সলিনয়েড ভাল্ভের কাজ কি?
উঃসলিনয়েড ভাল্ভের মূল কাজ হচ্ছে ম্যাগনেটের সাহায্যে কোন গেট খুলে দেওয়া।
সলিনয়েড ভাল্ভ কিভাবে কাজ করে?
উঃএটার দুটি অংশ আছে যথা ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল
ইলেকট্রিক্যাল অংশে পরিবাহীর প্যাচানো একটি কয়েল থাকে যাকে বলাহয় (সলিনয়েড কয়েল)যার কাজ হচ্ছে ম্যাগনেট তৈরি করা।মেকানিক্যাল অংশটা একটি গেট ভাল্ভের ন্যায় পাইপের সাথে ফিটিং করা থাকে গেট ভাল্ভে যেমন একটি হ্যান্ডেল থাকেএখানে হ্যান্ডেলের কাজটি একটি স্প্রিং এবং অরিন গ্যাসকেট ও লোহার দন্ড দ্বারা করা হয়।
এমন ভাবে স্প্রিংটি ফিটিং করা থাকে যখন কয়েলে পাওয়ার দেওয়া হয় তখন ম্যাগনেটের সাহায্যে স্প্রিং টানদেয় সাথেসাথে গেট-ভাল্ভটি খুলে যায়। তখন বাতাস,গ্যাস,পানি,ফুয়েল,ইস্টিম, এগুলি প্রবাহ করা শুরু করে দেয় আবার পাওয়ার অফ করার সাথেসাথে ভাল্ভটি বন্ধ হয়ে যায়।এভাবেই সলিনয়েড ভাল্ভ কাজ করে।
নিউমেটিক সিস্টেম এবং হাইড্রোলিক সিস্টেম এক্টিব রাখার জন্য সলিনয়েড ভাল্ব এর গুরুত্ব অপরিসীম
এছাড়াও ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন কাজে সলিনয়েড ভালভ এর ব্যবহারে কমতি নেই বয়লার ,এয়ার কম্প্রেসার ,ওয়াটার লাইন ,গ্যাস লাইন
মোটকথা লিকুইড
পদার্থ অটোমেশন কাজে ব্যবহার করতে চাইলে সলোনাইট ভালো ব্যবহার করতে হয়।
No comments:
Post a Comment
Thanks for your comment.