Saturday, November 23, 2019

Sensor (সেন্সর) কি?

#সেন্সর(sensor):
সেন্সর হলো এক ধরনের যান্ত্রিক ব্যাবস্থা যা পরিবেশের কোন ঘটনার(শব্দ,তাপ, অালো)প্রতি সাড়া দিতে পারে। মুলত সেন্সর এর ধরনের কনভার্টার বা পরিবর্তন কারী যা পরিবেশ গত পরিবর্তনকে একটি সিগনালে পরিনত করে যা পরবর্তীতে একটি মাধ্যমে পড়া যায়।যেমন:একটি থার্মোমিটারের কথা বলা যেতে পারে যা তাপের পরিবর্তনকে টিউব গ্লাসে অাবদ্ধ তরল পারদের দৈর্ঘ্য বৃদ্ধি বা হ্রাস ঘটিয়ে গ্লাসের গায়ে অঙ্কিত তাপমাত্রার পরিমাপের সাহায্যে তাপের ফলাফল প্রদোর্শন করে।তবে বর্তমানে ইলেকট্রানিক্স এ সেন্সর বহুল পরিচিত ডিভাইস যা কোন পরিবেশগত কোন পরিবর্তনকে বৈদ্যুতিক সিগনালে রুপান্তরিত করে।
বিভিন্ন প্রকার সেন্সর এর নাম:
১.কন্টাক্ট সেন্সর
২.টেম্পারেচার সেন্সর
৩.ডিসটেন্স সেন্সর
৪.প্রক্সিমিটি সেন্সর
৫.প্রেসার সেন্সর
৬.টাচ সেন্সর
৭.ইনফ্রারেড সেন্সর
৮.ফটো ডায়েড সেন্সর
৯.ফটো ট্রানজিস্টর সেন্সর

#প্রক্সিমিটি সেন্সর বা সুইচ (Proximity sensor / Switch) : প্রক্সিমিটি সেন্সর এমন এক ধরনের সেন্সর, যা কোন প্রকার স্পর্শ ছাড়াই কোন বস্তুর উপস্থিতি ডিটেক্ট করকে পারে।

প্রতীক: সাধরনত নরমালি ক্লোজড (NC)  ও নরমালি  অপেন (NO) টাইপের সেন্সর পাওয়া যায়। তাদের প্রতীক উপরে দেওয়া আছে।

প্রকারভেদ : প্রক্সিমিটি সেন্সরকে প্রধাণত তিন ভাবে ভাগ করা যায়। 

ইন্ডাক্টিভ প্রক্সিমিটি সেন্সর (Inductive Proximity Sensor) :এটা মুভিং বস্তুকে ডিটেক্ট করে। এটা লিফট বা অন্য কোন চলন্ত বস্তুকে ডিটেক্ট করার জন্য ব্যবহার করা হয়। এটা ৪ মিমি থেকে ১৪ মিমি পর্যন্ত ডিটেক্ট করতে পারে।

ক্যাপাসিটিভ প্রক্সিমিটি সেন্সর ( Capacitive Proximity Sensor) : এটা সাধারনত তরল বা অন্য কোন ডাই ইলেকট্রিক বস্তু ডিটেক্ট করে। যেমনঃ কাঠ, প্লাস্টিক, দুধ,পানি ইত্যাদি। ইহা সাধারনত ৫ মিমি থেকে ১৫ মিমি পর্যন্ত বস্তু ডিটেক্ট করতে পারে।

ফটোইলেকট্রিক প্রক্সিমিটি সেন্সর (Photoelectric Proximity Sensor) : এটা সাধারন আলো বা অন্ধকার এর উপর ভিক্তিতে কাজ করে। এটার একটা ইমিটার থাকে,আর একটা রিসিভার। ইমিটার থেকে লাইট রিসিভারে যায়। যদি কোন কারনে কোন বস্তু এর মাঝে চলে আসে, তবে ডার্ক বা অন্ধকারের কারনে ইমিটার থেকে লাইট রিসিভারে যেতে পারেনা। এভাবেই এই সেন্সর কাজ করে।

কার্যপ্রণালী : সেন্সর সার্কিটের সামনে যদি কোন অবজেক্ট না থাকে, তখন সার্কিট অফ হিসাবে কাজ করবে।  এলইডি অফ থাকবে। কিন্তু সেন্সরের সামনে যদি অবজেক্ট থাকে, তবে সার্কিট ক্লোজ হিসাবে কাজ করবে এবং এলইডি জ্বলবে। অবজেক্ট পেলেই শুধুমাত্র সেন্সর সার্কিট কাজ করবে।

No comments:

Post a Comment

Thanks for your comment.

Besic Acknowledge in Electrical

২৫। ১ কিলোগ্রাম কাকে বলে? উত্তর : ফ্রান্সের স্যাভ্রেতে ইন্টারন্যাশনাল ওয়েটস অ্যান্ড মেজারসে রক্ষিত প্লাটিনাম ইরিডিয়াম সংকর ধাতুর তৈরি একটি স...