ডায়োড (Diode):
একটি পি-টাইপ সেমিকন্ডাক্টর এবং একটি এন-টাইপ সেমিকন্ডাক্টরকে পাশাপাশি যুক্ত করলে যে ক্রিস্টাল তৈরি হয় তাকে ডায়োড বলে।
একটি পি-টাইপ সেমিকন্ডাক্টর এবং একটি এন-টাইপ সেমিকন্ডাক্টরকে পাশাপাশি যুক্ত করলে যে ক্রিস্টাল তৈরি হয় তাকে ডায়োড বলে।
বিভিন্ন প্রকার ডায়োড:
*সেমিকন্ডাক্টর ডায়োড (Semiconductor Diode):
একটি পি-টাইপ সেমিকন্ডাক্টর এবং একটি এন-টাইপ সেমিকন্ডাক্টরকে পরস্পরের সাথে যুক্ত করলে যে ক্রিস্টাল তৈরি হয় তাকে ডায়োড বলে। দুই সেমিকন্ডাক্টরের সংযোগস্থানকে পি-এন জাংশন বলে।
একটি পি-টাইপ সেমিকন্ডাক্টর এবং একটি এন-টাইপ সেমিকন্ডাক্টরকে পরস্পরের সাথে যুক্ত করলে যে ক্রিস্টাল তৈরি হয় তাকে ডায়োড বলে। দুই সেমিকন্ডাক্টরের সংযোগস্থানকে পি-এন জাংশন বলে।
ব্যাবহারঃ রেকটিফিকেশনে, মডুলেশনে, রিভার্স ভোল্টেজ প্রটেকশনে, হাই ভোল্টেজ প্রটেকশনে, ক্লাম্পিং, ক্লিপিং, লজিক সার্কিট ইত্যাদিতে।
*জিনার ডায়োড (Zener Diode):
জিনার ডায়োড অধিক মাত্রায় ডোপিংকৃত পি-এন জাংশন ডায়োড। এটি সিলিকন বা জার্মেনিয়ামের তৈরি। এদের একটি নির্দিষ্ট ব্রেক ডাউন ভোল্টেজ থাকে। জিনার ডায়োড রিভার্স বায়াসিং এ ব্রেক ডাউন রিজিওনে পরিচালিত হয়।
জিনার ডায়োড অধিক মাত্রায় ডোপিংকৃত পি-এন জাংশন ডায়োড। এটি সিলিকন বা জার্মেনিয়ামের তৈরি। এদের একটি নির্দিষ্ট ব্রেক ডাউন ভোল্টেজ থাকে। জিনার ডায়োড রিভার্স বায়াসিং এ ব্রেক ডাউন রিজিওনে পরিচালিত হয়।
*টানেল ডায়োড (Tunnel Diode):
টানেল ডায়োড অত্যাধিক ডোপিংকৃত পি-এন সেমিকন্ডাক্টর ডায়োড। এটি সাধারণ ডায়োড হতে প্রায় 1000 গুণ বেশি মাত্রায় ডোপিং করা হয়। ফলে এর জাংশন অনেক পাতলা হয় এবং অল্প পরিমাণ রিভার্স ভোল্টেজে ব্রেক ডাউন হয়।
ফরওয়ার্ড বায়াসে অল্প ভোল্টেজে কারেন্ট দ্রুত বৃদ্ধি পায়। একটি নির্দিষ্ট ভোল্টেজ পর্যন্ত কারেন্ট বৃদ্ধি পাওয়ার পর, ভোল্টেজ বৃদ্ধি করলেও কারেন্ট কমে যায়। এরপর কারেন্ট আরও বৃদ্ধি করলে সাধারণ ডায়োডের মত আচরণ করে।
টানেল ডায়োড অত্যাধিক ডোপিংকৃত পি-এন সেমিকন্ডাক্টর ডায়োড। এটি সাধারণ ডায়োড হতে প্রায় 1000 গুণ বেশি মাত্রায় ডোপিং করা হয়। ফলে এর জাংশন অনেক পাতলা হয় এবং অল্প পরিমাণ রিভার্স ভোল্টেজে ব্রেক ডাউন হয়।
ফরওয়ার্ড বায়াসে অল্প ভোল্টেজে কারেন্ট দ্রুত বৃদ্ধি পায়। একটি নির্দিষ্ট ভোল্টেজ পর্যন্ত কারেন্ট বৃদ্ধি পাওয়ার পর, ভোল্টেজ বৃদ্ধি করলেও কারেন্ট কমে যায়। এরপর কারেন্ট আরও বৃদ্ধি করলে সাধারণ ডায়োডের মত আচরণ করে।
*লাইট ইমিটিং ডায়োড (Light Emitting Diode or LED):
লাইট ইমিটিং ডায়োড এর সংক্ষিপ্ত নাম এল.ই.ডি. । মেকানিকরা একে লিড (led) বলে থাকেন। এটি এমন এক ধরণের ডিভাইস যার মধ্যদিয়ে কারেন্ট প্রবাহিত হলে আলো নির্গত হয়। এটি অন্যান্য ডায়োডের মতই ফরওয়ার্ড বায়াসে কন্ডাকশন করে।
লাইট ইমিটিং ডায়োড এর সংক্ষিপ্ত নাম এল.ই.ডি. । মেকানিকরা একে লিড (led) বলে থাকেন। এটি এমন এক ধরণের ডিভাইস যার মধ্যদিয়ে কারেন্ট প্রবাহিত হলে আলো নির্গত হয়। এটি অন্যান্য ডায়োডের মতই ফরওয়ার্ড বায়াসে কন্ডাকশন করে।
এটি বিশেষ ধরণের সেমিকন্ডাক্টর যেমনঃ গ্যালিয়াম, আর্সেনিক, ফসফরাস ইত্যাদির তৈরি। টর্চ লাইট, রিচার্জএবল ল্যাম্প, ইন্ডিকেটর, ডিসপ্লে ইত্যাদিতে এল.ই.ডি. ব্যাবহার করা হয়।
এল.ই.ডি. সার্কিটে সরাসরি সংযোগ করলে পুড়ে যায়, তাই এর সাথে সিরিজে রেজিস্টর লাগাতে হয়। নিচে বিভিন্ন প্রকার এল.ই.ডি. এর সাপ্লাই ভোল্টেজ এবং সিরিজ এল.ই.ডি. সংখ্যার ভিত্তিতে সিরিজ রেজিস্টরের মান দেখুন।
এল.ই.ডি. সার্কিটে সরাসরি সংযোগ করলে পুড়ে যায়, তাই এর সাথে সিরিজে রেজিস্টর লাগাতে হয়। নিচে বিভিন্ন প্রকার এল.ই.ডি. এর সাপ্লাই ভোল্টেজ এবং সিরিজ এল.ই.ডি. সংখ্যার ভিত্তিতে সিরিজ রেজিস্টরের মান দেখুন।
*ট্রায়াক (Trigger on AC or TRIAC):
ট্রায়াক তিন টার্মিনাল, পাঁচ স্তর বিশিষ্ট সেমিকন্ডাক্টর সুইচিং ডিভাইস।
এর পূর্ণ নাম ট্রিগার অন এ.সি. । এটি একটি বাইডাইরেকশনাল সুইচ যা দুটি SCR এর সমন্বয়ে গঠিত।
ট্রায়াক তিন টার্মিনাল, পাঁচ স্তর বিশিষ্ট সেমিকন্ডাক্টর সুইচিং ডিভাইস।
এর পূর্ণ নাম ট্রিগার অন এ.সি. । এটি একটি বাইডাইরেকশনাল সুইচ যা দুটি SCR এর সমন্বয়ে গঠিত।
ব্যাবহার: পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইস হিসেবে, উচ্চ শক্তি সম্পন্ন ল্যাম্প সুইচ হিসেবে, ইলেকট্রনিক্স সার্কিটের মাধ্যমে পাওয়ার ট্রান্সফরমারের ট্যাপ চেঞ্জিংএ, টাইম ডিলে রিলে সার্কিটে, আর্ক ওয়েল্ডিং এ কারেন্ট নিয়ন্ত্রণে।
*ডায়াক (Diode In AC or DIAC):
________________________________________
ডায়াক দুই টার্মিনাল ও তিন স্তর বিশিষ্ট সেমিকন্ডাক্টর ডিভাইস, যা AC তে ব্যাবহার করা হয়।
এর পূর্ণ নাম ডায়োড ইন এ.সি. ।
এটি পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইস হিসেবে ব্যাবহার করা হয়।
________________________________________
ডায়াক দুই টার্মিনাল ও তিন স্তর বিশিষ্ট সেমিকন্ডাক্টর ডিভাইস, যা AC তে ব্যাবহার করা হয়।
এর পূর্ণ নাম ডায়োড ইন এ.সি. ।
এটি পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইস হিসেবে ব্যাবহার করা হয়।
*সিলিকন কন্ট্রোল্ড রেকটিফায়ার (Silicon Controlled Rectifier, SCR):
SCR চার স্তর, তিন টার্মিনাল, তিন জাংশন বিশিষ্ট PNPN সেমি-কন্ডাক্টর ডিভাইস।
এর পূর্ণরূপ সিলিকন কন্ট্রোল্ড রেকটিফায়ার।
SCR একই সাথে রেকটিফায়ার এবং ট্রানজিস্টরের কাজ করে।
SCR চার স্তর, তিন টার্মিনাল, তিন জাংশন বিশিষ্ট PNPN সেমি-কন্ডাক্টর ডিভাইস।
এর পূর্ণরূপ সিলিকন কন্ট্রোল্ড রেকটিফায়ার।
SCR একই সাথে রেকটিফায়ার এবং ট্রানজিস্টরের কাজ করে।
No comments:
Post a Comment
Thanks for your comment.