Sunday, November 24, 2019

Load (লোড) কি? কিভাবে বুঝব কোনটা Resistive / Inductive / Capacitive?

Load:
যেসকল ডিভাইস সোর্স (ব্যাটারি, জেনারেটর) থেকে পাওয়ার Consume করে প্রত্যাশিত কার্যাবলী সম্পাদন করে, তাদেরকে Load বলে। সোজা কথায়, সোর্সের জন্য বোঝা এই load
এবার আসি মজার প্রশ্নে, কোনটা কোন load কিভাবে বুঝব?
আপনাকে যখন কোন load দেখিয়ে জিজ্ঞেস করা হবে এটা কি ধরনের load তখন আপনি কিছু কৌশল অবলম্বন করতে পারেন। প্রথমত, আপনি ঐ লোডের ম্যানুয়াল অথবা প্লেইট থেকে পাওয়ার ফ্যাক্টর এর মান দেখেও বলতে পারেন। পাওয়ার ফ্যাক্টর লিডিং হলে লোডটি ক্যাপাসিটিভ, ল্যাগিং হলে ইন্ডাক্টিভ, ইউনিটি হলে রেজিস্টিভ।
পাওয়ার ফ্যাক্টর না দেখেও আপনি লোড টি কোন ধরনের তা অনুমান করতে পারবেন। কিভাবে?
প্রথমত, এজন্য আপনাকে ডিভাইস টি সম্পর্কে কিছু আইডিয়া থাকতে হবে। যেমন, ডিভাইস টি কি capacitor, inductor নাকি resistor based??
আরেকটা প্রশ্ন, যদি একটি ডিভাইসে Resistor & Inductor দুটোই থাকে তাহলে সেটা কোন ধরনের লোড হবে?
তখন আপনাকে বুঝতে হবে যে এই ডিভাইস এর বেসিক কাজ টা কে করতেছে?
উদাহরণ দিলে হীটারের কথাই বলা যায়। হীটার এ inductor & resistor দুটোই আছে। কিন্তু আসল কাজ অর্থাৎ heat producing এর কাজটা resistor ই করে। inductor শুধু তাপ সংরক্ষণ করে মাত্র। Heater এ variable resistor use করে রোধের পরিবর্তন এ তাপের পরিবর্তন করা হয়। কারণ আমরা জানি,
H = I^2 * R * t

No comments:

Post a Comment

Thanks for your comment.

Besic Acknowledge in Electrical

২৫। ১ কিলোগ্রাম কাকে বলে? উত্তর : ফ্রান্সের স্যাভ্রেতে ইন্টারন্যাশনাল ওয়েটস অ্যান্ড মেজারসে রক্ষিত প্লাটিনাম ইরিডিয়াম সংকর ধাতুর তৈরি একটি স...