**** HRC ফিউজ কি?
HRC= High Rupturing Capacity । উচ্চ কারেন্ট প্রবাহিত হয় এরকম লাইনে যে ফিউজ ব্যবহার হয় সেগুলো HRC ফিউজ। এতে চিনা মাটির তৈরি কেসিং এর মধ্যে ফিউজ তার সংযুক্ত থাকে। ফিউজ তারের চারদিকে বালু বা চক পাউডার এবং কেসিং এর দু-মাথায় দুটি পিতলের ঢাকনা থাকে। ফিউজ তার উভয় ঢাকনার সাথে সংযুক্ত থাকে।
**** RMS এর পূর্ণ অর্থ কি?
RMS এর পূর্ণ অর্থ হলো Root Mean Square.
**** পটেনশিয়াল ট্রান্সফরমার (Potential Transformer) কাকে বলে?
আমরা জানি যে ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন সিস্টেমে হাই ভোল্টেজ পরিমাপ করা খুব কঠিন। হাই ভোল্টেজ পরিমাপ করার জন্য ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার ( পটেনশিয়াল ট্রান্সফরমার ) ব্যবহার করা হয়ে থাকে। পটেনশিয়াল ট্রান্সফরমার কে ভোল্টেজ ট্রান্সফরমারও বলা হয়ে থাকে। এটি এমন একটি ট্রান্সফরমার যা দিয়ে অধিক পরিমানের ভোল্টেজকে কমিয়ে কম রেঞ্জে রূপান্তর করা হয়। এটি কম রেঞ্জের মিটার দিয়ে সার্কিটের বেশি পরিমান ভোল্টেজ পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়”
আমরা জানি ভোল্টেজ পরিমাপ করার জন্য মিটারকে লোডের সহিত প্যারালালে সংযোগ করতে হয়। পটেনশিয়াল ট্রান্সফরমার এর বেসিক কার্যপদ্ধতি অনেকটা পাওয়ার ট্রান্সফরমারের মতই। পটেনশিয়াল ট্রান্সফরমার কে সংক্ষিপ্ত পিটিও বলা হয়ে থাকে।
***ডিসি জেনারেটর কি?
ডিসি জেনারেটর : যে প্রক্রিয়ায় কোনো ডিভাইস বা মেশিন কে কাজে লাগিয়ে আমরা মেকানিক বা যান্ত্রিক শক্তিকে ইলেকট্রিক্যাল বা বিদ্যুৎ শক্তি উৎপন্ন করি তাকেই মূলত জেনারেটর বলে।
প্রথম অবস্থায় সকল জেনারেটরে এসি ভোল্টেজ উৎপন্ন হয়। সেই এসি ভোল্টেজ কে কমুটেটর এর মাধ্যমে ডিসি ভোল্টেজ রুপান্তর করা হয়। আর এই ডিসি ভোল্টেজ উৎপন্ন হওয়ার পর আমরা এই জেনানেটরকে ডিসি জেনারেটর বলে থাকি।
জেনারেটর ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম অনুসারে ঘূর্ণায়মান থাকে।
****DC এর ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর থাকে??
DC এর ক্ষেত্রে কোন পাওয়ার ফ্যাক্টর থাকে না।
কারণ এর ফ্রিকোয়েন্সি নেই, এর মান শুন্য।
****ইন্ডাস্ট্রিতে তাপমাত্রা পরিমাপ করার জন্য কি ব্যবহার করা হয়?
ইন্ডাস্ট্রিতে তাপমাত্রা পরিমাপ করার অনেক প্রয়োজন হয়। তাপমাত্রা বেশি হলে সমস্যা আবার কম হলেও
সমস্যা । তাই এটাকে কন্ট্রোল খুবই দরকার। ইন্ডস্ট্রিতে তাপমাত্রা পরিমাপ করতে RTD ব্যাবহার করা হয়।
***RTD কি?
RTD হলো Resistive Temperature Detector,
এটা Wheatstone Bridge সার্কিট এর
সাহায্যে কাজ করে। তাপমাত্রা বাড়লে রেজিস্টেন্স ও
বারে। তাপমাত্রা কমলে রেজিস্টেন্স ও কমে যায়।
**** কিভাবে RTD এর Resistance মেপে তাপমাত্রা বের করা যায়?
আমরা মাল্টিমিটার দিয়া রেজিস্টেন্স মেপে যা পাবো তা দিয়ে ১০০ বিয়োগ করতে হবে। বিয়োগ ফলকে ০.৩৮৫ দিয়া ভাগ করতে হবে। তারপর যা পাওয়া যাবে তাই হবে সেন্টিগ্রেডে
তাপমাত্রার মান।
সমীকরণ = (Rt-100)/0.38 সেন্টিগ্রেড।
যদি মেপে রেজিস্টেন্স এর মান পাই ১১০। তাহলে
কাল্কুলেশন হবে (১১০-১০০)/০.৩৮৫=২৬ ডিগ্রি সেন্টিগ্রেড।
The delivery of education must is of the highest standard all the times. At Asad Academy, we strive to bring each of our quality, fun and consistent learning.
Sunday, July 14, 2019
HRC (এইচ আর সি) ফিউজ কি?
Subscribe to:
Post Comments (Atom)
Besic Acknowledge in Electrical
২৫। ১ কিলোগ্রাম কাকে বলে? উত্তর : ফ্রান্সের স্যাভ্রেতে ইন্টারন্যাশনাল ওয়েটস অ্যান্ড মেজারসে রক্ষিত প্লাটিনাম ইরিডিয়াম সংকর ধাতুর তৈরি একটি স...
-
ট্যাকোমিটার কি | Tachometers কোনাে ঘূর্ণন যন্ত্রের গতি পরিমাপের জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে ট্যাকোমিটার (Techometer) বা আর পি ...
-
টাইমার কি? টাইমার কিভাবে কাজ করে? উত্তরঃ টাইমার এক প্রকার রিলে। তবে এর বৈশিষ্ট্য হচ্ছে এতে ইচ্ছেমতো সময় নির্ধারণ করে দেয়া যায়। অন্নান্য ...
-
প্রশ্ন:০১: ডিমান্ড চার্জ কি, কারা নির্ধারন করেঃ যখন কোন একজন গ্রাহক বিদ্যুৎ ব্যবহার করতে মিটারের জন্য আবেদন করে, তখন উক্ত গ্রাহকের ব্যবহার স...
No comments:
Post a Comment
Thanks for your comment.