Wednesday, October 10, 2018

Fuse (ফিউজ) কি?

ফিউজ কিঃ
তড়িৎ বর্তনীতে অতিরিক্ত তড়িৎপ্রবাহ রোধ করার জন্য যে বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করা হয় তাকে ফিউজ বলে।
ফিউজ একটি রক্ষাকারী ডিভাইস। যাহা একটি ইলেকট্রিক্যাল সার্কিটে নিদ্ধারিত মানের চেয়ে অধিক ইলেকট্রন প্রবাহিত হলে নিজে পুরে গিয়ে ইলেকট্রন প্রবাহের পথ বিচ্ছিন্ন করে দিয়ে সিস্টেমকে রক্ষাকরে।
অনাকাঙিক্ষত ইলেকট্রন প্রবাহ থেকে সার্কিটকে রক্ষা করতে ফিউজ ব্যবহার করাহয়।
ফিউজের প্রতিকঃ
Captureuihyh
প্রকারভেদঃ
গঠন অনুযায়ি ফিউজ তিন প্রকার যথাঃ
    রি-ওয়্যায়েবল ফিউজ
    কার্টিজ ফিউজ
    এইচ আর সি ফিউজ
ভোল্টেজ অনুসারে ফিউজ দুই প্রকার যথাঃ
    লো –ভোল্টেজ ফিউজ
    হাই- ভোল্টেজ ফিউজ
ফিউজের কার্যপদ্ধতিঃ
ফিউজের কাজ হলো সার্কিটে অতিরিক্ত তাপমাত্রা উৎপন্ন না করে নির্দিষ্ট পরিমান কারেন্ট বহন করে এবং সার্কিটে কারেন্ট এর পরিমান বৃদ্ধি পেলে তার মেটাল তার বা তারের টুকরো টি গলে গিয়ে সার্কিট হতে বিছিন্ন হয়ে পরে এবং সার্কিটে কারেন্ট প্রবাহের লাইন কে বিছিন্ন করে দেয় ফলে সার্কিট অতিরিক্ত কারেন্ট প্রবাহ হতে সুরক্ষা পায়। এভাবেই একটি ফিউজ নিজে পুড়ে গিয়ে সার্কিট কে রক্ষা করে।
ফিউজ তারের বৈশিষ্টঃ
ফিউজ তারের বৈশিষ্ট হচ্ছে এটা উত্তপ্ত হলে গলেযাবে।
এটা একটা প্রহরী হিসেবে কাজ করবে। সর্ট সার্কিট বা ওভারলোড হলে সে মারাযাবে এবং সংযুক্ত ডিভাইসকে বা সিস্টেমকে ক্ষতির হাত থেকে রক্ষা করবে।
ফিউজিং কারেন্টঃ  
সরবনিন্ম যে পরিমান কারেন্ট প্রবাহিত হলে ফিউজ তার গলে যায় তাকে ঐ ফিউজের ফিজিং কারেন্ট বলে। এই কারেন্টের মান ঐ ফিউজের ফিউজিং এলেমেন্ট কারেন্ট রেটিং এর বেশি হয়।

ফিউজ ও সার্কিট ব্রেকার এর মধ্যে পার্থক্যঃ
এই দুটির ই কাজ হল অতিরিক্ত কারেন্ট প্রবাহ থেকে সার্কিট বা বর্তনী কে রক্ষা করা।
এদের মধ্যে পার্থক্য হল –
    ফিউজ একবার কাজ করার পর এর লিড টি পুড়ে যায়। আর সার্কিট ব্রেকার কাজ করার পর অফ হয়ে যায়।
    ফিউজ পুনরায় কর্মক্ষম করতে হলে এর লিড পাল্টাতে হয়।  আর সার্কিট ব্রেকার কর্মক্ষম করতে শুধু অন করে দিলেই হয়।
    ফিউজ সুইচ হিসেবে ব্যবহার করা যায় না।  সার্কিট ব্রেকার সুইচ হিসেবে ব্যবহার করা যায় ।
    ফিউজের দাম তুলনা মুলক কম। আর সার্কিট ব্রেকার এর দাম বেশী।
    ফিউজ ব্যবহৃত হয় ক্ষুদ্র বর্তনীতে আর সার্কিট ব্রেকার ব্যবহৃত হয় বৃহৎ বর্তনীতে।
যে কোন বৈদ্যুতিক  বর্তনী বা সার্কিটে ফিউজ বা সার্কিট ব্রেকার যেকোনো একটি ব্যাবহার করা যেতে পারে।
বর্তমানে উচ্চ প্রতিরক্ষার্থে ২ টিই ব্যবহার করা হয়।

১। ফিউজিং কারেন্ট কি?
উত্তরঃ সর্বনিম্ন যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হলে ফিউজ তার গলে যায় তাকে ঐ ফিউজের ফিউজিং কারেন্ট বলে।
২। ফিউজিং ফ্যাক্টর কি?
উত্তরঃ ফিউজিং কারেন্ট এবং কারেন্ট রেটিং এর অনুপাতকে ফিউজিং ফ্যাক্টর বলে।
৩। ফিউজের কাট অফ কারেন্ট কি?
উত্তরঃ শর্ট-সার্কিট কারেন্ট বা ফল্ট কারেন্ট সর্বোচ্চ যে মানে পৌছার পূর্বে ফিউজ তার গলে যায় তাকে কাট অফ কারেন্ট বলে।
৪। ড্রপ আউট ফিউজ কোথায় ব্যবহার করা হয়ে থাকে?
উত্তরঃ পোল মাউন্টেড আউটডোর ট্রান্সফরমার প্রটেকশনের জন্য ব্যবহৃত হয়।
৫। পাঁচটি ফিউজিং ইলিমেন্টের নাম।
উত্তরঃ লেড, টিন, কপার, সিলভার, অ্যালুমিনিয়াম।
৬। প্রি-আর্কিং টাইম কি?
উত্তরঃ শর্ট সার্কিট সংঘটিত হওয়ার সময় থেকে কাট অফ মানে আসতে যে সময় লাগে, তাকে প্রি আর্কিং টাইম বলে।
৭। ফিউজ কি?
উত্তরঃ ফিউজ বৈদ্যুতিক বর্তনীতে দুর্বল সংযোগ এবং একটি সহজ-সরল রক্ষণ যন্ত্র বিশেষ।
৮। HRC ফিউজ কি?
উত্তরঃ HRC= High Rupturing Capacity ফিউজ। এটি একটি বিশেষ ধরনের কার্টিজ ফিউজ।
৯। লিকুইড ফিউজ কত প্রকার?
উত্তরঃ লিকুইড ফিউজ তিন প্রকার যথা, ওয়েল সার্কিট ব্রেকার, ওয়েল এক্সপালশন, ওয়েল ব্রাস্ট ফিউজ।
১০। ফিউজ ইলিমেন্টের বৈশিষ্ট্য কি কি?
উত্তরঃ
ক) নিম্ন গলনাংক;
খ) উচ্চ কারেন্ট বহন ক্ষমতা
খ) দামে সস্তা
গ) নিম্ন স্পেসিফিক হিট সম্পন্ন
১১। ব্রেকিং ক্যাপাসিটি কি?
উত্তরঃ এটি সর্বোচ্চ এসি প্রসপেক্টিভ কারেন্ট এর RMS মান যাতে নির্ধারিত সরবরাহ ভোল্টেজ এ কার্যসম্পাদন করতে পারে।
১২। সার্কিটে ফিউজ ব্যবহারের প্রয়োজনীয়তা কি?
উত্তরঃ শর্ট সার্কিটে, আর্থ ফল্ট কিংবা ওভার লোডের কারণে সার্কিটে যখন অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হয়ে লাইনের তার গরম হয়ে যায়। কারেন্ট যত বেশি হবে তার তত বেশি গরম হবে এবং এক সময় লাইনের তার কিংবা লাইনে ব্যবহ্রত যন্ত্রপাতি পুড়ে যায়। কিন্তু লাইনে ফিউজ লাগানো থাকলে লাইনের তার কিংবা এতে ব্যবহ্রত যন্ত্রপাতি গরম হয়ে পুড়ে যাওয়ার আগেই ফিউজ তার নিজেই পুড়ে গিয়ে লাইন ও এতে ব্যবহ্রত যন্ত্রপাতিকে রক্ষা করে। এ কাজের জন্যই সার্কিটে ফিউজ ব্যবহার করা হয়।
১৩। ফিউজ হিসেবে ব্যবহৃত সংকর ধাতু কি কি?
উত্তরঃ
ক) সীসা ও টিন মিশ্রিত সংকর ধাতু
খ) তামা ও

No comments:

Post a Comment

Thanks for your comment.

Besic Acknowledge in Electrical

২৫। ১ কিলোগ্রাম কাকে বলে? উত্তর : ফ্রান্সের স্যাভ্রেতে ইন্টারন্যাশনাল ওয়েটস অ্যান্ড মেজারসে রক্ষিত প্লাটিনাম ইরিডিয়াম সংকর ধাতুর তৈরি একটি স...