গেজ চাপ:
প্রবাহিত চাপ বিভিন্ন যন্ত্র দ্বারা মাপা যায়। এই যন্ত্র গুলির একটির নাম গেজ। গেজ দ্বারা পিরিমাপিত চাপকে গেজ চাপ বলে।
পরম চাপ:
বায়ুমণ্ডলের চাপ ও গেজ চাপের যোগফলকে পরম চাপ বলে।
শূণ্য চাপ:
বায়ুর চাপ অপেক্ষা কম চাপকে শূণ্য চাপ বলে। আমরা জানি বায়ুর আদর্শ চাপ 76cm পারদ স্তম্ভ। এখন কোন পাত্রে প্রবাহীর চাপ 72.8cm পারদ স্তম্ভ পাওয়া গেল। এক্ষেত্রে শূণ্য চাপ=(76-72.8)=3.2 পারদ স্তম্ভ।
No comments:
Post a Comment
Thanks for your comment.