম্বকীয় অংশ
প্রকারভেদ:-
1) ওভার প্রটেকটিভ রিলে
2) সলিড স্টেট কন্ট্রোলার রিলে
3) সলিড স্টেট রিলে
4) লেচিং রিলে
রিলে ব্যবহারের সুবিধা:-
বৈদ্যুতিক সিস্টেমের যেকোন অংশের ত্রুটি দেখা দিলে রিলে অপারেশনের কারনে অতি দ্রুত ঐ ত্রুটিযুক্ত অংশকে সাপ্লাই হতে বিচ্ছিন্ন করা যায়।
    বৈদ্যুতিক সিস্টেমের কোন অংশে ত্রুটি দেখা দিয়েছে তা জানা যায়।
    কোন ধরনের ত্রুটি হয়েছে তা রিলে অপারেশনের মাধ্যমে জানা যায়।
    রিলে এক ধরনের অটোমেটিক সুইচ।অল্প ভোল্টেজ ব্যবহার করে ২২০ মানের ভোল্টেজ নিয়ন্ত্রণ করা যাবে এই রিলে দিয়ে।
এটি কিভাবে কাজ করে :-
এতে একটি কয়েল থাকে যেখানে বিদ্যুৎ সাপ্লাই করলে তড়িৎ চুম্বকীয় আবেশের সৃষ্টি হয় এবং এর নরমালি ওপেন ও নরমালি ক্লোজ গুলো অর্থাৎ অক্সিলারি গুলো কাজ করে সুইচের ন্যয় ।
রিলেতে ব্যবহৃত বিভিন্ন পিন সমূহ:-
NC (Normally close):-  এই পিনটি সাধারণ অবস্থায় অন থাকে। অর্থাৎ, রিলেতে উপযুক্ত বৈদ্যুতিক সরবরাহ না থাকায় এটি কমন পিনের সাথে সংযুক্ত(শর্ট) থাকে।
NO (Normally Open):-এই পিনটি সাধারণ অবস্থায় অফ থাকে। অর্থাৎ যখন রিলেতে বৈদ্যুতিক সরবরাহ দেওয়া হয় তখন এই পিনটি কমন পিনের সাথে সংযুক্ত হয়।
Coil:- সুইচিং করার সময় এই পিনের মধ্য দিয়ে মান মত ভোল্টেজ প্রবাহিত করা হয়।এই পিনে কোন পজিটিভ ও নেগেটিভ পিন থাকে না।অর্থাৎ, কয়েলটি যেকোন ভাবেই লোডের দু প্রান্তের সাথে লাগানো যেতে পারে।

রীলে ফ্যারাডের ইলেক্ট্রম্যাগনেতিক ইন্ডাকশন এর সুত্র অনুযায়ী কাজ করে। সাধারনত একটি রীলের ৪ টি অংশ থাকেঃ
১। ইলেক্ট্রম্যাগনেট
২। Movable আর্মেচার
৩। সুইচিং কন্টাক্ট
৪। স্প্রিং

একটি ইলেক্ট্রম্যাগনেট কারেন্ট ট্রানাসফরমার এর মাধ্যমে সাপ্লাই সিস্টেম এর সাথে সংযুক্ত থাকে। যখন একটি নির্দিস্ট পরিমান কারেন্ট প্রবাহিত হয় তাখন ফ্যারাডের সুত্র অনুসারে একটি শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় যার ফলে ইলেট্রম্যাগনেটের পাশে অবস্থিত সুইচিং কনটাক্টি আকৃষ্ট হয়ে বর্তনি সম্পুর্ন করে সার্কিট ব্রেকার এর কার্যক্রম সুরুর জন্য প্রয়োজনীয় সিগন্যাল প্রদান করে।

বেসিক রিলে সাধারনত ২ প্রকারঃ
১। ইলেক্ট্রম্যাগনেটিক Attraction
২। ইলেক্ট্রম্যাগনেটিক Induction

No comments:

Post a Comment

Thanks for your comment.

Besic Acknowledge in Electrical

২৫। ১ কিলোগ্রাম কাকে বলে? উত্তর : ফ্রান্সের স্যাভ্রেতে ইন্টারন্যাশনাল ওয়েটস অ্যান্ড মেজারসে রক্ষিত প্লাটিনাম ইরিডিয়াম সংকর ধাতুর তৈরি একটি স...