নিউট্রাল : নিউট্রাল এর মধ্যে শুধু কারেন্ট থাকে। নিউট্রাল যদি না থাকে তাহলে সার্কিট ক্লোজ হবে না, মানে সাপ্লাই প্রবাহিত হবে না। So System কাজ করবে না।
আর্থিং: অনাকাঙ্খিত বিদ্যুৎ থেকে বৈদ্যুতিক যন্ত্রপাতি ও মানুষ কে রক্ষা করতে বৈদ্যুতিক যন্ত্রপাতির বডি (ধাতু/মেটাল নির্মিত) থেকে বৈদ্যুতিক কারেন্টকে কোনো পরিবাহীর দ্বারা পৃথিবীর মাটিতে প্রেরণ করার ব্যবস্থাই হচ্ছে আর্থিং।
আর্থিং (Earthing): আর্থিং মানে হচ্ছে এসি লাইনে চলে এমন সরঞ্জামাদির বাইরের উন্মুক্ত অংশ যেমন- কেসিং, স্ক্রু-নাট, বডি এগুলোকে মাটির সাথে সংযুক্ত করে দেয়া। এতে করে কোন কারনে ইলেক্ট্রিক কোন ত্রুটির দরুন সরঞ্জামটির ভেতরে LIVE কানেকশন যদি বডিতে বা কেসিং-এ লেগে যায় তাহলে ঐ আর্থিং সংযোগের কারনে বিদ্যুৎ মাটিতে চলে যাবে। ফলে কেসিং-এ আপনি ছুঁলেও ইলেক্ট্রিক শক খাবেন না।
গ্রাউন্ডিং(Grounding): বাইরের হাই ভোল্টেজ ট্রান্সফর্মার থেকে যে লাইন আপনার বাড়িতে এসে ঢুকেছে সেটার দুটো পয়েন্ট থাকে, একটি LIVE অন্যটি NEUTRAL। এই দুটি পয়েন্ট আপনার বাড়ির ভেতর প্রবেশ করা মাত্রই একটি পরিবাহী তার দিয়ে NEUTRAL পয়েন্টটিকে মাটিতে সংযোগ দেয়া হয়। এটাই হচ্ছে Grounding। এই কাজটি করার কারন হল এতে করে লাইনের নানান সরঞ্জামের লীকেজের কারনে কারেন্ট ঘুরে এসে NEUTRAL কে বিপদ্দজ্জনক করতে পারে না।
১) নিউট্রাল ভোল্টেজ কি আদৌ শূন্য? শূন্য হলে কারেন্ট ঐ পথ দিয়ে ফিরে যায় কিভাবে? আর কোথায় ফিরে যায়?
উত্তরঃ নিউট্রাল পয়েন্ট এর ভোল্টেজ শূন্য একথাটা বললে ভুল হবে। সেখানে কিছু পরিমাণ ভোল্টেজ থাকে। যেটা নগণ্য। পারিপার্শ্বিক এর সাপেক্ষে শূণ্য ধরে নেয়া হয়। কারন কি?
আচ্ছা আপনাকে যদি কোন একটি সার্কিটে একটা পয়েন্ট এর ভোল্টেজ হিসেব করতে দেয়া হয় আপনি কি করবেন? নিশ্চয় একটি Actual point & অন্য একটা রেফারেন্স Point এর মাঝে ভোল্টমিটার ধরবেন???? কারন, Voltage exists between two points. Reference point টির ভোল্টেজ যদি শূন্য হয় তাইলে ত Actual voltage Calculation এ আমাদের সুবিধা হয়।
ব্যাপারটা আরো ক্লিয়ার করি। ধরুন, আমরা বলি সমুদ্রপৃষ্ঠ থেকে পর্বতের উচ্চতা ৫০০ ফুট। এখানে সমুদ্রের উচ্চতা কে শূন্য হিসাব করা হয়। অথচ তার কিন্তু একটা উচ্চতা থেকেই যায়। তাই নিউট্রাল এর নগন্য ভোল্টেজকে শূন্য ধরা হয় যেন ফেইজ - নিউট্রাল actual voltage calculation করা যায়। তাই Theoretically শূণ্য ধরলেও বাস্তবে শূণ্য নয়। ভোল্টেজের চাপই যদি না থাকে কারেন্ট ফিরবে কিভাবে?
আর এই কারেন্ট তার সোর্স এই পুনরায় ফিরে যায়। ব্যাপারটা অনেকটা এরকম যে, সমুদ্রের পানি বাষ্প হয়ে উড়ে যায় & বৃষ্টি হয়ে পুনরায় সমুদ্রেই ফিরে আসে।
২) আর্থিং & নিউট্রাল কি এক জিনিস? তারা কিভাবে থাকে?
উত্তর ঃ অনেকের মনেই একটা প্রশ্ন যে, নিউট্রাল টাই কি আর্থিং? প্রশ্নটা মনে আসাটা অস্বাভাবিক কিছু না। কারন, দুই পথ দিয়েই কারেন্ট পালিয়ে যায়। তাই ঘটকা লাগতেই পারে। দুটোই কারেন্ট এর বের হওয়ার পথ হলেও তাদের মধ্যে অবশ্যই ফারাক আছে। নিউট্রাল হল সেই পয়েন্ট যেটা দিয়ে কারেন্ট Exit করে। আর নিউট্রাল ছাড়া সার্কিট কমপ্লিট হবেনা। আর এ পথ দিয়ে সর্বদাই কারেন্ট return back করে।
আর আর্থিং হচ্ছে আমার প্রটেকশন। যদি সার্কিটে কোন সার্জ কারেন্ট থাকে তখন সেটা আর্থিং এর মাধ্যমে ভূমিতে চলে যায়। এ ক্ষেত্রে আর্থিং ওয়ার শর্ট সার্কিট এর ন্যায় আচরণ করে। তাই নিউট্রাল হল মূল কারেন্টের & আর্থিং হল অযাচিত কারেন্টের বের হওয়ার পথ। মাঝেমধ্যে নিউট্রাল & আর্থিং বডি একসাথে থাকতেও পারে নাও থাকতে পারে। বিশেষ করে সাবস্টেশান গুলার নিউট্রাল পয়েন্ট আর্থ করা থাকে যাতে সিস্টেমে ওভারফ্লো না হয়। আর আমরা যে 2pin প্লাগ ব্যবহার করি যেখানে নিউট্রাল & আর্থিং এর জন্য সেইম Wire use করা হয় আর 3 pin plug গুলাতে নিউট্রাল & আর্থিং ওয়ার আলাদা থাকে।
উত্তর ঃ অনেকের মনেই একটা প্রশ্ন যে, নিউট্রাল টাই কি আর্থিং? প্রশ্নটা মনে আসাটা অস্বাভাবিক কিছু না। কারন, দুই পথ দিয়েই কারেন্ট পালিয়ে যায়। তাই ঘটকা লাগতেই পারে। দুটোই কারেন্ট এর বের হওয়ার পথ হলেও তাদের মধ্যে অবশ্যই ফারাক আছে। নিউট্রাল হল সেই পয়েন্ট যেটা দিয়ে কারেন্ট Exit করে। আর নিউট্রাল ছাড়া সার্কিট কমপ্লিট হবেনা। আর এ পথ দিয়ে সর্বদাই কারেন্ট return back করে।
আর আর্থিং হচ্ছে আমার প্রটেকশন। যদি সার্কিটে কোন সার্জ কারেন্ট থাকে তখন সেটা আর্থিং এর মাধ্যমে ভূমিতে চলে যায়। এ ক্ষেত্রে আর্থিং ওয়ার শর্ট সার্কিট এর ন্যায় আচরণ করে। তাই নিউট্রাল হল মূল কারেন্টের & আর্থিং হল অযাচিত কারেন্টের বের হওয়ার পথ। মাঝেমধ্যে নিউট্রাল & আর্থিং বডি একসাথে থাকতেও পারে নাও থাকতে পারে। বিশেষ করে সাবস্টেশান গুলার নিউট্রাল পয়েন্ট আর্থ করা থাকে যাতে সিস্টেমে ওভারফ্লো না হয়। আর আমরা যে 2pin প্লাগ ব্যবহার করি যেখানে নিউট্রাল & আর্থিং এর জন্য সেইম Wire use করা হয় আর 3 pin plug গুলাতে নিউট্রাল & আর্থিং ওয়ার আলাদা থাকে।
৩) আর্থিং এর সাথে Surge Arrester এর তফাৎ কোথায়?
উত্তর ঃ আর্থিং আর সার্জ এরেস্টার এর পার্থক্য নেই বললেই চলে। এটা এক ধরনের Grounded Surge Arrester.
আবার কিছু টাইপ এর সার্জ এরেস্টার থাকে যাদের ভুমিতে connection থাকেনা। তাই সকল আর্থিং সার্জ এরেস্টার কিন্তু সকল সার্জ এরেস্টার আর্থিং নয়।
উত্তর ঃ আর্থিং আর সার্জ এরেস্টার এর পার্থক্য নেই বললেই চলে। এটা এক ধরনের Grounded Surge Arrester.
আবার কিছু টাইপ এর সার্জ এরেস্টার থাকে যাদের ভুমিতে connection থাকেনা। তাই সকল আর্থিং সার্জ এরেস্টার কিন্তু সকল সার্জ এরেস্টার আর্থিং নয়।
৩) 3-পিন প্লাগে আর্থ পিন বড় ও মোটা কেন?
3-পিন প্লাগে দুটো সরু পিন দিয়ে কারেন্ট যায়-আসে, আর অপেক্ষাকৃত মোটা তৃতীয়টির সঙ্গে আর্থের সংযোগ করা থাকে । থ্রি-পিন প্লাগে আর্থ বা গ্রাউন্ড পিন বাকী দুইটি পিনের চেয়ে লম্বা থাকে, কারণ হলো প্লাগটি যেনো সকেটে লাগানোর সময় আর্থ পিনটি সবার আগে কানেক্টেড হয় এবং খোলার সময় সবার শেষে ডিসকানেক্টেড হয়। এর ফলে বৈদ্যুতিক যন্ত্রের গায়ে যদি কোন স্ট্যাটিক চার্জ জমা হয় তা মাটিতে চলে গিয়ে যন্ত্রটিকে সুরক্ষিত রাখে । আর আর্থ পিন অপেক্ষাকৃত মোটা করা হয় যাতে ভুল করে এটিকে লাইভ বা নিউট্রাল ছিদ্রে প্রবেশ করানোর চেষ্টা না করা হয় । সবুজ রং -এর তারের একটি প্রান্ত প্লাগের আর্থ পিন -এর সঙ্গে লাগিয়ে অন্য প্রান্ত হিটার, ইস্ত্রি, টেবিল পাখা প্রভৃতি ধাতুর খোলওয়ালা বৈদ্যুতিক যন্ত্রপাতির বাইরের আবরণের সঙ্গে লাগাতে হয়।
NEUTRAL, EARTHING এদেরকে আলাদা বলা হয় কেন?
উত্তর হল, আপাত দৃষ্টিতে একই লাইন মনে হলেও এগুলো আলাদা। কীভাবে সেটা বলছি। ধরুন আপনার বাড়ির কম্পিউটারের CPU কেসিংটি হাত দিয়ে স্পর্শ করলে হাল্কা ইলেক্ট্রিক শক লাগছে (ভেতরের SMPS এর কারনে এটা ঘটা খুব স্বাভাবিক)। এখন এই সমস্যা দুর করতে আপনি যদি NEUTRAL এবং Earthing একই লাইন ভেবে CPU টির প্লাগের Earthing লাইনটিকে 220v AC এর NEUTRAL লাইনে সরাসরি সংযোগ দিয়ে ফেলেন, তাহলে ৫০% ভাগ ক্ষেত্রেই আপনার সমস্যা দুর হবে না, উল্টো আপনি বিরাট এক ঝুঁকিতে থাকবেন। কারন আপনার বাড়ির যে জায়গাটাতে মিটার বসানো আছে, শুধুমাত্র ঠিক সেই জায়গাতেই Grounding এবং NEUTRAL এক পয়েন্টে সংযুক্ত। এর থেকে যতই দুরে যেতে থাকবেন বাড়িতে ব্যবহৃত ইলেক্ট্রিক তারের নিজস্ব রোধ এবং অন্যান্য চলন্ত ইলেক্ট্রিক সরঞ্জামের কারনে NEUTRAL লাইনটি ততই Ground থেকে আলাদা হতে থাকে। অর্থাত NEUTRAL লাইনেও ভোল্টেজ/কারেন্ট চলে আসতে থাকে Looping এর কারনে এবং কেসিংটিকে NEUTRAL-এ সংযোগ দেয়ায় আপনার কম্পিউটার CPU কেসিং-এ ঝুঁকিপূর্ণ মাত্রার ভোল্টেজ চলে আসতে পারে। তাই Grounding বা
Earthing পয়েন্ট ব্যাতিত কখনই NEUTRAL কে নিরাপদ পয়েন্ট ভাববেন না। তাহলে উপায়???
Earthing পয়েন্ট ব্যাতিত কখনই NEUTRAL কে নিরাপদ পয়েন্ট ভাববেন না। তাহলে উপায়???
উপায় হচ্ছে দুটি। প্রথম পদ্ধতি হল, আপনার বাড়ির বৈদ্যুতিক মিটারের গোড়ায় সংযুক্ত Grounding পয়েন্ট থেকে আলাদা একটি মোটা ইলেকট্রিক লাইন নিয়ে কম্পিউটারের কেসিং-এ বা বাড়ির অন্যান্য সরঞ্জামে (যেগুলোর প্লাগ ৩ পিন) সেগুলোর সকেটে Earthing পয়েন্ট দিতে হবে। অর্থাত মেইন লাইন থেকে সবসময় তিনটি আলাদা তার যাবে সকেটগুলোতে, LIVE, NEUTRAL, EARTHING...
দ্বিতীয় পদ্ধতি হল, যে জায়গাতে আপনার ইলেক্ট্রিক সরঞ্জামে Earthing প্রয়োজন হবে, ঠিক সেই জায়গার সকেটের Earthing পয়েন্টটিকে যতটা সম্ভব কম দৈর্ঘের তার দিয়ে কাছাকাছি কোথাও মাটিতে আর্থিং রড দিয়ে সংযোগ দিতে হবে। প্রথম পদ্ধতি থেকে দ্বিতীয় পদ্ধতি অধিকতর নিরাপদ, তবে ব্যয়বহুল।
দ্বিতীয় পদ্ধতি হল, যে জায়গাতে আপনার ইলেক্ট্রিক সরঞ্জামে Earthing প্রয়োজন হবে, ঠিক সেই জায়গার সকেটের Earthing পয়েন্টটিকে যতটা সম্ভব কম দৈর্ঘের তার দিয়ে কাছাকাছি কোথাও মাটিতে আর্থিং রড দিয়ে সংযোগ দিতে হবে। প্রথম পদ্ধতি থেকে দ্বিতীয় পদ্ধতি অধিকতর নিরাপদ, তবে ব্যয়বহুল।
#ফেজ, নিউট্রাল ও আর্থ তারের স্টান্ডার্ড কালার কি?
ইলেকট্রিক্যালের যে কোন ধরনের কাজের সময়, আপনি আপনার ইচ্ছামত যেকোন রং এর কালারকে ফেজ বা নিউট্রাল বা আর্থ তার হিসাবে ব্যবহার করতে পারবেন। কিন্তু সকলের বোঝার সুবিধার্থে একটি নিয়ম অবশ্যই অনুসরণ করতে হবে। কারন, ইঞ্জিনিয়ার তো নিজের সুবিধার্থে কাজ করবে না। সবাই যেন বুঝতে পারে, সেটা মাথায় রেখেই কাজ করবে। আমরা সাধারনত কাজ করার সময় লাল এবং কালো তার ফেজ এবং নিউট্রাল তার হিসাবে ব্যবহার করে থাকি।
বর্তমানে আন্তর্জাতিক নিয়মে ফেজ বা লাইভ তার কে বাদামি রং, নিউট্রাল তারকে হালকা নীল রং এবং আর্থ তারকে সবুজ বা হলুদ এর অন্তরিত স্ট্রিপ করা হয়।

No comments:
Post a Comment
Thanks for your comment.