অনেক রকমের রেগুলেটর আইসি আছে, এদের মধ্যে উল্লেখযোগ্য হল, 78xx সিরিজের !
যেমন, 7805, 7806, 7808, 7810, 7812, 7818 ও 7824. এটি এক ধরনের পজেটিভ ভোল্টেজ রেগুলেটর আইসি.
এর তিন টি টারমিনাল অছে
1. ইনপুট
2. গ্রাউন্ড
3.আউটপুট
এর মাধ্যমে পিউর ডিসি ভোল্টেজ পাওয়া যায়, আপনি যদি বেশি ভোল্টেজ থেকে কম ভোল্টেজ পেতে চান তাহলে এটির তুলনা নেই!
1. ইনপুট
2. গ্রাউন্ড
3.আউটপুট
এর মাধ্যমে পিউর ডিসি ভোল্টেজ পাওয়া যায়, আপনি যদি বেশি ভোল্টেজ থেকে কম ভোল্টেজ পেতে চান তাহলে এটির তুলনা নেই!
যেমন ধরুন, আপনার 5V ডিসি দরকার, কিন্তু আপনার 12V ব্যাটরী অছে, তাহলে কি করবেন? 7805 ব্যবহার করে এটি করতে পারেন.।
অনুরুপভাবে 7806 ব্যবহার করে 6V DC, 7808 ব্যবহার করে 8V DC, 7810 ব্যবহার করে 10V DC 7812 ব্যবহার করে 12V DC পাবেন! আবার 24V DC দরকার হলে 7824 দরকার হবে!
এক্ষেত্রে অবশ্যই আপনাকে 24V এর বেশি ভোল্ট ইন করাতে হবে! আবার আপনি যদি আপনার প্রিয় মোবাইকে ব্যাটারী দিয়ে চার্জ দিতে চান, তাহলে 7806 এই নাম্বারের রেগুলেটর আইসি ব্যবহার করে এই কাজটি করতে পারবেন!
আইসি খুব গরম হয়ে থাকে তাই আইসিটির সাথে একটি হিটসিংক লাগাতে লাগাতে হবে! আপনি লোহা বা সিলভার ব্যবহার করে এই কাজ টি করতে পারেন।
Good post.
ReplyDelete